দিলপাশার ইউনিয়ন
অবয়ব
দিলপাশার | |
---|---|
ইউনিয়ন | |
৪নং দিলপাশার ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে দিলপাশার ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১৪′ উত্তর ৮৯°২৭′ পূর্ব / ২৪.২৩৩° উত্তর ৮৯.৪৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | পাবনা জেলা |
উপজেলা | ভাঙ্গুড়া উপজেলা |
জনসংখ্যা | |
• মোট | ১৯.৩৪৭ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৬৬৪০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
দিলপাশার ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
ইতিহাস
[সম্পাদনা]চলনবিল বিধৌত দিলপাশার ইউনিয়ন পরিষদ ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা কালের প্রথম চেয়ারম্যান ছিলেন নব কুমার ঘোষ। বর্তমান তারই ছোট ভাই অশোক কুমার ঘোষ দ্বিতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]দিলপাশার ইউনিয়ন ভাঙ্গুরা উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এখানে ২০টি গ্রাম রয়েছে।
হাট-বাজার
[সম্পাদনা]- বেতুয়ান হাট
- দিলপাশার বাজার
- পুইবিল বাজার
- পুইবিল হাট
খাল ও নদী
[সম্পাদনা]- ইছামতি নদী
- গুমাতি নদী
- ধোনারগারার খাল
- দিলপাশার খাল
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "দিলপাশার ইউনিয়ন"। dilpasarup.pabna.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৫।
- ↑ "ভাঙ্গুরা উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৫।