দিনহাটা মহকুমা
দিনহাটা মহকুমা | |
---|---|
subdivision | |
স্থানাঙ্ক: ২৬°০৮′ উত্তর ৮৯°২৮′ পূর্ব / ২৬.১৩° উত্তর ৮৯.৪৭° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | কোচবিহার |
সদর দপ্তর | দিনহাটা |
ভাষা | |
• অফিসিয়াল | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | IST (ইউটিসি+5:30) |
আইএসও ৩১৬৬ কোড | ISO 3166-2:IN |
যানবাহন নিবন্ধন | WB64, পঃবঃ৬৪ |
দিনহাটা মহকুমা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার একটি মহকুমা।[১] এটি দিনহাটা পৌরসভা এবং দিনহাটা ১, দিনহাটা ২ ও সিতাই সমষ্টি উন্নয়ন ব্লক তিনটি নিয়ে গঠিত। এই মহকুমার সদর দিনহাটা শহরে অবস্থিত।
এলাকা
[সম্পাদনা]দিনহাটা পুরসভা ছাড়াও দিনহাটা মহকুমায় দিনহাটা-১, দিনহাটা-২ ও সিতাই এই ৩টি ব্লকের অধীনে ৩৩টি গ্রাম পঞ্চায়েত ও ১টি সেন্সাস টাউন রয়েছে। মহকুমার একমাত্র সেন্সাস টাউন হচ্ছে ভাঙরি প্রথম খণ্ড। [২]
ব্লক
[সম্পাদনা]দিনহাটা ১ সমষ্টি উন্নয়ন ব্লক ১৬টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এই গ্রাম পঞ্চায়েত গুলি হল - বড়ো আটিয়াবাড়ি-১, বড়ো আটিয়াবাড়ি-২, দিনহাটা ভিলেজ-১, দিনহাটা ভিলেজ-২, পুটিমারি-১, পুটিমারি-২, গিতালদা-১, গিতালদা-২, ভেটাগুরি-১, ভেটাগুরি-২, গোসানিমারি-১, গোসানিমারি-২, বড়ো শৌলমারি, মাতালহাট, ওকরাবাড়ি ও পেটলা। এই ব্লক এর অন্তর্গত নগর অঞ্চল একটি সেন্সাস টাউন ভাঙরি প্রথম খণ্ড নিয়ে গঠিত। দিনহাটা-১ ব্লক এর সদর দিনহাটা । এই ব্লক নিয়ন্ত্রিত হয় দিনহাটা থানার আওতায়।
দিনহাটা ২ সমষ্টি উন্নয়ন ব্লক ১২টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এই গ্রাম পঞ্চায়েত গুলি হল - বামনহাট-১, বামনহাট-২, কিশামত দশগ্রাম, সুকারুকুঠি, চৌধুরিহাট, নাজিরহাট-১, নাজিরহাট-২, বড়োশাকদল, গোবরাছড়া নয়ারহাট, বুড়িরহাট-১, বুড়িরহাট-২ ও সাহেবগঞ্জ। এই ব্লক এর অন্তর্গত নগর অঞ্চল হলো সাহেবগঞ্জ । দিনহাটা-২ ব্লক এর সদর হল সাহেবগঞ্জ। এই ব্লক নিয়ন্ত্রিত হয় সাহেবগঞ্জ থানার আওতায়। বামনহাট-১ গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত বামনহাট ব্লক হসপিটাল। দিনহাটা-২ ব্লক হল একটি সীমান্তবর্তী অঞ্চল। এই ব্লকের দুই পাশে রয়েছে বাংলাদেশ।
সিতাই
[সম্পাদনা]সিতাই ব্লক ৫টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এই গ্রাম পঞ্চায়েত গুলি হল - আদাবাড়ি, চামটা, সিতাই-১, সিতাই-২ ও ব্রাহ্মত্তর-চাত্রা। সিতাই ব্লক এর সদর হল সিতাই। এই ব্লক নিয়ন্ত্রিত হয় সিতাই থানার আওতায়।
বিধানসভা কেন্দ্র
[সম্পাদনা]ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে ৭ নং দিনহাটা বিধানসভা কেন্দ্রটি দিনহাটা পৌরসভা, দিনহাটা ২ সমষ্টি উন্নয়ন ব্লক এবং ভেটাগুড়ি-১, দিনহাটা গ্রাম-১, দিনহাটা গ্রাম-২ এবং পুটিমারি-১ গ্রাম পঞ্চায়েত গুলি দিনহাটা ১ সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত।[৩]
দিনহাটা বিধানসভা কেন্দ্রটি ১ নং কোচবিহার লোকসভা কেন্দ্র(এসসি) র অন্তর্গত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ দিনহাটা মহকুমা[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "District Wise List of Statutory Towns( Municipal Corporation,Municipality,Notified Area and Cantonment Board) , Census Towns and Outgrowths, West Bengal, 2001"। Census of India, Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১৮।
- ↑ "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)" (পিডিএফ)। পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। Archived from the original on ১৮ সেপ্টেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২৪।