বিষয়বস্তুতে চলুন

ত্রিপোলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ত্রিপোলি
طرابلس
ত্রিপোলি কেন্দ্রীয় ব্যবসায়িক জেলা
মার্কাস অরেলিয়াস আর্চ
শহরের রাস্তা
বিচ পার্ক
সবুজ চত্বর
লাল দুর্গ জাদুঘর
উপর থেকে ঘড়ির কাঁটার দিকে': ত্রিপোলি প্যানোরামা, ত্রিপোলি কেন্দ্রীয় ব্যবসায়িক জেলা, মার্কাস অরেলিয়াস আর্চ, ত্রিপোলির একটি রাস্তা, ত্রিপোলি বিচ পার্ক, শহীদ স্কোয়ার, লাল দুর্গ জাদুঘর
ত্রিপোলির অফিসিয়াল সীলমোহর
সীলমোহর
লিবিয়াতে ত্রিপোলির অবস্থান
লিবিয়াতে ত্রিপোলির অবস্থান
দেশ লিবিয়া
Sha'biyahTripoli Sha'biyah
সরকার
 • Head of the People's CommitteeAbdullatif Abdulrahman Aldaali
আয়তন
 • মোট৪০০ বর্গকিমি (২০০ বর্গমাইল)
উচ্চতা৮১ মিটার (২৬৬ ফুট)
জনসংখ্যা (২০০৪)
 • মোট১৬,৮২,০০০
সময় অঞ্চলইইটি (ইউটিসি+০২:০০)

ত্রিপোলি (আরবি: طرابلس; /ˈtrɪpəli/) উত্তর আফ্রিকার রাষ্ট্র লিবিয়ার রাজধানী ও বৃহত্তম শহর। শহরটি লিবিয়ার উত্তর-পশ্চিমে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। এটি লিবিয়ার বৃহত্তম শহর, প্রধান বন্দর এবং শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও উৎপাদন শিল্পকেন্দ্র। উৎপাদন শিল্পের মধ্যে আছে খাবার প্রক্রিয়াকরণ, কাপড়, বস্ত্র, নির্মাণ সামগ্রী, ও তামাকজাত দ্রব্য উৎপাদন। শরটির কাছেই ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। আলফাতেহ বিশ্ববিদ্যালয় এখানে অবস্থিত। ত্রিপোলিতানিয়ার ইতিহাস সমৃদ্ধ জাতীয় আর্কাইভ এবং সরকারী গ্রন্থাগার এখানে অবস্থিত। এছাড়াও প্রাকৃতিক ইতিহাস জাদুঘর, প্রত্নতাত্ত্বিক জাদুঘর, নৃবৈজ্ঞানিক জাদুঘর, শিলালিপি জাদুঘর অন্যতম দর্শনীয় স্থান। আরও আছে ইসলামী জাদুঘর, রোমান সম্রাট মার্কুস আউরেলিয়ুসের সম্মানে নির্মিত রোমান বিজয় খিলান, কারামানলি ও গুর্গি মসজিদ, এবং ১৬শ শতকে নির্মিত একটি স্পেনীয় দুর্গ।

এই এলাকায় সম্ভবত সর্বপ্রথম ফিনিশীয়রা খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দীতে ওয়েয়া নামে বসতি স্থাপন করে। ১৯৫১ সালে লিবিয়ার স্বাধীনতা লাভের পর ত্রিপোলি ও বানগাজি দেশটির সহ-রাজধানী নির্বাচিত হয়। ১৯৭০-এর দশকের শুরুতে ত্রিপোলিকে একক রাজধানীতে উন্নীত করা হয়। ১৯৬৩ সাল থেকে পেট্রোলিয়াম বিক্রিলব্ধ অর্থ ত্রিপোলির উন্নয়নে প্রচুর সহায়তা করেছে।

বর্তমানে শহরটির জনসংখ্যা প্রায় ২০ লক্ষ।

ইতিহাস

[সম্পাদনা]

খ্রিষ্টপূর্ব ৭ম শতাব্দীতে শহরটি প্রতিষ্ঠিত হয়।

শিক্ষা

[সম্পাদনা]

ত্রিপোলীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে ত্রিপোলী বিশ্ববিদ্যালয় ,যেটি একটি সরকারি বিশ্ববিদ্যালয় এবং বিনা খরচে পড়াশুনা করানো হয়। গত কিছু বছর যাবত বেসরকারি বিশ্ববিদ্যালয় ও গড়ে ওঠেছে .

International schools:

চিত্রশালা

[সম্পাদনা]