তবলছড়ি ইউনিয়ন
তবলছড়ি | |
---|---|
ইউনিয়ন | |
২নং তবলছড়ি ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে তবলছড়ি ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৫′০″ উত্তর ৯১°৪৯′২″ পূর্ব / ২৩.২৫০০০° উত্তর ৯১.৮১৭২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | খাগড়াছড়ি জেলা |
উপজেলা | মাটিরাঙ্গা উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আব্দুল কাদের |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৪৫০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
তবলছড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত মাটিরাঙ্গা উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]৭৬৮০ একর।
উল্লেখযোগ্য গ্রাম/মহল্লা
[সম্পাদনা]১.তবলছড়ি বাজার ২.কুমিল্লা টিলা ৩.সিংহপাড়া ৪.তুলাতুলি ৫.পুরান তবলছড়ি ৬.মাদ্রাসা পাড়া ৭.দেওয়ান পাড়া ৯.শুকনাছড়ি ১০.মুল্লাবাজার ১১.ভাগ্যপাড়া ১২.তালুকদার পাড়া ১৩.গুরঙ্গপাড়া ইত্যাদি গ্রাম উল্লেখ যোগ্য।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ১৯,৯৬৩জন। এর মধ্যে ১৭,৫১৮জন মুসলিম, ১,৩১১জন হিন্দু, ১,১২০জন বৌদ্ধ, ১৪জন খ্রিস্টান। [১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]মাটিরাঙ্গা উপজেলার উত্তরাংশে তবলছড়ি ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে বড়নাল ইউনিয়ন, পূর্বে বড়নাল ইউনিয়ন ও পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়ন, উত্তরে তাইন্দং ইউনিয়ন এবং পশ্চিমে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]তবলছড়ি ইউনিয়ন মাটিরাঙ্গা উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মাটিরাঙ্গা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৮নং নির্বাচনী এলাকা পার্বত্য খাগড়াছড়ি এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- তবলছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসা
- তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয়
- যতন কুমার কার্বারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তবলছড়ি গ্রীনহিল কলেজ
- মোল্লাবাজার জুনিয়র হাই স্কুল
- মোল্লাবাজার দারুচ্ছুন্নাত ইসলামীয়া দাখিল মাদ্রাসা
- ৯নং নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিভূতি তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভাগ্যপাড়া কার্বারি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বনফুল কিন্ডারগার্টেন স্কুল (প্রাইভেট)
- বিরাশি টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- টিকা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]তবলছড়ি ইউনিয়ন থেকে বের হবার রাস্তা হলোঃ-তাইন্দং-তবলছড়ি(তানিক্কা পাড়া রোড) রোড এবং পানছড়ি-তাইন্দং রোড।
হাট-বাজার
[সম্পাদনা]- তবলছড়ি বাজার
- মোল্লাবাজার
- চোহমুনী বাজার
- দেওয়ান পাড়া বাজার
- বড়বিল বাজার
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- ঝর্ণা (ঝর্ণা টিলা)
- পুরাতন তবলছড়ি বর্ডার
- পোড়াবাড়ি ঝর্ণা
- বিরাশি টিলা
- বড়কূম ঝর্ণা
- কদমতলি বৌদ্ধ বনবিহার
- সিংহপাড়া ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডার
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |