ঢাকা-৫
অবয়ব
ঢাকা-৫ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ঢাকা জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← ঢাকা-৪ ঢাকা-৬ → |
ঢাকা-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৭৮নং আসন।
সীমানা এটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮,৪৯,৫০,৬০,৬১,৬২,৬৩,৬৪,৬৫,৬৬,৬৭,৬৮,৬৯ ও ৭০ নং ওয়ার্ড নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন | সদস্য | দল | |
---|---|---|---|
১৯৭৩ | শাহ মোয়াজ্জেম হোসেন | বাংলাদেশ আওয়ামী লীগ[৩] | |
১৯৭৯ | এম হামিদুল্লাহ খান | বাংলাদেশ জাতীয়তাবাদী দল[৪] | |
সীমানা পরিবর্তন | |||
১৯৮৬ | এ.কে.এম. রহমতুল্লাহ | বাংলাদেশ আওয়ামী লীগ[৫] | |
১৯৮৮ | মোহাম্মদ সিরাজ উদ্দিন আহমেদ | [৬] | |
১৯৯১ | খালেদা জিয়া | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
সেপ্টেম্বর ১৯৯১ উপ-নির্বাচন | মোহাম্মদ কামরুল ইসলাম | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
ফেব্রুয়ারি ১৯৯৬ | |||
জুন ১৯৯৬ | এ.কে.এম. রহমতুল্লাহ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০০১ | মোহাম্মদ কামরুল ইসলাম | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
সীমানা পরিবর্তন | |||
২০০৮ | হাবিবুর রহমান মোল্লা | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০১৪ | |||
২০১৮ | |||
১৭ অক্টোবর ২০২০ উপ-নির্বাচন | কাজী মনিরুল ইসলাম মনু | বাংলাদেশ আওয়ামী লীগ | |
৭ জানুয়ারি ২০২৪ | মশিউর রহমান মোল্লা সজল | স্বতন্ত্র |
নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | হাবিবুর রহমান মোল্লা | ১,০৮,০৩৮ | ৯৫.০ | +৪১.১ | |
তরিকত ফেডারেশন | আরজু শাহ সায়েদাবাদী | ২,৪৪২ | ২.১ | +২.০ | |
জাতীয় পার্টি | মনির হোসেন কমল | ১,৭৪৮ | ১.৫ | -২.৬ | |
ন্যাপ | মোঃ আব্দুর রশিদ | ১,৪৩৯ | ১.৩ | +০.৮ | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,০৫,৫৯৬ | ৯২.৯ | +৭৪.১ | ||
ভোটার উপস্থিতি | ১,১৩,৬৬৯ | ২৭.৭ | −৫০.৮ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | হাবিবুর রহমান মোল্লা | ১,৫৩,১৪৪ | ৫৩.৯ | +১১.৩ | ||
বিএনপি | সালাহ উদ্দিন আহমেদ | ৯৯,৮৯৫ | ৩৫.২ | -১৮.৮ | ||
জাতীয় পার্টি | সৈয়দ আবু হোসেন | ১৭,২৪৬ | ৬.১ | প্র/না | ||
ইসলামী আন্দোলন | এটিএম হেমায়েত উদ্দিন | ৯,২৪৭ | ৩.৩ | প্র/না | ||
ন্যাপ | মোঃ আব্দুর রশিদ | ১,৩৬৪ | ০.৫ | প্র/না | ||
জাকের পার্টি | আবু বক্কর সিদ্দিক খান | ১,২২৭ | ০.৪ | প্র/না | ||
প্রগদ | খালেকুজ্জামান চৌধুরী | ৪৪৪ | ০.২ | প্র/না | ||
তরিকত ফেডারেশন | মোঃ সানোয়ার হোসেন | ৩১২ | ০.১ | প্র/না | ||
বাসদ | জুলফিকার আলী | ২০১ | ০.১ | প্র/না | ||
বিকেএ | আবুল হোসেন | ১৭৮ | ০.১ | ০.০ | ||
স্বতন্ত্র | মাজেদুর রহমান খান | ১৫৭ | ০.১ | প্র/না | ||
জাসদ (রব) | ওয়ালিউল্লাহ পাটোয়ারী | ১১৩ | ০.০ | প্র/না | ||
কেএসজেএল | নাজমা আক্তার | ১০৫ | ০.০ | প্র/না | ||
গণতান্ত্রিক পার্টি | মিনহাজ উদ্দিন আহমেদ | ৯৩ | ০.০ | প্র/না | ||
বাংলাদেশ কল্যাণ পার্টি | জমির আহমেদ | ৭৫ | ০.০ | প্র/না | ||
গণফোরাম | মোঃ জাফর আলী | ৬৮ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫৩,২৪৯ | ১৮.৮ | +৭.৪ | |||
ভোটার উপস্থিতি | ২,৮৩,৮৬৯ | ৭৮.৫ | +১৬.৭ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | মোঃ কামরুল ইসলাম | ২,১১,৪৪০ | ৫৪.০ | +১৪.৮ | ||
আওয়ামী লীগ | একেএম রহমত উল্লাহ | ১,৬৬,৮৩২ | ৪২.৬ | -৪.৯ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোঃ আলফাজ উদ্দিন | ১১,৫৫৮ | ৩.০ | প্র/না | ||
জাসদ | আমির আলী মতুব্বর | ৫৭৯ | ০.১ | ০.০ | ||
বিকেএ | মিজানুর রহমান যুক্তিবাদী | ৪২৪ | ০.১ | ০.০ | ||
স্বতন্ত্র | এসএম আমজাদ আলী | ২৫৩ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | রিজওয়ানুল ইসলাম | ৯২ | ০.০ | প্র/না | ||
কেএসজেএল | লস্কর কেরামত আলী | ৮৯ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | মোঃ শাহাদাত হোসেন | ৫৭ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪৪,৬০৮ | ১১.৪ | +৩.১ | |||
ভোটার উপস্থিতি | ৩,৯১,৩২৪ | ৬১.৮ | −৬.৬ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | একেএম রহমত উল্লাহ | ১,৩২,৪৪৩ | ৪৭.৫ | |||
বিএনপি | মোঃ কামরুল ইসলাম | ১,০৯,৩৭০ | ৩৯.২ | |||
জাতীয় পার্টি | কাজী গোলাম দস্তগীর | ২৪,৫৫৭ | ৮.৮ | |||
জামায়াতে ইসলামী | মোঃ আশরাফুল হক | ৭,৩৬৬ | ২.৬ | |||
জাকের পার্টি | মোমিন উদ্দিন সরদার | ১,৫৮৯ | ০.৬ | |||
ইসলামী ঐক্য জোট | মোজির উদ্দিন আহমেদ | ১,৪৩১ | ০.৫ | |||
ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি | আনিসুজ্জামান খোকন | ৬৬৫ | ০.২ | |||
গণফোরাম | জামিল চৌধুরী | ৫০৬ | ০.২ | |||
জাসদ | আবুল হোসেন | ২৫৭ | ০.১ | |||
বিকেএ | মিজানুর রহমান যুক্তিবাদী | ১৯৯ | ০.১ | |||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | আনিসুজ্জামান ভূইয়া | ১২৮ | ০.১ | |||
জাসদ (রব) | লিয়াকত হোসেন | ৯৯ | ০.০ | |||
স্বতন্ত্র | আজিজুর রহমান | ৮১ | ০.০ | |||
স্বতন্ত্র | জহিরুল হক | ৮১ | ০.০ | |||
জাতীয় জনতা পার্টি (নুরুল ইসলাম) | হান্নান হোসাইন চৌধুরী | ৬৭ | ০.০ | |||
ফ্রিডম পার্টি | ফকরুল আহসান রানা | ৫৬ | ০.০ | |||
জনতা দল | মিনা রহমান | ৪৪ | ০.০ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৩,০৭৩ | ৮.৩ | ||||
ভোটার উপস্থিতি | ২,৭৮,৯৩৯ | ৬৮.৪ | ||||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
১৯৯১ সালের সাধারণ নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে দাড়ান: বগুড়া-৭,[১২] ঢাকা-৫, ঢাকা-৯,[১৩] ফেনী-১ ও চট্টগ্রাম-৮।[১৪] সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি ফেনী-১ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেচে নেন ও এরফলে বাকী চার আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।[১৫] ১৯৯১ সালের সেপ্টেম্বরের উপ-নির্বাচনে বিএনপির মোঃ কামরুল ইসলাম নির্বাচিত হন।[১৬]
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | খালেদা জিয়া | ৭১,২৬৬ | ৫১.৫ | |||
আওয়ামী লীগ | সাহারা খাতুন | ৪৫,৮১১ | ৩৩.১ | |||
স্বতন্ত্র | মোহাম্মদ সিরাজ উদ্দিন আহমেদ | ১০,৭২৫ | ৭.৭ | |||
জাতীয় পার্টি | গোলাম কাদির | ৩,৯৪৭ | ২.৯ | |||
জাকের পার্টি | কাইসার হামিদ | ২,৮২৭ | ২.০ | |||
বাংলাদেশ জনতা পার্টি | সাইদুল ইসলাম মন্টু | ১,৯২০ | ১.৪ | |||
বিকেএ | মিজানুর রহমান যুক্তিবাদী | ৮২১ | ০.৬ | |||
স্বতন্ত্র | মোজাম্মেল হক | ৪৩৬ | ০.৩ | |||
জাসদ (রব) | আতাউল করিম ফারুক | ২০২ | ০.১ | |||
জনতা মুক্তি দল | সামসুর রহমান | ১৬৮ | ০.১ | |||
স্বতন্ত্র | জি এম এল কবির | ১০৪ | ০.১ | |||
বাংলাদেশ রিপাবলিকান পার্টি | সিরাজুল হক | ৮০ | ০.১ | |||
বাংলাদেশ জাতীয় তাঁতি দল | মোঃ ইয়াকুব | ৪৯ | ০.০ | |||
স্বতন্ত্র | মোঃ আবুল হাসান | ২৯ | ০.০ | |||
জনশক্তি পার্টি | আব্দুল্লাহ আল নাসের | ২৬ | ০.০ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | এ এইচ এম আমজাদ হোসেন | ২০ | ০.০ | |||
জাতীয়তাবাদী গণতান্ত্রিক চাষী দল | আফজালুদ্দিন চৌধুরী | ১৪ | ০.০ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৫,৪৫৫ | ১৮.৪ | ||||
ভোটার উপস্থিতি | ১,৩৮,৪৪৫ | ৪৭.৭ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ঢাকা-৫ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Dhaka-5"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Electoral Area Result Statistics: Dhaka-5"। আমারএমপি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৫ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা"। বাংলাদেশ সংসদ। ১৯ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮।
- ↑ আখতার, মুহাম্মদ ইয়াহিয়া (২০০১)। Electoral Corruption in Bangladesh [বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি] (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃষ্ঠা ২৪৩। আইএসবিএন 0-7546-1628-2।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে ঢাকা-৫