বিষয়বস্তুতে চলুন

জিমি হংস্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জিমি হংস্র
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
অমরবীর সিং হংস্র
জন্ম (1984-12-29) ২৯ ডিসেম্বর ১৯৮৪ (বয়স ৩৯)
লুধিয়ানা, পাঞ্জাব, ভারত
ডাকনামজিমি
ব্যাটিংয়ের ধরনRight-handed
বোলিংয়ের ধরনRight-arm slow
ভূমিকাAllrounder
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ 71)
1 July 2010 বনাম Afghanistan
শেষ ওডিআই28 January 2014 বনাম Netherlands
টি২০আই অভিষেক
(ক্যাপ 31)
23 March 2012 বনাম Scotland
শেষ টি২০আই16 November 2013 বনাম Netherlands
টি২০আই শার্ট নং68
ঘরোয়া দলের তথ্য
বছরদল
2005Abbotsford
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ODI FC LA T20
ম্যাচ সংখ্যা ২৪ ৩২ ৩০
রানের সংখ্যা ৪২১ ২৩১ ৭১২ ৪১৭
ব্যাটিং গড় ২৩.৩৮ ১৭.৭৬ ২৯.৬৬ ১৯.৮৫
১০০/৫০ ০/২ ০/২ ১/২ ০/১
সর্বোচ্চ রান ৭০* ৬৭ ১০০* ৫৮*
বল করেছে ৪৪৫ ৪৬২ ৬৬২ ৩০৮
উইকেট ১১ ১৭
বোলিং গড় ৫৯.০০ ৫৯.৪০ ৫২.১৮ ২০.৮৮
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৩/২৭ ৩/৭৭ ৩/২৭ ৩/২২
ক্যাচ/স্ট্যাম্পিং ৭/– ৬/– ১২/– ৫/–
উৎস: Cricinfo, 28 January 2014

অমরবীর সিং হংস্র (জন্ম: ২৯ ডিসেম্বর, ১৯৮৪) ভারতের লুধিয়ানায় জন্মগ্রহণকারী কানাডার ক্রিকেটার।[] শিখ ধর্মাবলম্বী জিমি হংস্র মাঝারি-সারির ব্যাটসম্যান তিনি ও মাঝে-মধ্যে অফ স্পিন বোলিং করে থাকেন। ঘরোয়া ক্রিকেটে অ্যাবটসফোর্ড ক্রিকেট ক্লাবের প্রতিনিধিত্ব করছেন। বিদ্যালয় জীবন থেকেই ক্রিকেট খেলে আসছেন ও শৈশবকালেই ক্রীড়ার প্রতি অনুরাগী হন। তার বাবাও ছিলেন ক্রিকেট অনুরাগী ও তার উদ্দীপনাতেই ক্রিকেটের প্রতি অনুরাগ জন্মে। ১৭-২৫ জুলাই তারিখে ফ্লোরিডার ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত আইসিসি আমেরিকাজ টি২০ প্রতিযোগিতায় কানাডা ক্রিকেট দলের অধিনায়ক মনোনীত হন। ঐ প্রতিযোগিতায় তার দল শিরোপা জয় করে।

আগস্ট, ২০০৯ সালে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে আন্তঃমহাদেশীয় কাপে কেনিয়ার বিপক্ষে তার অভিষেক ঘটে। কিন্তু শুরুতেই তিনি শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে আসেন। ২০১১ সালের বিশ্বকাপে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ব্যাপক সাফল্য পান। পাকিস্তানের বিপক্ষে ৪৩ রানসহ কেনিয়ার বিপক্ষে আশীষ বাঘাইকে সাথে নিয়ে দলের জয়সূচক রান সংগ্রহ করেন। ঐ খেলায় তিনি ৭০ রান করেন ও পুনরায় অল্প কিছুদিন বাদেই নিউজিল্যান্ডের বিপক্ষে এ সফলতা দেখান। ১৬ জুন, ২০১৩ তারিখে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকান তিনি।

তথ্যসূত্র

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]