জিব্রিল সো
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মোহামেদ জিব্রিল ইব্রাহিমা সো[১] | ||
জন্ম | ৬ ফেব্রুয়ারি ১৯৯৭ | ||
জন্ম স্থান | জুরিখ, সুইজারল্যান্ড | ||
উচ্চতা | ১.৮৪ মিটার (৬ ফুট ১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট | ||
জার্সি নম্বর | ৮ | ||
যুব পর্যায় | |||
আলবিসরিডেন | |||
–২০১৫ | জুরিখ | ||
২০১৫ | বরুসিয়া মনশেনগ্লাডবাখ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৪–২০১৫ | জুরিখ ২ | ২০ | (০) |
২০১৫–২০১৭ | বরুসিয়া মনশেনগ্লাডবাখ ২ | ৩২ | (৭) |
২০১৬–২০১৭ | বরুসিয়া মনশেনগ্লাডবাখ | ১ | (০) |
২০১৭–২০১৯ | ইয়াং বয়েজ | ৫৫ | (৪) |
২০১৯– | আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট | ৪৮ | (১) |
জাতীয় দল‡ | |||
২০১৩ | সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৬ | ৪ | (০) |
২০১৩–২০১৪ | সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৭ | ১৪ | (০) |
২০১৪–২০১৬ | সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ১৫ | (১) |
২০১৬ | সুইজারল্যান্ড অনূর্ধ্ব-২০ | ৪ | (২) |
২০১৬ | সুইজারল্যান্ড অনূর্ধ্ব-২১ | ৬ | (১) |
২০১৮– | সুইজারল্যান্ড | ১৩ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:২০, ২১ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:২০, ২১ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
মোহামেদ জিব্রিল ইব্রাহিমা সো (ইংরেজি: Djibril Sow; জন্ম: ৬ ফেব্রুয়ারি ১৯৯৭; জিব্রিল সো নামে সুপরিচিত) হলেন একজন সুইজারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।[২] তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট এবং সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় এবং আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
২০১৩ সালে, সো সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের হয়ে সুইজারল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৪ বছর যাবত সুইজারল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে সুইজারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সুইজারল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন। তিনি সুইজারল্যান্ডের হয়ে এপর্যন্ত ১টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০২০) অংশগ্রহণ করেছেন।
দলগতভাবে, সো এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছেন, যার উভয়ই ইয়াং বয়েজের হয়ে জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মোহামেদ জিব্রিল ইব্রাহিমা সো ১৯৯৭ সালের ৬ই ফেব্রুয়ারি তারিখে সুইজারল্যান্ডের জুরিখে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Djibril Sow"। Swiss Super League (জার্মান ভাষায়)। ২ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২০।
- ↑ "Bor. Mönchengladbach - VfB Stuttgart 2:0 (DFB-Pokal 2016/2017, 2. Round)"। worldfootball.net। HEIM:SPIEL। ২৫ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- জিব্রিল সো – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- জিব্রিল সো – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে জিব্রিল সো (ইংরেজি)
- সকারবেসে জিব্রিল সো (ইংরেজি)
- বিডিফুটবলে জিব্রিল সো (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে জিব্রিল সো (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে জিব্রিল সো (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে জিব্রিল সো (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে জিব্রিল সো (ইংরেজি)
- ১৯৯৭-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- বরুসিয়া মনশেনগ্লাডবাখের খেলোয়াড়
- সুইজারল্যান্ডীয় ফুটবলার
- আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের খেলোয়াড়
- সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ফুটবলার
- উয়েফা ইউরো ২০২০-এর খেলোয়াড়
- বুন্দেসলিগার খেলোয়াড়
- জার্মানিতে প্রবাসী ফুটবলার
- বরুসিয়া মনশেনগ্লাডবাখ ২-এর খেলোয়াড়
- ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- সুইস সুপার লিগের খেলোয়াড়
- রেগিওনাললিগার খেলোয়াড়
- ২০২২ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- উয়েফা ইউরোপা লিগ বিজয়ী খেলোয়াড়