গোলাম মকসুদ হিলালী
এই নিবন্ধটি কিংবা অনুচ্ছেদটি শেখ গোলাম মাকসুদ হিলালী নিবন্ধে একত্র করা যেতে পারে। (আলোচনা করুন) প্রস্তাবের তারিখ: ফেব্রুয়ারি ২০২৪। |
গোলাম মকসুদ হিলালী | |
---|---|
জন্ম | ৩০ নভেম্বর ১৯০০ |
মৃত্যু | ১৭ ডিসেম্বর ১৯৬১ |
পেশা | অধ্যাপনা |
পরিচিতির কারণ | সাহিত্যিক ও শিক্ষাবিদ |
ডঃ গোলাম মকসুদ হিলালী (৩০ নভেম্বর ১৯০০ - ১৭ ডিসেম্বর ১৯৬১) হলেন একজন সাহিত্যিক ও শিক্ষাবিদ।[১] বাংলা, ইংরেজি, আরবি, ফারসিসহ প্রায় ১৮টি ভাষায় তিনি ব্যুৎপন্ন ছিলেন।[২]
জন্ম ও পারিবারিক পরিচিতি
[সম্পাদনা]মকসুদ ১৯০০ সালের ৩০ নভেম্বর[৩] তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির সিরাজগঞ্জের ফুলবাড়িতে জন্মগ্রহণ করেন।[২]
শিক্ষাজীবন
[সম্পাদনা]হিলালী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৪ সালে ফারসিতে ও ১৯৩২ সালে আরবিতে এমএ এবং ১৯২৭ সালে আইন বিষয়ে সম্মান ডিগ্রি অর্জন করেন।[১] ১৯৪৯ সালে তিনি ‘ইরান ও ইসলাম: তাদের পারস্পরিক প্রভাব’ সম্পর্কিত গবেষণার জন্যে ডিফিল ডিগ্রি লাভ করেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠায় তার বিশেষ অবদান রয়েছে[৪] এবং তিনি এই প্রতিষ্ঠানটিতে কিছুদিন কিউরেটর হিসাবেও দায়িত্ব পালন করেছেন।[২]
রচনাবলী
[সম্পাদনা]ইংরেজি ও বাংলা ভাষায় রচিত তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো:[২]
- হালিদা হানুম (১৯৩৩),
- A Manual of Persian Grammar (১৯৩৪),
- আল বেরুণী (১৯৩৭),
- Islamic Attitude Towards Non-Muslims (১৯৫২),
- হজরতের জীবননীতি (১৯৬৫),
- Perso-Arabic Elements in Bengali (১৯৬৭) ও
- Iran and Islam: Their Reciprocal Influence (গবেষণা প্রতিবেদন)।
সম্প্রতি বাংলা একাডেমী থেকে "হিলালী রচনাবলী" (২ খণ্ডে সমাপ্ত) প্রকাশিত হয়েছে।
মৃত্যু
[সম্পাদনা]তিনি ১৯৬১ সালের ১৭ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।[২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "ভাষা ও সংস্কৃতি : সিরাজগঞ্জের বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ"। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ ক খ গ ঘ ঙ চ তসিকুল ইসলাম (জানুয়ারি ২০০৩)। "হিলালী, গোলাম মকসুদ"। সিরাজুল ইসলাম। বাংলাপিডিয়া। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "এই দিনে" (ওয়েব)। দৈনিক আজাদী। চট্টগ্রাম। ৩০ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বরেন্দ্র গবেষণা জাদুঘর"। ট্রাভেল নিউজ। ২৭ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- হিলালী, গোলাম মকসুদ - বাংলাপিডিয়া সাইটে।