গোর্খা জেলা
অবয়ব
গোর্খা জেলা गोरखा | |
---|---|
জেলা | |
নেপালের মানচিত্রে গোর্খা জেলার অবস্থান | |
দেশ | নেপাল |
বিকাস ক্ষেত্র | পশ্চিমাঞ্চল |
অঞ্চল | গণ্ডকী |
আয়তন | |
• মোট | ৩৬১০ বর্গকিমি (১৩৯০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ২,৮৮,১৩৫ |
• জনঘনত্ব | ৮০/বর্গকিমি (২১০/বর্গমাইল) |
সময় অঞ্চল | এনপিটি (ইউটিসি+৫:৪৫) |
প্রধান ভাষা(গুলি) | Nepali, Gurung, Magar |
গোর্খা জেলা (নেপালি: गोरखा जिल्ला , হচ্ছে নেপালের পশ্চিমাঞ্চল বিকাস ক্ষেত্রের গণ্ডকী অঞ্চলের একটি জেলা এবং গোর্খা সৈন্যদের বসতির জন্য বিখ্যাত। পোখারিথক হচ্ছে এই জেলার সদরদপ্তর। এই জেলার আয়তন ৩,৬১০ কিমি২ (১,৩৯০ মা২)॥ ২০০১ সালের আদমশুমারি অনুসারে এ জেলার লোকসংখ্যা ২৮৮,১৩৪ জন এবং ২০১১ সালের আদমশুমারি অনুসারে এজেলার লোকসংখ্যা হচ্ছে ৪,২০,৪৭৭ জন।