কানাডা জাতীয় মহিলা ক্রিকেট দল
অবয়ব
সংঘ | ক্রিকেট কানাডা | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | ||||||||||
আইসিসি মর্যাদা | সহযোগী সদস্য (১৯৬৮) | |||||||||
আইসিসি অঞ্চল | আমেরিকাস | |||||||||
আন্তর্জাতিক ক্রিকেট | ||||||||||
প্রথম আন্তর্জাতিক | ব. বারমুডা (বীকন হিল পার্ক, ভিক্টোরিয়া; ২ সেপ্টেম্বর ২০০৬) | |||||||||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক | ||||||||||
প্রথম টি২০আই | ব মার্কিন যুক্তরাষ্ট্র (কেন্দ্রীয় ব্রোওয়ার্ড স্টেডিয়াম, লাউডারহিল; ১৭ মে ২০১৯) | |||||||||
সর্বশেষ টি২০আই | ব মার্কিন যুক্তরাষ্ট্র (কেন্দ্রীয় ব্রোওয়ার্ড স্টেডিয়াম, লাউডারহিল; ১৯ মে ২০১৯ | |||||||||
| ||||||||||
টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব উপস্থিতি | ১ (২০১৩ সালে সর্বপ্রথম) | |||||||||
সেরা ফলাফল | ৭ম (২০১৩) | |||||||||
৩০ জুন ২০১৯ অনুযায়ী |
নিম্নলিখিত নিবন্ধটির বর্তমানে "ইংরেজি ভাষা" থেকে বাংলায় অনুবাদের কাজ চলছে। দয়া করে এটি অনুবাদ করে আমাদেরকে সহায়তা করুন। যদি অনুবাদ করা শেষ হয়ে থাকে তাহলে এই নোটিশটি সরিয়ে নিন। |
কানাডা জাতীয় মহিলা ক্রিকেট দল হচ্ছে মহিলা আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়ায় কানাডার প্রতিনিধিত্বকারী একটি ক্রিকেট দল। ক্রিকেট কানাডার তত্ত্বাবধানে দলটি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে ২০০৬ সালে বারমুডা দলের বিপক্ষে একদিনের খেলার ৩ ম্যাচের একটি সিরিজ দিয়ে। এই সিরিজ দিয়েই সিদ্ধান্ত নেয়া হয় যে দলটি ২০০৭ এ আয়ারল্যান্ডে অনুষ্ঠিত মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে আমেরিকার প্রতিনিধিত্ব করতে পারবে। কানাডার শুরুটি ছিল বেশ ভাল, প্রথম খেলায় ৫ উইকেটে জয় পায়,[৩] কিন্তু ২য় খেলায় বারমুডা ফিরে আসে এবং ২৪ রানে জয় পায়।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Records for Women T20I Matches"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
- ↑ "Records in 2024 in Women T20I matches"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
- ↑ "Canada Women v Bermuda Women"। Cricketarchive.com। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১৮।
- ↑ "Canada Women v Bermuda Women"। Cricketarchive.com। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১৮।
টেমপ্লেট:Cricket in Canada টেমপ্লেট:Women's national cricket teams টেমপ্লেট:National sports teams of Canada