বিষয়বস্তুতে চলুন

কাণ্ব রাজবংশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাণ্ব রাজবংশ

খ্রিস্টপূর্ব ৭৩ সাল–খ্রিস্টপূর্ব ২৮ সাল
মানচিত্রে তৎকালীন সময়ের কাণ্ব সাম্রাজ্য ও তার সাথে অন্যান্য ছোট ছোট রাজ্য। এছাড়া, দুই বৃহৎ সাম্রাজ্য সাতবাহন ও শক উল্লেখিত।
মানচিত্রে তৎকালীন সময়ের কাণ্ব সাম্রাজ্য ও তার সাথে অন্যান্য ছোট ছোট রাজ্য। এছাড়া, দুই বৃহৎ সাম্রাজ্য সাতবাহনশক উল্লেখিত।
রাজধানীপাটলিপুত্র এবং বিদিশা
প্রচলিত ভাষাসংস্কৃত
ধর্ম
হিন্দু ধর্ম
বৌদ্ধ ধর্ম
সরকাররাজতন্ত্র
মহারাজাধিরাজ 
• খ্রিস্টপূর্ব ৭৩–৬৪ সাল
বাসুদেব কাণ্ব (প্রথম)
• খ্রিস্টপূর্ব ৩৮-২৮ সাল
সুসর্মন (সর্বশেষ)
ইতিহাস 
• প্রতিষ্ঠা
খ্রিস্টপূর্ব ৭৩ সাল
• বিলুপ্ত
খ্রিস্টপূর্ব ২৮ সাল
পূর্বসূরী
উত্তরসূরী
শুঙ্গ রাজবংশ
সাতবাহন
কুশান সাম্রাজ্য
মিত্র বংশ (কোসাম্বী)

কাণ্ব রাজবংশ হলো প্রাচীন মগধের অষ্টম রাজবংশ। তৎকালীন শুঙ্গ সাম্রাজ্যের রাজাকে পরাজিত করে বাসুদেব কাণ্ব এই রাজবংশ প্রতিষ্ঠা করেন। এই রাজবংশ খ্রিস্টপূর্ব ৭৩ সাল থেকে খ্রিস্টপূর্ব ২৮ সাল পর্যন্ত রাজ্য শাসন করে।[][]

কাণ্ব রাজবংশের বাসুদেব কাণ্ব ৭৫ খ্রিস্টপূর্বে শুঙ্গ সাম্রাজ্যের শেষ শাসক দেবভূতিকে সিংহাসনচ্যুত করে। কাণ্ব শাসকেরা শুঙ্গ সাম্রাজ্যের রাজাদের তাদের পূর্বের রাজত্বে নিভৃতে শাসন করতে দেন। কাণ্ব শাসকেরা মগধ শাসন করেছিল। গুন্তুর জেলার অমরাবতী গ্রামে সাতবাহন সাম্রাজ্যের এক শাসকের সাথে যুদ্ধে কাণ্ব রাজবংশ পরাজিত হলে এই রাজবংশের ইতি ঘটে।[]

আরো পড়ুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]