কাণ্ব রাজবংশ
অবয়ব
কাণ্ব রাজবংশ | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
খ্রিস্টপূর্ব ৭৩ সাল–খ্রিস্টপূর্ব ২৮ সাল | |||||||||||||
রাজধানী | পাটলিপুত্র এবং বিদিশা | ||||||||||||
প্রচলিত ভাষা | সংস্কৃত | ||||||||||||
ধর্ম | হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম | ||||||||||||
সরকার | রাজতন্ত্র | ||||||||||||
মহারাজাধিরাজ | |||||||||||||
• খ্রিস্টপূর্ব ৭৩–৬৪ সাল | বাসুদেব কাণ্ব (প্রথম) | ||||||||||||
• খ্রিস্টপূর্ব ৩৮-২৮ সাল | সুসর্মন (সর্বশেষ) | ||||||||||||
ইতিহাস | |||||||||||||
• প্রতিষ্ঠা | খ্রিস্টপূর্ব ৭৩ সাল | ||||||||||||
• বিলুপ্ত | খ্রিস্টপূর্ব ২৮ সাল | ||||||||||||
|
কাণ্ব রাজবংশ হলো প্রাচীন মগধের অষ্টম রাজবংশ। তৎকালীন শুঙ্গ সাম্রাজ্যের রাজাকে পরাজিত করে বাসুদেব কাণ্ব এই রাজবংশ প্রতিষ্ঠা করেন। এই রাজবংশ খ্রিস্টপূর্ব ৭৩ সাল থেকে খ্রিস্টপূর্ব ২৮ সাল পর্যন্ত রাজ্য শাসন করে।[১][২]
কাণ্ব রাজবংশের বাসুদেব কাণ্ব ৭৫ খ্রিস্টপূর্বে শুঙ্গ সাম্রাজ্যের শেষ শাসক দেবভূতিকে সিংহাসনচ্যুত করে। কাণ্ব শাসকেরা শুঙ্গ সাম্রাজ্যের রাজাদের তাদের পূর্বের রাজত্বে নিভৃতে শাসন করতে দেন। কাণ্ব শাসকেরা মগধ শাসন করেছিল। গুন্তুর জেলার অমরাবতী গ্রামে সাতবাহন সাম্রাজ্যের এক শাসকের সাথে যুদ্ধে কাণ্ব রাজবংশ পরাজিত হলে এই রাজবংশের ইতি ঘটে।[৩]
শাসক
[সম্পাদনা]- বাসুদেব কাণ্ব (৭৫ খ্রিস্টপূর্ব - ৬৬ খ্রিস্টপূর্ব)
- ভূমিমিত্র কাণ্ব (৬৬ খ্রিস্টপূর্ব - ৫২ খ্রিস্টপূর্ব)
- নারায়ণ কাণ্ব (৫২ খ্রিস্টপূর্ব - ৪০ খ্রিস্টপূর্ব)
- সুসর্মন কাণ্ব (৪০ খ্রিস্টপূর্ব - ৩০ খ্রিস্টপূর্ব)
আরো পড়ুন
[সম্পাদনা]- রায়চৌধুরী, হেমচন্দ্র পলিটিক্যাল হিস্টোরি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া, কলকাতা বিশ্ববিদ্যালয়, ১৯৭২,