বিষয়বস্তুতে চলুন

কচুয়া ইউনিয়ন, সাঘাটা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কচুয়া
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাগাইবান্ধা জেলা
উপজেলাসাঘাটা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

কচুয়া ইউনিয়ন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ৫নং ইউনিয়ন পরিষদ।

অবস্থান

[সম্পাদনা]

ইউনিয়নের উত্তরে বোনারপাড়া ইউনিয়ন, দক্ষিণে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন, পূর্বে ঘুড়িদহ ইউনিয়ন ও পশ্চিমে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন এবং রাখালবুরুজ ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

আয়তন – ২১.১২ (বর্গ কিঃ মিঃ)।

প্রশাসনিক অঞ্চল

[সম্পাদনা]
গ্রামের সংখ্যা

এ ইউনিয়নে মোট ১৪টি গ্রাম আছে:

  • ওসমানেরপাড়া
  • চন্দনপাট
  • কচুয়া
  • অনন্তপুর
  • রামনগর
  • গাছাবাড়ী
  • বুরুঙ্গী
  • উল্যাসোনাতলা
  • পাঠানপাড়া
  • ঝইলতলা
  • পাচিয়ারপুর
  • বড়াইকান্দি
  • বালুয়া
  • সতীতলা
ওয়ার্ড সংখ্যা

এ ইউনিয়নে মোট ০৯টি ওয়ার্ড আছে।

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

লোকসংখ্যা – ৩১,৫৯৮ (প্রায়)।

শিক্ষা

[সম্পাদনা]

শিক্ষার হার – ৫৫%।

প্রাথমিক বিদ্যালয়
  • কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কচুয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গাছাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আগ কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চন্দনপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বুরুঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উল্যা সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডার গার্টেন স্কুল (কেজি স্কুল)
  • উল্যাসোনাতলা কিন্ডার গার্টেন (কেজি স্কুল)
  • কচুয়া আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল (কেজি স্কুল)
মাধ্যমিক বিদ্যালয়
  • কচুয়া উচ্চ বিদ্যালয়
  • রামনগর দ্বিমূখী ‍উচ্চ বিদ্যালয়
  • উল্যা সোনাতলা বালক উচ্চ বিদ্যালয়
  • উল্যা সোনাতলা বালিকা উচ্চ বিদ্যালয়
  • ওসমানেরপাড়া উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা
  • কচুয়া দাখিল মাদরাসা
  • গাছাবাড়ী পূর্বপাড়া দাখিল মাদরাসা
  • ওসমানেরপাড়া দাখিল মাদরাসা
  • উল্যা সোনাতলা আফজালুর রাব্বী দাখিল মাদরাসা
  • সতিতলা দাখিল মাদরাসা

হাট ও বাজার

[সম্পাদনা]

কচুয়া ইউনিয়নের উল্লেখযোগ্য হাট বাজারের নাম-

  • উল্যা সোনাতলা হাট বাজার
  • মানিকগঞ্জ বাজার
  • কচুয়া বাজার
  • ভন্নতের বাজার
  • রামনগর‍ (ত্রমোহনী) বাজার

ঈদগাহ মাঠ

[সম্পাদনা]
  • উল্যাসোনাতলা ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ
  • গাছাবাড়ী ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ
  • কচুয়া হাফিজিয়া সালাফিয়া মাদরাসা ও মহিলা ঈদগাহ মাঠ

তথ্যসূত্র

[সম্পাদনা]