বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:সম্মিলন/ঢাকা ১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঢাকা শহর ঢাকা সম্মেলন ১


পরবর্তী: পরিকল্পনা চলছে
পূর্ববর্তী:
এই বাক্স: দেখুন  আলোচনা  সম্পাদনা

ঢাকা শহরে অনেক উইকিপিডিয়ান থাকেন কিন্তু তাদের নিজেদের মধ্যে কখনও দেখা সাক্ষাৎ হয় না। আমরা কয়েকজন উইকিপিডিয়ান এর আগে অনানুষ্ঠানিক ভাবে মিলিত হলেও উইকিপিডিয়ানের সংখ্যা এক হালির চেয়ে বেশী হয় নি। তাই এবারই প্রথম চেষ্টা করছি আনুষ্ঠানিক বা বড় করে অনানুষ্ঠানিক কিছু একটা করার যাতে ঢাকা শহরে বসবাসরত উইকিপিডিয়ানদের একটা মিলন ঘটানো যায়।

কী, কেন, কোথায়, কবে, কখন, কোথায়, কারা, কীভাবে?

[সম্পাদনা]
  • কী?: ঢাকায় স্থানীয় উইকিপিডিয়ানদের সম্মিলন
  • কেন?: একে অন্যকে চেনা
  • কবে?: ১৪ই জুলাই, শনিবার, ২০০৭ (আলোচনার পাতায় মতামত দিন)
  • কখন?: বিকেল ৪:০০ থেকে সন্ধ্যা ৭:০০ (আলোচনার পাতায় মতামত দিন)
  • কোথায়?: বাংলা উইকি গ্রুপ অফিস (বিস্তারিত ঠিকানা)
  • কারা?: সকল বাংলা এবং ইংরেজি ভাষার স্থানীয় উইকিপিডিয়ানগণ
  • কীভাবে?: (আলোচনার পাতায় মতামত দিন)


নিচের যে কোনও পরিচ্ছেদে #--~~~~ যোগ করে সম্মিলন সম্পর্কে আপনার ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটান। ধন্যবাদ।

উইকিপিডিয়ান যারা অবশ্যই অংশ নিবেন

[সম্পাদনা]
  1. -- বেলায়েত ০৫:৫৩, ২৬ জুন ২০০৭ (UTC)
  2. -- মুহাম্মদ ০৬:২৯, ২৬ জুন ২০০৭ (UTC)
  3. -- রায়হান আবীর ০৭:২৩, ২৬ জুন ২০০৭ (UTC)
  4. -- রাজিবুল ০৪:১১, ৩০ জুন ২০০৭ (UTC)
  5. -- তামজিদ
  6. -- আদিত্য কবির
  7. -- তারিফ এজাজ
  8. -- মুনির হাসান

উইকিপিডিয়ান যাদের অংশ নেওয়ার ইচ্ছা আছে

[সম্পাদনা]
  1. -- mak ১২:২২, ২৯ জুন ২০০৭ (UTC)
  2. -- মুনতাসির ১০:২৪, ১ জুলাই ২০০৭ (UTC)
  3. -- নোমান ১০:২১, ৯ জুলাই ২০০৭ (UTC)
  4. -- মহিব
  5. -- Omi Azad | অমি আজাদ
  6. -- বিশ্বরূপ হাজরা, ভারত - যোগ দেওয়ার খুব ইচ্ছে হচ্ছে। কিন্তু উপায় নেই, ঢাকা থেকে অনেক দূরে থাকি। আমার আন্তরিক শুভেচ্ছা রইলো। কামনা করি এভাবে পরস্পরের সাথে মিশে আমরা আরো সমৃদ্ধ হয়ে উঠি, বাংলা উইকিপিডিয়া হোক সব বাঙ্গালির মিলনক্ষেত্র।
  7. -- সামীরুদ্দৌলা - বেশী দূরে থাকি বলে যেতে চাইলেও আমার ঢাকায় যাওয়ার উপায় নেই। আশা করি সম্মিলনের ফলে বাংলা উইকিপিডিয়ার আরও অনেক উন্নতি হয়!

উইকিপিডিয়ান যারা অংশ নিতে চান না

[সম্পাদনা]

সম্মিলনে যা হল

[সম্পাদনা]
ঢাকা সম্মিলন ১ এর অংশগ্রহণকারীরা

যদিও যারা আসবেন তারা সকলেই কথা রাখেননি। কিন্তু তালিকার বাইরে বেশ কয়েকজন উইকিপিডিয়ান এসেছিলেন । মুনির হাসান, বেলায়েত, রাজিবুল, মুহাম্মদ, তারিফ এজাজ ছাড়াও সম্মিলনে যোগ দিয়েছিলেন আরও কয়েকজন উইকিপিডিয়ান।

  • সম্মিলনে অংশগ্রহণকারী সবাই একে অন্যের সাথে পরিচিত হলেন।
  • বাংলা উইকিপিডিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে মুক্ত আলোচনায় অংশ নিলেন সকল উইকিপিডিয়ানগণ।
  • এ ধরণের আয়োজন নিয়মিত ১৫ দিন পর পর করার ব্যপারে সকলের একই মত প্রকাশ।
  • বাংলা উইকিপিডিয়ার নিবন্ধের মান উন্নোয়নের লক্ষ্যে এ ধরণের নিয়মিত আয়োজনে একটি ভাগ রাখা হবে নিবন্ধ মানোন্নয়ন পর্ব।
    • ৩ টি পূর্ব নির্ধারিত নিবন্ধকে দলগত ভাবে মানোন্নন করা হবে।
    • আগামী আয়োজন ২৮ জুলাই একই স্থানে অনুষ্ঠিত হবে।
  • বাংলা উইকিপিডিয়ার প্রচার, আরও নিয়মিত অবদানকারী তৈরি, নিবন্ধের মানোন্নয়নের জন্য উইকি ক্যাম্প করার ব্যপারে সবাই একমত হন।
    • আগামী ৯ আগষ্ট বুয়েটে উইকি ক্যাম্প আয়োজনে সকলে সম্মতি প্রকাশ করেন।
  • অংশগ্রহণকারীদের পুরি, পিয়াজু, আলুর চপ দিয়ে আপ্যায়ন করা হয়েছে।
আলোচনায় ব্যাস্ত উইকিপিডিয়ানগণ

আগামী আয়োজন

[সম্পাদনা]
  • ২৮ জুলাই ঢাকা সম্মিলন ২ অনুষ্ঠিত হবে।
  • ৯ই আগষ্ট বুয়েটে উইকি ক্যাম্প আয়োজন করা হবে।