বিষয়বস্তুতে চলুন

আশুতোষ দেব (সঙ্গীতজ্ঞ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আশুতোষ দেব (সঙ্গীতজ্ঞ)
জন্ম১৮০৫
মৃত্যু২৯ জানুয়ারি ১৮৫৬
পেশাসমাজসেবী ও সঙ্গীতজ্ঞ
পিতা-মাতারামদুলাল দেব সরকার (পিতা)

আশুতোষ দেব বা আশুতোষ নাথ দেব (১৮০৫- ২৯ জানুয়ারি ১৮৫৬) ছাতুবাবু নামেই বেশি পরিচিত, ধনাঢ্য ব্যক্তি ছিলেন ভারতের প্রথম দেশীয় জুরিদের অন্যতম এবং ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম কমিটির সদস্য।[]

জীবনী

[সম্পাদনা]

আশুতোষ নাথ দেবের জন্ম ব্রিটিশ ভারতের কলকাতা শহরের সুপ্রাচীন বনেদি পরিবারে। পিতা রামদুলাল দেব সরকার মার্কিন মুলুকে আমদানি-রফতানির ব্যবসা করে বাংলার প্রথম কোটিপতি এবং বাবু সমাজের প্রতিভূ হন। তার দুই পুত্রের জ্যেষ্ঠ হলেন আশুতোষ নাথ এবং কনিষ্ঠ হলেন প্রমথনাথ। প্রমথনাথ পরে 'লাটুবাবু' নামে পরিচিত হন। অর্থের প্রাচুর্যে বুলবলির লড়াই সহ নানান অদ্ভুত শখে বাবু সম্প্রদায়ের কাছে দুই ভাই-ছাতুবাবু-লাটুবাবু বিখ্যাত ছিলেন। [] তাদের উত্তর কলকাতার বিডন স্ট্রিটের বাড়িতে নাচঘর থাকত জমজমাট। সঙ্গীতের আসরে সারা ভারতের বহু কলাকুশলী অংশগ্রহণ করতেন। আসতেন বিখ্যাত নর্ত্যকী গওহর জান, সঙ্গীতজ্ঞ পণ্ডিত রবি শঙ্কর প্রমুখেরা।[] আশুতোষের ছিল গানবজনার শখ। বিখ্যাত সেতারবাদক ওস্তাদ রেজা খাঁ ছিলেন তাঁর গৃহশিক্ষক। তিনি ভালো সেতার বাজাতেন এবং গীত রচনাতে পারদর্শী হন। উৎকৃষ্ট টপ্পা গানের রচয়িতা হিসাবে খ্যাতি অর্জন করেন।

১৯৩৪ খ্রিস্টাব্দে আশুতোষ প্রথম দেশীয় জুরি হন এবং সেই সাথে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম কমিটিরও সদস্য হন। সমাজসেবা ও জনকল্যাণে অবদান রেখেছিলেন। ১৮২৭ খ্রিস্টাব্দে দেশে স্ট্যাপ ডিউটি লেভি করা হলে তিনি গণপ্রতিবাদে সামিল হন। দুই ভাই (ছাতুবাবু-লাটুবাবু) অ্যাডামস্ প্রেস আইনের বিরোধিতা করেন। তারা ল্যান্ড-হোল্ডার্স অ্যাসোসিয়েশন স্থাপনে উৎসাহী হন। তিনি রক্ষণশীল ধর্মসভার সভ্য হয়েও স্ত্রীশিক্ষায় উৎসাহী ছিলেন। নিজের কন্যাকে বাড়িতে বাংলা, উর্দু ও ব্রজবুলি শেখান। ১৮৪৯ খ্রিস্টাব্দে হিন্দু ফিমেল স্কুল স্থাপনে বেথুন সাহেবকে এবং ডাফ সাহেবকে সহায়তা করেন।[] জনহিতকর কাজেও অবদান রাখেন। ১৮৪৬ খ্রিস্টাব্দে হিন্দু দাতব্য প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা দান করেন। এছাড়াও, তিনি বিভিন্ন হিন্দু তীর্থে দেবালয়, অতিথিনিবাস এবং গঙ্গার ঘাট নির্মাণেও প্রচুর অর্থ ব্যয় করেন। বহু অর্থ খরচ করে বিভিন্ন পৌরাণিক গ্রন্থকে তিনি পণ্ডিতদের সাহায্যে দেবনাগররী লিপির বদলে বাংলা লিপিতে লিপিবদ্ধ করান। তাঁর বাড়িতে একটি নাট্যমঞ্চ ছিল। এই মঞ্চে ১৮৫৭ খ্রিস্টাব্দে শকুন্তলা নাটক বাংলায় অনূদিত হয়ে প্রথম অভিনীত হয়।[]

আশুতোষ দেব ১৮৮৬ খ্রিস্টাব্দের ২৯ জানুয়ারি কলকাতায় প্রয়াত হন।

কলকাতার বিডন স্ট্রিটের বাজার ও শালকিয়ার স্নানের ঘাট তারই নাম অনুযায়ী ছাতুবাবুর বাজার ও ছাতুবাবুর ঘাট নামে পরিচিত হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৮২, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  2. "বলির সময় পাঁঠাটি ছুটে চলে এল সামনে দাঁড়ানো রামদুলাল দে-র কাছে"। সংগ্রহের তারিখ ২০২৪-১২-২৪ 
  3. "ছাতুবাবু-লাটুবাবুর বাড়ি - বনেদি বাড়ির দুর্গাপূজা"। সংগ্রহের তারিখ ২০২৪-১২-২৪ 
  • নিধুবাবু এন্ড হিজ টপ্পা - রমাকান্ত চক্রবর্তী
  • দ্য মিউজিক অফ বেঙ্গল বরোদা - ইন্ডিয়ান মিউজিকোলজিক্যাল সোসাইটি, ১৯৮৭
  • ভারতকোষ অনলাইন সংস্করণ