বিষয়বস্তুতে চলুন

আশুতোষ কৌশিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আশুতোষ কৌশিক
आशुतोष कौशिक
জন্ম (1979-10-02) ২ অক্টোবর ১৯৭৯ (বয়স ৪৫)
জাতীয়তাভারত ভারতীয়
পেশাঅভিনেতা
পরিচিতির কারণএমটিভি রোডিস, বিগ বস ২

আশুতোষ কৌশিক (জন্ম: ২ অক্টোবর ১৯৭৯) হলেন একজন ভারতীয় অভিনেতা এবং রিয়্যালিটি টেলিভিশন প্রতিযোগী। তিনি ২০০৭ সালে এমটিভি ইন্ডিয়ায় প্রচারিত এমটিভি হিরো হোন্ডা রোডিস ৫.০-এর বিজয়ী ছিলেন। পরবর্তীতে ২০০৮ সালে তিনি বিগ বসের ২য় আসরের বিজয়ী ছিলেন।[] পরবর্তীতে তিনি এমটিভি রোডিস ৮ এবং বিগ বগ ৬-এ একজন অতিথি হিসেবে উপস্থিত হন। এছাড়াও তিনি জিলা গাজিয়াবাদ এবং কিসমাত লাভ পায়সা দিল্লি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
সাল চলচ্চিত্র
২০১২ কিসমাত লাভ পায়সা দিল্লি
২০১৩ জিলা গাজিয়াবাদ
ভাড়াস
শর্টকাট রোমিও
২০১৬ পিতামহ
লাভ কে ফানডে
লাল রং
চাল জা বাপু

টেলিভিশন

[সম্পাদনা]
অনুষ্ঠান চ্যানেল নোট
কমেডি সার্কাস - চিঞ্চপোকলে টু চীন সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন
রাহুল দুলহানিয়া লে জায়েঙ্গে এনডিটিভি ইমাজিন
দেশি গার্লস
কিচেন চ্যাম্পিয়ন (২য় মৌসুম) কালারস
এমটিভি রোডিস এমটিভি ইন্ডিয়া বিজয়ী
বিগ বস ২ কালারস বিজয়ী
সাবধান ইন্ডিয়া লাইফ ওকে

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Sify News on Bigg Boss"। www.sify.com। ১৯ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৮