আনোয়ারা খাতুন
অবয়ব
আনোয়ারা খাতুন | |
---|---|
জন্ম | ১৯১৯[১] মিরপুর, ঢাকা |
মৃত্যু | ১৯৮৮ |
পেশা | রাজনীতি |
পরিচিতির কারণ | ভাষা আন্দোলন |
রাজনৈতিক দল | আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | আলী আমজাদ খান |
আনোয়ারা খাতুন (১৯১৯ - ১৯৮৮) একজন বাঙালি নারী রাজনীতিবিদ ছিলেন। তিনি বাংলা ভাষা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।[২][৩][৪]
তিনি ১৯৪৬ সালে তৎকালীন থেকে বঙ্গীয় আইনসভার সদস্য নির্বাচিত হন। তিনি প্রথম মুসলিম নারী হিসেবে বঙ্গীয় আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[১] ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনেও জয় লাভ করেন তিনি।[৫]
আনোয়ারা খাতুন আলী আমজাদ খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্বামী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ মুজিবুর রহমান, শেখ (জানুয়ারি ২০১৯)। অসমাপ্ত আত্মজীবনী। দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। পৃষ্ঠা ৩০৬। আইএসবিএন 978-984-506-195-7।
- ↑ "নাজিমুদ্দিনের ঘোষণায় মায়ের ভাষার মর্যাদা রক্ষার নতুন শপথ"। ১২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২০।
- ↑ নারী ভাষাসংগ্রামীদের পূর্ণাঙ্গ মূল্যায়ন হয়নি
- ↑ "ভাষা আন্দোলনে নারী"। ১৫ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২০।
- ↑ "ভাষা আন্দোলনের সংগ্রামী নারী", ওবায়েদুল্লাহ মামুন, লিপি প্রকাশন, পৃষ্ঠা-৩১