অম্ব মন্দিরসমূহ
লুয়া ত্রুটি মডিউল:অবস্থান_মানচিত্ এর 393 নং লাইনে: স্থানাঙ্কের মান বিকৃত। | |
অবস্থান | খুশাব জেলা পাঞ্জাব পাকিস্তান |
---|---|
অঞ্চল | কোহ-এ-নমক পর্বতমালা |
স্থানাঙ্ক | |
ধরন | মন্দির চত্বর |
ইতিহাস | |
প্রতিষ্ঠিত | খ্রিস্টীয় সপ্তম-নবম শতাব্দী |
সময়কাল | হিন্দু শাহী |
সংস্কৃতি | পাঞ্জাবি হিন্দু |
অম্ব মন্দিরসমূহ (উর্দু: امب مندر) হল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোহ-এ-নমক পর্বতমালার সাকেসার পর্বতের পশ্চিম প্রান্তে অবস্থিত একটি পরিত্যক্ত মন্দির চত্বর। মন্দিরগুলি স্থানীয়ভাবে অম্ব শরিফ (উর্দু: امب شریف; "মহান অম্ব") নামে পরিচিত। খ্রিস্টীয় সপ্তম থেকে নবম শতাব্দীর মধ্যবর্তী সময়ে হিন্দু শাহী সম্রাটদের শাসনকালে এই মন্দির চত্বরটি নির্মিত হয়েছিল।[১]
অবস্থান
[সম্পাদনা]পাকিস্তানের সুন উপত্যকায় সাকেসার পর্বতে অম্ব শরিফ গ্রামের কাছে এই ধ্বংসাবশেষ অবস্থিত। কোহ-এ-নমক পর্বতমালায় অবস্থিত হিন্দু মন্দির চত্বরের সর্বপশ্চিমের ধ্বংসাবশেষগুলি অম্ব মন্দিরসমূহ নামে পরিচিত। উল্লেখ্য, উক্ত মন্দির চত্বরেই কটাসরাজ মন্দিরসমূহ ও টিলা জোগিয়ান মঠ চত্বর অবস্থিত।
স্থাপত্য
[সম্পাদনা]অম্ব মন্দিরসমূহের মধ্যে ১৫ থেকে ২০ ফুট উঁচু ত্রিতলবিশিষ্ট প্রধান মন্দিরটি একটি বর্গাকার স্তম্ভপীঠের উপর ইট ও চুনসুড়কি দিয়ে নির্মিত। এই মন্দিরটিকে হিন্দু সাহী সাম্রাজ্যের সর্বাপেক্ষা সুন্দর মন্দির মনে করা হয়।[২] এই মন্দির থেকে কূপাকৃতি সিঁড়ি নেমে গিয়েছে অভ্যন্তরীণ প্রদক্ষিণপথগুলির দিকে।[৩]
মন্দিরের বহির্ভাগ একটি তীক্ষ্ণ ডগাবিশিষ্ট কুলুঙ্গি সহ কাশ্মীরি শৈলীর শিল্পকর্ম দ্বারা শোভিত।[৩] তবে প্রধান মন্দিরের গঠনশৈলী কাশ্মীরি মন্দিরগুলির মতো নয়। কাশ্মীরি মন্দিরগুলির চূড়া সাধারণত সূচালো হয়।[৩] কিন্তু প্রধান মন্দিরটির শৈলী নিকটবর্তী কালার মন্দির ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের কাফির কোট মন্দিরের অনুরূপ।[৪]
প্রধান মন্দিরের পশ্চিমে প্রায় ৭৫ মিটার দূরে পাহাড়ের খাড়া পাড়ের কিনারায় আরেকটি অপেক্ষাকৃত ক্ষুদ্রায়তন মন্দির রয়েছে। এই দ্বিতল মন্দিরটির উচ্চতা সাত থেকে আট মিটার।[৫] এই মন্দিরে একটি ছোটো দ্বারমণ্ডপ রয়েছে যেটির মুখ প্রধান মন্দিরের দিকে। কয়েক মিটার দূরে আরেকটি অনুরূপ মন্দির ছিল। বর্তমানে এটির আর অস্তিত্ব নেই।[৩] সমগ্র মন্দির চত্বরটি পরিখা ও প্রাচীরবেষ্টিত দুর্গ দ্বারা পরিবেষ্টিত ছিল। পরবর্তী কুষাণ যুগে নির্মিত এই দুর্গটি এই অঞ্চলের আদিতম নির্মাণকার্য।[৩]
সংরক্ষণ
[সম্পাদনা]ঊনবিংশ শতাব্দীর শেষভাগে আলেকজান্ডার কানিংহাম এই স্থানটি পরিদর্শন করেন এবং ১৯২২-২৪ সালে দয়ারাম সাহানি কর্তৃক ক্ষেত্রটি আংশিকভাবে সংরক্ষিত হয়।[৩] বহু শতাব্দী ধরে মন্দিরটি লুণ্ঠন করা হয়েছিল। ঊনবিংশ শতাব্দীর শেষভাগেই এই স্থান থেকে শেষ অবশিষ্ট ভাস্করটি সরিয়ে লাহোর জাদুঘরে স্থানান্তরিত হয়।[৩] বর্তমানে স্থানটি পাকিস্তানের অ্যান্টিক্যুইটিজ অ্যাক্ট (১৯৭৫) কর্তৃক সুরক্ষিত।
চিত্রকক্ষ
[সম্পাদনা]-
প্রধান মন্দির
-
প্রধান মন্দিরের তীক্ষ্ণ ডগাবিশিষ্ট খিলান
-
দ্বারমণ্ডপ সহ অপেক্ষাকৃত ক্ষুদ্রায়তন মন্দিরটির দৃশ্য
-
প্রধান মন্দিরের ভিত্তি
-
প্রধান মন্দিরের স্তম্ভপীঠ
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Gazetteer of the Attock District, 1930, Part 1। Sang-e-Meel Publications। ১৯৩২। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ Rashid, Salman (২০০১)। The Salt Range and the Potohar Plateau। Sang-e-Meel Publications। আইএসবিএন 9789693512571। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ Meister, Michael (২০০৫)। "Fig Gardens of Amb-Sharif, Folklore and Archaeology"। East and West। Istituto Italiano per l'Africa e l'Oriente। 55 (1/4)। জেস্টোর 29757645।
- ↑ Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland। Cambridge University Press for the Royal Asiatic Society। ১৯০৩। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ Sakesar temple