শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয় নাই: আসিফ মাহমুদ, নিজ পরিবারকে নির্দোষ দাবি জয়ের
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, “শুধুমাত্র একটি নির্বাচন বা ভোটের জন্য এত এত মানুষ জীবন দেয় নাই।” বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এক ফেসবুক পোস্টে তার ও তার পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে 'সম্পূর্ণ ভিত্তিহীন' বলে দাবি করেছেন। এক নজরে দেখুন দিনের ঘটনাপ্রবাহ...
সার সংক্ষেপ
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এক ফেসবুক পোষ্টে তার ও তার পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে 'সম্পূর্ণ ভিত্তিহীন' বলে দাবি করেছেন।
ভারতের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হাজার কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি প্রশান্ত কুমার হালদার, যিনি পি.কে. হালদার নামে পরিচিত।
চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজ থেকে সাত জনের মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব, মঙ্গলবার রাতে এ ঘটনায় মামলা হয়।
সারাদেশে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।
চলতি অর্থ বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় সীমা বাড়িয়ে ৩১শে জানুয়ারি পর্যন্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর।
সরাসরি কভারেজ
বুধবার সারাদিন যা যা হলো
গত জুলাই-অগাস্টের দুটি হত্যা মামলার
তদন্ত প্রতিবেদনে তিন আলোচিত আসামিকে দায়মুক্তি দেওয়ার চেষ্টার ঘটনায় জড়িত তদন্ত
কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
গত জুলাই-অগাস্টে দুটি হত্যা মামলার
তদন্ত প্রতিবেদনে তিন আলোচিত আসামিকে দায়মুক্তি দেওয়ার চেষ্টার ঘটনায় জড়িত তদন্ত
কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের
সেন্ট মেরি ক্যাথেড্রাল গির্জায় বড়দিনের অনুষ্ঠান পরিদর্শনের সময় সাংবাদিকদের
প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা এসময় বলেন,
“যে এই কাজটা করছে তাকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসব। তিনি মনে
হয় এখন ছুটিতে আছেন। ছুটিতে থাকলেও ছুটি বেশিদিন কাটাতে পারবে না। আমরা তাকে আইনের
আওতায় নিয়ে আসব।”
উল্লেখ্য,
জুলাই-অগাস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক
আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান
এফ রহমান এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে
অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন পুলিশের একজন তদন্ত কর্মকর্তা।
তবে আদালতে ওঠার আগেই বিষয়টি ধরা পড়ে
যায়। এ ঘটনায় আবার তদন্ত করা হচ্ছে।
ঘটনাটি নিয়ে বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশের পর মামলা দুটির তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের
পরিদর্শক মো. জাহাঙ্গীর আরিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এস আলমের গাড়ি সরিয়ে বহিস্কৃত হওয়া নেতাদের দলে ফেরালো বিএনপি
চট্টগ্রামের বিএনপির তিনজন
নেতাকে বহিস্কারের প্রায় চার মাস পর দলে ফেরানো হয়েছে। তারা হলেন- চট্টগ্রাম দক্ষিণ
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, সাবেক
সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস
এম মামুন মিয়া।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে
তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।
এর আগে, শেখ হাসিনা সরকার পতনের পর চট্টগ্রাম কালুরঘাট শিল্প
এলাকা থেকে আলোচিত শিল্প গ্রুপ এস আলমের বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি সরানো ঘটনায়
সমালোচনার মুখে পড়ে বিএনপি।
পরে গত পহেলা সেপ্টেম্বর ওই তিনজন বিএনপি নেতার দলীয় পদ স্থগিত ও চট্টগ্রাম
দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছিল।
মি. রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, তাদের
আবেদনের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ এর গ ধারা অনুযায়ী দলীয় পদ স্থগিতাদেশ
প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।
৪৮ ঘণ্টার মধ্যে মুয়ীদ চৌধুরীর পদত্যাগ দাবি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীর পদত্যাগের দাবি
করেছে প্রশাসন ক্যাডারের বর্তমান এবং সাবেক কর্মকর্তারা।
বুধবার রাজধানীর বিয়াম
মিলনায়তনে এক প্রতিবাদ সভায় এ দাবি জানান তারা।
যৌথভাবে এই প্রতিবাদ সভার
আয়োজন করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ
সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।
এতে প্রশাসন ক্যাডারের
কর্মকর্তারা বলেন, জনপ্রশাসন
সংস্কার কমিশন যদি কোনো ‘অযাচিত’ সুপারিশ করে, তাহলে কঠোর
কর্মসূচি দেবেন তারা।
সভায় বিসিএস (প্রশাসন)
কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এ বি এম আব্দুস সাত্তার বলেন, ‘আমরা ৪৮ ঘণ্টার মধ্যে
আবদুল মুয়ীদ চৌধুরীর অপসারণ চাই। সরকার যদি অপসারণ না করে, কীভাবে
অপসারণ করতে হবে, সেই হাতিয়ার আমাদের জানা আছে।’
এসময় তিনি আগামী চৌঠা
জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করার প্রস্তাবও দেন।
প্রশাসন ক্যাডারে চাকরিরত কর্মকর্তাদের
পাশাপাশি এই ক্যাডারের অবসরে যাওয়া কর্মকর্তারাও সভায় যোগ দেন। বিভিন্ন জেলার জেলা
প্রশাসক ও ইউএনওরা অনলাইনে এই সভায় যুক্ত হন।
ভারত থেকে ২৪ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার
ভারত থেকে উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ২৪ হাজার
৬৯০ টন সেদ্ধ চাল বৃহস্পতিবার বাংলাদেশে আসছে।
বৃহস্পতিবার ভোরে চাল বহনকারী এমভি তানাইজ ড্রিম
জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বুধবার দুপুরে খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ
তথ্য জানানো হয়েছে।
এটিই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান।
খাদ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে রক্ষিত চালের নমুনা
সংগ্রহের পর ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেয়ার আহ্বান জামায়াত আমিরের
রাষ্ট্রের মৌলিক সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী যৌক্তিক সময় দিতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বুধবার ঢাকার আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।
জামায়াতের আমির মি. রহমান বলেন, “দেশের মানুষ কিছু মৌলিক বিষয়ে
সংস্কার চায়। যাতে এই সংস্কারের মধ্যে দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের জন্য তিন মাস কিংবা পাঁচ
বছর, এমন কোনো সময় আমরা অন্তর্বর্তী সরকারকে বেঁধে দেইনি।
আমরা সংস্কারের যৌক্তিক সময় বলেছি। উপদেষ্টারা বিবেকবান মানুষ, তারা বুঝতে পারেন কতটুকু সময় প্রয়োজন।”
মি. রহমান বলেন, “যাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারে প্রতিনিধি
নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে সে কারণে আমরা তাদেরকে যৌক্তিক
সময় দেয়ার কথা বলেছিলাম।”
জামায়াতের আমির বলেন, “শুধুমাত্র স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে। রাজনীতিতে
আমরা স্লোগান দেই– আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।
প্রাকটিস হলো– দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে আমি বড়।”
শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয় নাই: আসিফ মাহমুদ
“শুধুমাত্র একটি নির্বাচন বা ভোটের জন্য এত এত মানুষ জীবন দেয় নাই” বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে “দুই হাজারের বেশি শহীদ ও ২০ হাজারের বেশি আহত হয়েছে। এবং শহীদ পরিবার ও আহতরাও সংস্কারের কথা বলছে” বলে মন্তব্য করেন তিনি।
গণঅভ্যুত্থানের এক দফা ছিল শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ উল্লেখ করে মি. ভূঁইয়া আরও বলেন, “ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ বলতে আমরা স্পষ্টভাবেই বলেছি যে প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজমের পথে নিয়ে যাওয়া হয়েছে। সকল প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংস করে রেখে যাওয়া হয়েছে। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। এই জায়গা থেকে এক দফা বাস্তবায়নের জন্য সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সরকারের ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো।”
সংস্কার কার্যক্রম সম্পন্ন করার জন্য যেসব কমিশন গঠন করা হয়েছে, তারা শীঘ্রই প্রতিবেদন জমা দিবে জানিয়ে তিনি বলেন, “তারপর সবার সাথে আলাপ করে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবো।”
কাজাখস্তানে ৭০ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে ৭০ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা বিষয়ক মন্ত্রণালয়।
বিমানটি আজারবাইজান এয়ারলাইন্সের। আজারবাইজানের রাজধানী বাকু থেকে চেচনিয়ার রাজধানী গ্রোজনি যাচ্ছিলো বিমানটি।
পথে কাজাখস্তানের দক্ষিণ-পশ্চিমের আকতাও শহরে জরুরি অবতরণ করছিল।
বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, কুয়াশার কারণে বিমানটির যাত্রা বিঘ্নিত হয়। যদিও এখনও এই দুর্ঘটনার কারণ জানা যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সের ভ্যারিফাই করা একটি ভিডিওতে দেখা যায়, বিমানটি দ্রুতগতিতে মাটির দিকে নেমে আসছে। এর কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানে আগুন ধরে যায়।
কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় জানায়, এমব্রায়ার ১৯০ বিমানটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ৭০ জন ছিল। আরোহীদের বেশিরভাগই আজারবাইজানের নাগরিক। রাশিয়া, কাজাখস্তান ও কিরগিজস্তানের যাত্রীও ছিল কয়েকজন।
প্রায় তিন কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটলেও আকতাও বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক আছে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।
তাবলীগের দুই পক্ষকে নিয়ে প্রধান উপদেষ্টাকে সংলাপের আহ্বান
বাংলাদেশে তাবলীগ জামাতের বিবদমান দুই পক্ষকে নিয়ে 'সংলাপের আয়োজন' করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
বুধবার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানান।
এ শিক্ষার্থীরা নিজেদের সাধারণ ছাত্র বলে দাবি করেছেন, এবং তাদের কোন রাজনৈতিক পরিচয় নেই বলে জানিয়েছেন।
তাবলীগ জামাতের বিবাদ নিরসনে তারা কিছু প্রস্তাবনা তুলে ধরতে সংবাদ সম্মেলন আয়োজন করেছেন বলে জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শিশির আহমেদ তানিম সংবাদ সম্মেলনে বলেন, “বয়ানের অভিযোগ সাদ (মাওলানা মোহাম্মদ সাদ কান্দালভী) সাহেবকে নিয়ে এবং সাদ সাহেবের আমির থাকা না থাকা নিয়ে। এজন্য দুই পক্ষের মুরুব্বিদের সংলাপে আসতে হবে।"
"নির্ভরযোগ্য যারা, আমরা দুই পক্ষের মুরুব্বিরা যাদেরকে মানি..যদি দুই পক্ষ একত্রিত হয়, তাহলে আমরা দুইজন মুরব্বির মধ্যস্থতায়, তাদের বিচারক হিসেবে রেখে সংলাপে বসে একটা সমাধানে আসতে পারি," বলেন মি. আহমেদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহমুদ সংবাদ সম্মেলনে দাবি করেন, তাবলীগ জামাতের বিভাজনের কারণে মাওলানা সাদের অনুসারীরা চরম বৈষম্যের শিকার হচ্ছেন।
সংবাদ সম্মেলন ১১টি দাবি তুলে ধরা হয়।
এর মধ্যে সাদ এবং জুবায়েরপন্থীদের বিরোধের কার্যকর সমাধান, সব পক্ষের অনুসারীদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা, দেশব্যাপী উগ্রপন্থা-সহিংসতা-মব জাস্টিস বন্ধ করা, সাংবাদিকসহ মুসল্লিদের জানমালের নিরাপত্তা রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি রয়েছে।
বাংলাদেশে তাবলীগ জামাতের দু'টি অংশ 'জুবায়ের' ও 'সাদ'পন্থীদের মধ্যে গত কয়েক বছর ধরে দ্বন্দ্ব চলছে, যা এর আগে কয়েক দফা সংঘর্ষে গড়িয়েছে।
সর্বশেষ ১৭ই ডিসেম্বর টঙ্গীর তুরাগ তীরে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের প্রায় অর্ধশত অনুসারী আহত হয়েছেন।
সবশেষ গতকাল মঙ্গলবার কাকরাইল মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে মাওলানা মোহাম্মদ সাদ কান্দালভীর অনুসারীদের নিষিদ্ধের দাবি করেছেন মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা।
বুধবার কুমিল্লা র্যাব ১১-এর মেজর সাকিব হোসেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, জাহাজের মাস্টারের ওপর থাকা ক্ষোভের কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে র্যাবকে জানিয়েছেন গ্রেফতারকৃত ইরফান।
সোমবার চাঁদপুরে হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি-আল বাখেরা নামক সারবাহী একটি জাহাজে সাত খুনের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
র্যাব জানিয়েছে, বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেফতার হওয়া আকাশ মণ্ডল ওরফে ইরফান ওই জাহাজে একজন লস্কর হিসাবে চাকরি করতেন।
আকাশ মণ্ডলের দেওয়া তথ্যের বরাতে মেজর সাকিব হোসেন বলেন, জাহাজের মাস্টারের ওপর 'পূর্বের ক্ষোভের কারণেই' খাবারের সাথে 'চেতনানাশক ওষুধ খাইয়ে' এ হত্যাকাণ্ড ঘটানো হয়।
“তার (আকাশ মণ্ডল) উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা এবং হত্যাকাণ্ড সংঘটিত করার পর যখন সে বুঝতে পারে যে সে পালিয়ে গেলে অন্যান্য ক্রুরা তার সম্বন্ধে তথ্য দিয়ে দিবে, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে।”
গত ২৩শে ডিসেম্বর চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা ওই জাহাজে চাঞ্চল্যকর ওই ঘটনা ঘটে। পরদিন, অর্থাৎ গতকাল মঙ্গলবার গভীর রাতে এ বিষয়ক একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার দিন প্রথমে ওই জাহাজ থেকে পাঁচ জনের মরদেহ এবং গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দু'জন মারা যান।
এদিকে সংবাদ সম্মেলনের পর র্যাব থেকে আলাদা করে একটি সংবাদ বিজ্ঞপ্তিও পাঠানো হয়েছে একটি। সেখানে আকাশ মণ্ডলের ক্ষোভের কারণ বা যুক্তির আরো কিছু বর্ণনা আছে।
মেঘনায় জাহাজে সাত খুনের মামলায় একজন গ্রেফতার
চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল-বাখেরা নামক সারবাহী একটি জাহাজে সোমবারের সাত খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র্যাব।
চাঞ্চল্যকর ওই ঘটনায় মঙ্গলবার গভীর রাতে একটি মামলা দায়ের হয়েছে।
র্যাব জানিয়েছে, আকাশ মন্ডল তথা ইরফান নামক একজনকে তারা গ্রেফতার করেছে।
র্যাবের কুমিল্লা ১১ ইউনিটের উপপরিদর্শক তারেক মাহমুদ বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
হত্যাকাণ্ডের পর থেকেই নিখোঁজ থাকা ওই ব্যক্তি বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেফতার হয়েছেন, বলে র্যাব জানিয়েছে।
গত ২৩শে ডিসেম্বর চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা ওই জাহাজ থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়।
সেসময় সেখান থেকে গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দু'জন মারা যান।
আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন: সজীব ওয়াজেদ
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এক ফেসবুক পোষ্টে তার ও তার পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে 'সম্পূর্ণ ভিত্তিহীন' বলে দাবি করেছেন।
১২ ঘণ্টার কিছু বেশি সময় আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় দেয়া এক পোষ্টে সজীব ওয়াজেদ জয় লিখেছেন “আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।"
"আমরা কখনোই কোনও সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ উপার্জন করিনি” দাবি করেছেন শেখ হাসিনার পুত্র ও উপদেষ্টা।
সম্প্রতি শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫০০ কোটি ডলার আত্মসাৎ করেছেন– এমন অভিযোগের তদন্ত শুরু করছে দুর্নীতি দমন কমিশন দুদক।
এছাড়া জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগও উঠেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তদন্তে ৩০ কোটি ডলার বাংলাদেশ থেকে বিভিন্ন মার্কিন ব্যাংকে স্থানান্তরের প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে।
ফেসবুক পোষ্টে সজীব ওয়াজেদ জয় আরো লিখেছেন, “আমি যুক্তরাষ্ট্রে ৩০ বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন। স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই।”
“যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে, তার ধারে কাছেও আমরা কখনো যাইনি” দাবি করে তিনি আরও বলেন, “১০ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে বিলিয়ন ডলার সরানো সম্ভব নয়।”
“আমরা লেনদেন এর সাথে 'সম্পৃক্ত' বলে দাবি করাটা একটি মিথ্যা অভিযোগ। আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করছি, এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত,” বলেন তিনি।
সবশেষে তিনি এও বলেন, “অবৈধ ইউনুস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালানোর ব্যর্থতা, আইনের শাসনের অভাব, অর্থনৈতিক পতন, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমন-পীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে।”
বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ এবং বিশ্বের সব ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়। রিপোর্টিং করছেন মরিয়ম সুলতানা।