বিষয়বস্তুতে চলুন

বাংলা ভাষা

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

বাংলা ভাষায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মানুষেরা প্রধানতঃ কথা বলেন। বাংলা ভাষা ইন্দো-আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা। মাতৃভাষীর সংখ্যায় বাংলা ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের পঞ্চম ও মোট ব্যবহারকারীর সংখ্যা অনুসারে বাংলা ভাষা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ভাষা। বর্তমানে পৃথিবীর ৩০ কোটি মানুষ এই ভাষা ব্যবহার করেন।

উক্তি

[সম্পাদনা]
  • বাংলা ভাষা শব্দ সংগ্রহ করে সংস্কৃত ভাণ্ডার থেকে, কিন্তু ধ্বনিটা তার স্বকীয়।
    • রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা শব্দতত্ত্ব - রবীন্দ্রনাথ ঠাকুর, তৃতীয় সংস্করণ, প্রকাশক- বিশ্বভারতী গ্রন্থন বিভাগ, কলকাতা, প্রকাশসাল- ১৯৮৪ খ্রিস্টাব্দ (১৩৯১ বঙ্গাব্দ), পৃষ্ঠা ২৬৪
  • যাঁরা বলেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা হয় না, তাঁরা হয় বাংলা জানেন না, নয় বিজ্ঞান বোঝেন না।
    • সত্যেন্দ্রনাথ বসু। সত্যেন্দ্রনাথ বসু রচনা সঙ্কলন, প্রকাশক- বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, কলকাতা, প্রকাশসাল- প্রথম প্রকাশ ২১শে আশ্বিন, ১৩৮৭ বঙ্গাব্দ, পৃষ্ঠা জ
  • বাঙলা ভাষায় নুতন ওজস্বিতা আনতে হবে। এই যেমন ঘন ঘন ক্রিয়াপদ ব্যবহার করলে ভাষার দম কমে যায়। বিশেষণ দিয়ে Verb (ক্রিয়াপদ)-এর ব্যবহারগুলি কমিয়ে দিতে হবে।
  • অন্যান্য ভারতীয় ভাষার ন্যায় বাংলা ভাষার আনুষ্ঠানিকতা দেখানোর ধারাও তিনটিই। তুই, তুমি আর আপনি।
    • সাকুন্তা চৌধুরী
  • উনবিংশ শতাব্দীতে সাহিত্যের ক্ষেত্রে বাংলা ভাষা সংস্কৃতের জায়গা দখল করে নিয়েছে। ঔপন্যাসিক চ্যাটার্জি ছিলেন এর বোক্কাচ্চো, আর রবি ঠাকুর ছিলেন প্যাট্রিয়ার্ক।
    • উইল ডুরান্ট (আওয়ার ওরিয়েন্টাল হেরিটেজ: ইন্ডিয়া এন্ড হার নেইবোরস)

উদ্ধৃতি

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]