বিষয়বস্তুতে চলুন

২০২১–২২ কাতারে আফগানিস্তান ক্রিকেট দল বনাম নেদারল্যান্ডস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১–২২ কাতারে আফগানিস্তান পুরুষ ক্রিকেট দল বনাম নেদারল্যান্ডস
 
  আফগানিস্তান নেদারল্যান্ডস
তারিখ ২১ জানুয়ারি ২০২২ – ২৫ জানুয়ারি ২০২২
অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি পিটার সেলার
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে আফগানিস্তান ৩–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান হাশমতউল্লাহ শাহিদি (১৫৫) স্কট এডওয়ার্ডস (২০৮)
সর্বাধিক উইকেট মুজিব উর রহমান (৭) ফ্রেড ক্লাসেন (৪)
ব্র্যান্ডন গ্লোভার (৪)
সিরিজ সেরা খেলোয়াড় স্কট এডওয়ার্ডস (নেদারল্যান্ডস)

নেদারল্যান্ডস পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জানুয়ারি মাসে আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য কাতার সফর করে।[][] সিরিজটি ২০২০–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের একটি অংশ হিসেবে খেলা হয়।[][] সিরিজের ম্যাচগুলো দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়।[][] সিরিজের পূর্বে হাশমতউল্লাহ শাহিদিকে আফগানিস্তানের ওডিআই দলের অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়।[] সিরিজে আফগানিস্তান ৩-০ ব্যবধানে জয়লাভ করে।[]

দলীয় সদস্য

[সম্পাদনা]
 আফগানিস্তান[]  নেদারল্যান্ডস[১০]

২০২২ সালের ১২ জানুয়ারি নেদারল্যান্ডস দলে ম্যাক্স ও'ডাউডের পরিবর্তে মুসা আহমেদকে নেয়া হয়।[১১] উঠতি খেলোয়াড়দের দলে খেলার সুযোগ দেয়ার জন্য মোহাম্মদ নবি আফগানিস্তানের দল থেকে সরে দাঁড়ান।[১২]

ওডিআই সিরিজ

[সম্পাদনা]

১ম ওডিআই

[সম্পাদনা]
২১ জানুয়ারি ২০২২
১০:০০
স্কোরকার্ড
আফগানিস্তান 
২২২/৮ (৫০ ওভার)
 নেদারল্যান্ডস
১৮৬ (৪৮ ওভার)
স্কট এডওয়ার্ডস ৬৮ (৮২)
রাশিদ খান ৩/৩১ (৯ ওভার)
আফগানিস্তান ৩৬ রানে জয়ী
ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দোহা
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও ইজাতুল্লাহ সাফি (আফগানিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: হাশমতউল্লাহ শাহিদি (আফগানিস্তান)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শাহিদউল্লাহ কামাল (আফগানিস্তান) ও বোরিস গোরলে (নেদারল্যান্ডস)-এর ওডিআই অভিষেক হয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: আফগানিস্তান ১০, নেদারল্যান্ডস ০।

২য় ওডিআই

[সম্পাদনা]
২৩ জানুয়ারি ২০২২
১০:০০
স্কোরকার্ড
আফগানিস্তান 
২৩৭/৬ (৫০ ওভার)
 নেদারল্যান্ডস
১৮৯ (৪৭.৪ ওভার)
রহমানউল্লাহ গুরবাজ ১০৩ (১২৭)
ফিলিপ বোয়াসেভ্যাঁ ২/৩৯ (৮ ওভার)
স্কট এডওয়ার্ডস ৮৬ (১২০)
মুজিব উর রহমান ৪/৩২ (৯.৪ ওভার)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রায়ান ক্লাইন (নেদারল্যান্ডস)-এর ওডিআই অভিষেক হয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: আফগানিস্তান ১০, নেদারল্যান্ডস ০।

৩য় ওডিআই

[সম্পাদনা]
২৫ জানুয়ারি ২০২২
১০:০০
স্কোরকার্ড
আফগানিস্তান 
২৫৪/৫ (৫০ ওভার)
 নেদারল্যান্ডস
১৭৯ (৪২.৪ ওভার)
নাজিবুল্লাহ জাদরান ৭১ (৫৯)
সাকিব জুলফিকার ১/১৩ (৩ ওভার)
কলিন আকেরমান ৮১ (৯৬)
কায়েস আহমেদ ৩/৩২ (৭.৪ ওভার)
আফগানিস্তান ৭৫ রানে জয়ী
ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দোহা
আম্পায়ার: আহমেদ শাহ দুররানি (আফগানিস্তান) ও আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কায়েস আহমেদ, ফজলুল হক ফারুকি, রিয়াজ হাসান (আফগানিস্তান) ও ক্লেটন ফ্লয়েড (নেদারল্যান্ডস)-এর ওডিআই অভিষেক হয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: আফগানিস্তান ১০, নেদারল্যান্ডস ০।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Afghanistan to host Netherlands in three-match CWCSL ODI series"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১ 
  2. "Afghanistan to host the Netherlands in three-match ODI series in January"আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১ 
  3. "Schedule for inaugural World Test Championship announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯ 
  4. "Men's Future Tours Programme" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯ 
  5. "Afghanistan to host Netherlands for 3 ODIs in January"হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১ 
  6. "Afghanistan to host Netherlands for three ODIs in Qatar"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১ 
  7. "National team leaves to Qatar for the Netherlands ODIs"আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২২ 
  8. "The Netherlands with empty hands after third loss against Afghanistan"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২২ 
  9. "ACB name squad for the Netherlands series"আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২ 
  10. "Dutch squad for CWC Super League Series against Afghanistan announced"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২২ 
  11. "UPDATE: Dutch squad for CWC Super League Series against Afghanistan"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২ 
  12. "Nabi rules himself out of Netherlands ODIs"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]