বিষয়বস্তুতে চলুন

২০১৯–২০ লা লিগা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লা লিগা
মৌসুম২০১৯–২০
তারিখ১৬ আগস্ট ২০১৯ – ১৯ জুলাই ২০২০
চ্যাম্পিয়নরিয়াল মাদ্রিদ
(৩৪তম শিরোপা)
অবনমনলেগানেস
মায়োর্কা
এস্পানিওল
চ্যাম্পিয়নস লীগরিয়াল মাদ্রিদ
বার্সেলোনা
আতলেতিকো মাদ্রিদ
সেভিয়া
ইউরোপা লীগভিয়ারিয়াল
রিয়াল সোসিয়েদাদ
গ্রানাদা
মোট খেলা৩৮০
মোট গোলসংখ্যা৯৪২ (ম্যাচ প্রতি ২.৪৮টি)
শীর্ষ গোলদাতাআর্জেন্টিনা লিওনেল মেসি
(২৫টি গোল)
সেরা গোলরক্ষকবেলজিয়াম থিবো কোর্তোয়া
(প্রতি ম্যাচে ০.৫৯টি গোল)
সবচেয়ে বড় হোম জয়সেলতা বিগো ৬–০ আলাবেস
(২১ জুন ২০২০)
সর্বোচ্চ স্কোরিংভিয়ারিয়াল ৪–৪ গ্রানাদা
(১৭ আগস্ট ২০১৯)
দীর্ঘতম টানা জয়রিয়াল মাদ্রিদ
(১০টি ম্যাচ)[]
দীর্ঘতম টানা অপরাজিতআতলেতিকো মাদ্রিদ
(১৬টি ম্যাচ)[]
দীর্ঘতম টানা জয়বিহীনঅ্যাথলেতিক বিলবাও
এস্পানিওল
(১০টি ম্যাচ)[]
দীর্ঘতম টানা পরাজয়এস্পানিওল
(৮টি ম্যাচ)[]
সর্বোচ্চ উপস্থিতি৯৩,৪৬২[]
বার্সেলোনা ০–০ রিয়াল মাদ্রিদ
(১৮ ডিসেম্বর ২০১৯)
সর্বনিম্ন উপস্থিতি৫,৩৪১[]
এইবার ৩–০ গ্রানাদা
(২০ ডিসেম্বর ২০১৯)
উপস্থিতি৪৬,৩০,৬০৮ (ম্যাচ প্রতি ১২,১৮৬ জন)

২০১৯–২০ লা লিগা (পৃষ্ঠপোষকজনিত কারণে লা লিগা সান্তান্দের নামে পরিচিত) স্পেনীয় ফুটবল লীগ লা লিগার ৮৯তম মৌসুম ছিল। এই মৌসুমটি ২০১৯ সালের ১৬ই আগস্ট শুরু হয়ে ২০২০ সালে ১৯শে জুলাই তারিখে সমাপ্ত হয়েছে। বার্সেলোনা এই লীগের পূর্ববর্তী চ্যাম্পিয়ন ছিল। এই মৌসুমে ওসাসুনা, গ্রানাদা এবং মায়োর্কা ২০১৮–১৯ সেহুন্দা ডিভিশন হতে যোগদান করেছিল এবং বায়েকানো, উয়েস্কা এবং হিরোনা এফসি ২০১৯–২০ সেহুন্দা ডিভিশনে অবনমিত হয়েছিল।

২০২০ সালের ১২ই মার্চ তারিখে, স্পেনে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন লা লিগা এবং ২০১৯–২০ সেহুন্দা দিবিসিওনের সকল খেলা দুই সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছিল। অতঃপর ২৩শে মার্চ তারিখে, লীগটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।[] ১১ই জুন তারিখে এই মৌসুমটি পুনরায় শুরু করা হয়েছিল, একই সাথে ঘোষণা ১৩ই জুলাই পর্যন্ত প্রতিদিন ম্যাচ আয়োজন করা হবে। এই মৌসুমের সর্বশেষ দুই পর্বের খেলা ১৬শে জুলাই এবং ১৯শে জুলাই তারিখে আয়োজন করা হয়েছে।[]

১৬ই জুলাই তারিখে, রিয়াল মাদ্রিদ ভিয়ারিয়ালকে ২–১ গোলের ব্যবধানে পরাজিত করে একটি ম্যাচ বাকি রেখে রেকর্ড ৩৪ বারের মতো লীগ শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল।[]

স্টেডিয়াম এবং অবস্থান

[সম্পাদনা]
ক্লাব অবস্থান স্টেডিয়াম ধারণক্ষমতা
আলাবেস বিতোরিয়া-গাস্তেইস মেন্দিজোররোৎসা স্টেডিয়াম ১৯,৮৪০[]
অ্যাথলেতিক বিলবাও বিলবাও সান মামেস স্টেডিয়াম ৫৩,২৮৯[]
আতলেতিকো মাদ্রিদ মাদ্রিদ ওয়ান্দা মেট্রোপলিটানো ৬৮,৪৫৬[]
বার্সেলোনা বার্সেলোনা কাম্প ন্যু ৯৯,৩৫৪[]
সেলতা বিগো বিগো বালাইদোস ২৯,০০০[]
এইবার এইবার ইপুরুয়া মুনিসিপাল স্তেদিয়াম ৮,১৬৪[১০]
এস্পানিওল বার্সেলোনা আরসিডিই স্টেডিয়াম ৪০,০০০[১১]
হেতাফে হেতাফে কলিসিয়াম আলফোনসো পেরেজ ১৭,৩৯৩[১২]
গ্রানাদা গ্রানাদা এস্তাদিও নুয়েবো লস কারমেনেস ১৯,৩৩৬[১৩]
লেগানেস লেগানেস এস্তাদিও মুনিসিপাল দে বুতার্কে ১২,৪৫০[১৪]
লেভান্তে ভালেনসিয়া এস্তাদি সিউতাত দে ভালেনসিয়া ২৬,৩৫৪[১৫]
মায়োর্কা পালমা এস্তাদি দে সন মইস ২৪,২৬২[১৬]
ওসাসুনা পামপ্লোনা এল সাদার স্টেডিয়াম ১৮,৫৭০[১৭]
রিয়াল বেতিস সেভিল এস্তাদিও বেনিতো ভিয়ামারিন ৬০,৭২১[১৮]
রিয়াল মাদ্রিদ মাদ্রিদ এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যু ৮১,০৪৪[১৯]
রিয়াল সোসিয়েদাদ সান সেবাস্তিয়ান আনোয়েতা স্টেডিয়াম ৩৯,৫০০[২০]
সেভিয়া সেভিল রামোন সানচেজ পিসহুয়ান স্টেডিয়াম ৪৩,৮৮৩[২১]
ভালেনসিয়া ভালেনসিয়া মেস্তায়া স্টেডিয়াম ৫৫,০০০[২২]
বায়াদোলিদ বায়াদোলিদ এস্তাদিও হোসে সোররিয়া ২৮,০১২[২৩]
ভিয়ারিয়াল ভিয়ারিয়াল এস্তাদিও দে লা সেরামিকা ২৪,৮৯০[২৪]

পয়েন্ট তালিকা

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন বা অবনমন
রিয়াল মাদ্রিদ (C) ৩৮ ২৬ ৭০ ২৫ +৪৫ ৮৭ চ্যাম্পিয়নস লীগ গ্রুপ পর্বের জন্য উন্নীত
বার্সেলোনা ৩৮ ২৫ ৮৬ ৩৮ +৪৮ ৮২
আতলেতিকো মাদ্রিদ ৩৮ ১৮ ১৬ ৫১ ২৭ +২৪ ৭০
সেভিয়া ৩৮ ১৯ ১৩ ৫৪ ৩৪ +২০ ৭০
ভিয়ারিয়াল ৩৮ ১৮ ১৪ ৬৩ ৪৯ +১৪ ৬০ ইউরোপা লীগ গ্রুপ পর্বের জন্য উন্নীত
রিয়াল সোসিয়েদাদ ৩৮ ১৬ ১৪ ৫৬ ৪৮ +৮ ৫৬
গ্রানাদা ৩৮ ১৬ ১৪ ৫২ ৪৫ +৭ ৫৬ ইউরোপা লীগ দ্বিতীয় বাছাইপর্বের জন্য উন্নীত[]
হেতাফে ৩৮ ১৪ ১২ ১২ ৪৩ ৩৭ +৬ ৫৪
ভালেনসিয়া ৩৮ ১৪ ১১ ১৩ ৪৬ ৫৩ −৭ ৫৩
১০ ওসাসুনা ৩৮ ১৩ ১৩ ১২ ৪৬ ৫৪ −৮ ৫২
১১ অ্যাথলেতিক বিলবাও ৩৮ ১৩ ১২ ১৩ ৪১ ৩৮ +৩ ৫১
১২ লেভান্তে ৩৮ ১৪ ১৭ ৪৭ ৫৩ −৬ ৪৯
১৩ বায়াদোলিদ ৩৮ ১৫ ১৪ ৩২ ৪৩ −১১ ৪২
১৪ এইবার ৩৮ ১১ ১৮ ৩৯ ৫৬ −১৭ ৪২
১৫ রিয়াল বেতিস ৩৮ ১০ ১১ ১৭ ৪৮ ৬০ −১২ ৪১
১৬ আলাবেস ৩৮ ১০ ১৯ ৩৪ ৫৯ −২৫ ৩৯
১৭ সেলতা বিগো ৩৮ ১৬ ১৫ ৩৭ ৪৯ −১২ ৩৭
১৮ লেগানেস (R) ৩৮ ১২ ১৮ ৩০ ৫১ −২১ ৩৬ সেহুন্দা দিবিসিওনে অবনমিত
১৯ মায়োর্কা (R) ৩৮ ২৩ ৪০ ৬৫ −২৫ ৩৩
২০ এস্পানিওল (R) ৩৮ ১০ ২৩ ২৭ ৫৮ −৩১ ২৫
উৎস: লা লিগা, সকারওয়ে
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড পয়েন্ট গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) স্বপক্ষে গোল; ৬) ফেয়ার-প্লে পয়েন্ট (টীকা: সমতায় থাকা দলগুলোর মধ্যে সকল ম্যাচ খেলা শেষে কেবল হেড-টু-হেড রেকর্ড ব্যবহার করা হয়)[২৬]
(C) চ্যাম্পিয়ন; (R) অবনমিত।
টীকা:
  1. স্পেনে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে ২০২০ কোপা দেল রে ফাইনাল স্থগিত করা হয়েছিল এবং উয়েফার নিবন্ধিত শেষ তারিখ ২০২০ সালের ৩রা আগস্টের মধ্যে শেষ করা যায়নি, তাই ২০১৯–২০ লা লিগায় পঞ্চম এবং ষষ্ঠ স্থান অধিকারী দলগুলো ২০২০–২১ উয়েফা ইউরোপা লীগের ফ্র্যপ পর্বে প্রবেশ করবে এবং সপ্তম স্থান অধিকারী দলটি দ্বিতীয় বাছাইপর্বে প্রবেশ করবে।[২৫]

ফলাফল

[সম্পাদনা]
স্বাগতিক \ সফরকারী ALA ATH ATM BAR CEL EIB ESP GET GRA LEG LEV MLL OSA BET RMA RSO SEV VAL VLD VIL
আলাবেস ২–১ ১–১ ০–৫ ২–০ ২–১ ০–০ ০–০ ০–২ ১–১ ১–০ ২–০ ০–১ ১–১ ১–২ ২–০ ০–১ ১–১ ৩–০ ১–২
অ্যাথলেতিক বিলবাও ২–০ ১–১ ১–০ ১–১ ০–০ ৩–০ ০–২ ২–০ ০–২ ২–১ ৩–১ ০–১ ১–০ ০–১ ২–০ ১–২ ০–১ ১–১ ১–০
আতলেতিকো মাদ্রিদ ২–১ ২–০ ০–১ ০–০ ৩–২ ৩–১ ১–০ ১–০ ০–০ ২–১ ৩–০ ২–০ ১–০ ০–০ ১–১ ২–২ ১–১ ১–০ ৩–১
বার্সেলোনা ৪–১ ১–০ ২–২ ৪–১ ৫–০ ১–০ ২–১ ১–০ ২–০ ২–১ ৫–২ ১–২ ৫–২ ০–০ ১–০ ৪–০ ৫–২ ৫–১ ২–১
সেলতা বিগো ৬–০ ১–০ ১–১ ২–২ ০–০ ১–১ ০–১ ০–২ ১–০ ২–৩ ২–২ ১–১ ১–১ ১–৩ ০–১ ২–১ ১–০ ০–০ ০–১
এইবার ০–২ ২–২ ২–০ ০–৩ ২–০ ১–২ ০–১ ৩–০ ০–০ ৩–০ ১–২ ০–২ ১–১ ০–৪ ১–২ ৩–২ ১–০ ৩–১ ২–১
এস্পানিওল ২–০ ১–১ ১–১ ২–২ ০–০ ০–২ ১–১ ০–৩ ০–১ ১–৩ ১–০ ২–৪ ২–২ ০–১ ১–৩ ০–২ ১–২ ০–২ ০–১
হেতাফে ১–১ ১–১ ০–২ ০–২ ০–০ ১–১ ০–০ ৩–১ ২–০ ৪–০ ৪–২ ০–০ ১–০ ০–৩ ২–১ ০–৩ ৩–০ ২–০ ১–৩
গ্রানাদা ৩–০ ৪–০ ১–১ ২–০ ০–০ ১–২ ২–১ ২–১ ১–০ ১–২ ১–০ ১–০ ১–০ ১–২ ১–২ ০–১ ২–২ ২–১ ০–১
লেগানেস ১–১ ১–১ ০–১ ১–২ ৩–২ ১–২ ২–০ ০–৩ ০–০ ১–২ ১–০ ০–১ ০–০ ২–২ ২–১ ০–৩ ১–০ ১–২ ০–৩
লেভান্তে ০–১ ১–২ ০–১ ৩–১ ৩–১ ০–০ ০–১ ১–০ ১–১ ২–০ ২–১ ১–১ ৪–২ ১–০ ১–১ ১–১ ২–৪ ২–০ ২–১
মায়োর্কা ১–০ ০–০ ০–২ ০–৪ ৫–১ ২–১ ২–০ ০–১ ১–২ ১–১ ২–০ ২–২ ১–২ ১–০ ০–১ ০–২ ৪–১ ০–১ ৩–১
ওসাসুনা ৪–২ ১–২ ০–৫ ২–২ ২–১ ০–০ ১–০ ০–০ ০–৩ ২–১ ২–০ ২–২ ০–০ ১–৪ ৩–৪ ১–১ ৩–১ ০–০ ২–১
রিয়াল বেতিস ১–২ ৩–২ ১–২ ২–৩ ২–১ ১–১ ১–০ ১–১ ২–২ ২–১ ৩–১ ৩–৩ ৩–০ ২–১ ৩–০ ১–২ ২–১ ১–২ ০–২
রিয়াল মাদ্রিদ ২–০ ০–০ ১–০ ২–০ ২–২ ৩–১ ২–০ ১–০ ৪–২ ৫–০ ৩–২ ২–০ ২–০ ০–০ ৩–১ ২–১ ৩–০ ১–১ ২–১
রিয়াল সোসিয়েদাদ ৩–০ ২–১ ২–০ ২–২ ০–১ ৪–১ ২–১ ১–২ ২–৩ ১–১ ১–২ ৩–০ ১–১ ৩–১ ১–২ ০–০ ৩–০ ১–০ ১–২
সেভিয়া ১–১ ১–১ ১–১ ০–০ ১–১ ১–০ ২–২ ২–০ ২–০ ১–০ ১–০ ২–০ ৩–২ ২–০ ০–১ ৩–২ ১–০ ১–১ ১–২
ভালেনসিয়া ২–১ ০–২ ২–২ ২–০ ১–০ ১–০ ১–০ ৩–৩ ২–০ ১–১ ১–১ ২–০ ২–০ ২–১ ১–১ ১–১ ১–১ ২–১ ২–১
বায়াদোলিদ ১–০ ১–৪ ০–০ ০–১ ০–০ ২–০ ২–১ ১–১ ১–১ ২–২ ০–০ ৩–০ ১–১ ২–০ ০–১ ০–০ ০–১ ১–১ ১–১
ভিয়ারিয়াল ৪–১ ০–০ ০–০ ১–৪ ১–৩ ৪–০ ১–২ ১–০ ৪–৪ ১–২ ২–১ ১–০ ৩–১ ৫–১ ২–২ ১–২ ২–২ ২–০ ২–০
১৯ জুলাই ২০২০ তারিখের ম্যাচ শেষের পর হালনাগাদকৃত। উৎস: লা লিগা, সকারওয়ে
রং: নীল = স্বাগতিক দল বিজয়ী; হলুদ = ড্র; লাল = সফরকারী দল বিজয়ী।

প্রতি রাউন্ড অনুযায়ী অবস্থান

[সম্পাদনা]
দল ╲ রাউন্ড১০১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০২১২২২৩২৪২৫২৬২৭২৮২৯৩০৩১৩২৩৩৩৪৩৫৩৬৩৭৩৮
রিয়াল মাদ্রিদ
বার্সেলোনা১৬
আতলেতিকো মাদ্রিদ
সেভিয়া
ভিয়ারিয়াল১০১৩১৬১০১১১২১৩১৩১৩১০
রিয়াল সোসিয়েদাদ১১১৩
গ্রানাদা১৪১০১১১০১০১১১০১০১০১০১০১০১০
হেতাফে১৭১৫১৭১৮১১১০১৬১২১১
ভালেনসিয়া১২১৭১০১৩১২১৩১০১২১২১৩১০১০
ওসাসুনা১০১২১৩১১১৩১০১০১১১০১০১২১২১৩১০১১১২১১১২১২১১১১১১১২১১১১১১১১১১১১১১১০
অ্যাথলেতিক বিলবাও১০১০১০১১১০১০১০১০১০১০১১
লেভান্তে১৮১০১১১২১০১১১৩১১১১১২১১১২১১১১১২১৩১৩১১১৩১০১১১৩১২১৩১১১২১২১২১২১২১২১২১২
বায়াদোলিদ১১১২১৪১৪১০১৩১২১৩১২১৩১৪১৫১৪১৫১৪১৪১৫১৬১৪১৫১৫১৫১৫১৫১৪১৫১৫১৫১৪১৪১৩১৪১৪১৬১৩
এইবার১৪১৬১৮১৯১৯১৬১১১৪১৬১৬১৪১৪১৫১৬১৬১৬১৬১৬১৬১৬১৫১৬১৬১৬১৬১৬১৬১৬১৬১৭১৭১৫১৬১৭১৫১৫১৩১৪
রিয়াল বেতিস১৩২০১৫১৫১৫১৫১৬১৮১৮১৬১৫১৭১৫১২১১১২১৩১৩১১১২১২১৩১২১৩১৪১২১৩১৪১৪১৩১৩১৩১৪১৩১৩১৪১৫
আলাবেস১১১৩১৭১৪১৭১৪১৪১৫১৬১৪১৩১৪১৫১৪১৫১৫১৪১৪১৫১৪১৪১৪১৩১৪১৫১২১৩১৪১৬১৫১৫১৭১৭১৫১৬
সেলতা বিগো১৯১২১২১৬১৬১৫১৭১৫১৭১৭১৮১৮১৮১৮১৮১৮১৮১৮১৭১৮১৮১৯১৭১৭১৭১৭১৭১৭১৭১৬১৬১৭১৭১৬১৬১৬১৭১৭
লেগানেস১৫১৯২০২০২০২০২০২০২০২০২০২০২০২০২০১৯১৯১৯১৯১৯১৯১৮১৯১৯১৯১৯১৯১৯২০১৯১৯১৯১৯১৯১৯১৮১৮১৮
মায়োর্কা১১১৪১৪১৭১৯১৯১৮১৫১৫১৭১৭১৬১৭১৭১৭১৭১৭১৮১৭১৭১৭১৮১৮১৮১৮১৮১৮১৮১৮১৮১৮১৮১৮১৮১৯১৯১৯
এস্পানিওল২০১৮১৯১৭১৮১৮১৮১৯১৯১৯১৯১৯১৯১৯১৯২০২০২০২০২০২০২০২০২০২০২০২০২০১৯২০২০২০২০২০২০২০২০২০

পরিসংখ্যান

[সম্পাদনা]

জামোরা শিরোপা

[সম্পাদনা]

জামোরা শিরোপাটি ম্যাচ অনুযায়ী সর্বনিম্ন গোল হজমের অনুপাতের ওপর ভিত্তি করে স্পেনীয় পত্রিকা মার্কা কর্তৃক প্রদান করা হয়। একজন গোলরক্ষককে এই শিরোপার জন্য যোগ্য হতে হলে কমপক্ষে ২৮টি ম্যাচে ৬০ অথবা তার অধিক মিনিট ধরে খেলতে হবে।[২৯][৩০]

ক্রম খেলোয়াড় ক্লাব বিপক্ষে গোল ম্যাচ গড়
বেলজিয়াম থিবো কোর্তোয়া রিয়াল মাদ্রিদ ২০ ৩৪ ০.৫৯
স্লোভেনিয়া ইয়ান অবলাক আতলেতিকো মাদ্রিদ ২৭ ৩৮ ০.৭১
স্পেন উনাই সিমোন অ্যাথলেটিক বিলবাও ২৯ ৩৩ ০.৮৮
স্পেন দাবিদ সোরিয়া হেতাফে ৩৭ ৩৮ ০.৯৭
চেক প্রজাতন্ত্র তমাশ ভাচলিক সেভিয়া ৩১ ৩২

হ্যাট্রিক

[সম্পাদনা]
খেলোয়াড় দল প্রতিপক্ষ ফলাফল তারিখ পর্ব
আর্জেন্টিনা লিওনেল মেসি বার্সেলোনা সেলতা বিগো ৪–১ (হোম) ৯ নভেম্বর ২০১৯ ১৩
আর্জেন্টিনা লিওনেল মেসি বার্সেলোনা মায়োর্কা ৫–২ (হোম) ৭ ডিসেম্বর ২০১৯ ১৬
স্পেন হোয়াকিন রিয়াল বেতিস অ্যাথলেটিক বিলবাও ৩–২ (হোম) ৮ ডিসেম্বর ২০১৯ ১৬
আর্জেন্টিনা লিওনেল মেসি বার্সেলোনা এইবার ৫–০ (হোম) ২২ ফেব্রুয়ারি ২০২০ ২৫

– খেলোয়াড় উক্ত ম্যাচে ৪টি গোল করেছেন।

গড় উপস্থিতি

[সম্পাদনা]

বন্ধ দরজার পেছনে দর্শকহীন ম্যাচগুলো এখানে গণনা করা হয়নি।

অব দল মোট সর্বোচ্চ সর্বনিম্ন গড় পরিবর্তন
বার্সেলোনা ১০,১৪,৬০৪ ৯৩,৪২৬ ৫৮,১৯৮ ৭২,৪৭২ −৩.৬%
রিয়াল মাদ্রিদ ৮,৬৭,৫৭০ ৭৮,২৩৭ ৫৩,৮৭০ ৬৬,৭৩৬ +১০.১%
আতলেতিকো মাদ্রিদ ৮,০১,১২৭ ৬৭,৯৪২ ৪৫,৯৪৪ ৫৭,২২৩ +২.১%
রিয়াল বেতিস ৬,৭১,১৩০ ৫৪,৪২৬ ৪২,৫৭৮ ৪৭,৯৩৮ +৮.৬%
অ্যাথলেতিক বিলবাও ৫,৩৩,৩৬৪ ৪৭,৬৯৩ ৩৩,৩৬৪ ৪১,০২৮ +০.৬%
ভালেনসিয়া ৫,৬৬,৭৭২ ৪৫,৯৬১ ৩৭,৫৭০ ৪০,৪৮৪ +২.৩%
সেভিয়া ৪,৭৫,৮১১ ৪২,৩৭৫ ৩১,৪৫৩ ৩৬,৬০১ +১.৪%
রিয়াল সোসিয়েদাদ ৩,৯৮,১৬৫ ৩৬,৭৩০ ২৬,৪৪৬ ৩০,৬২৮ +৩৭.৬%
এস্পানিওল ২,৯৬,৯৩৫ ৩২,০৮৪ ১৭,৩৯০ ২২,৮৪১ +১৯.৮%
১০ বায়াদোলিদ ২,৬০,৪৯৬ ২৩,৬৮০ ১৬,৩৩৩ ২০,০৩৮ +৬.৩%
১১ লেভান্তে ২,৪৩,৬৩২ ২২,৫৪৩ ১৪,৮৮৬ ১৮,৭৪১ −৪.৭%
১২ সেলতা বিগো ২,২৯,১৩৭ ২৩,৬১৪ ১১,৯৮৩ ১৭,৬২৬ −০.৪%
১৩ ভিয়ারিয়াল ২,১৩,৭৮৮ ১৯,৭৫৩ ১২,০৬৭ ১৬,৪৪৫ −১.৩%
১৪ গ্রানাদা ২,১২,০৭৪ ১৮,৮৯৫ ১৪,১২৭ ১৬,৩১৩ +৪১.০%সেহুন্দা
১৫ ওসাসুনা ২,১৮,১৬৫ ১৭,০০০ ১৩,৯৯৩ ১৫,৫৮৩ +৫.০%সেহুন্দা
১৬ মায়োর্কা ১,৯৮,২২৮ ১৯,৫০৩ ৮,১৭৪ ১৪,১৫৯ +৫৮.৬%সেহুন্দা
১৭ আলাবেস ১,৮৮,২০৫ ১৭,০৮৯ ১০,০৫৩ ১৩,৪৪৩ −৮.৬%
১৮ হেতাফে ১,৫৭,৬০১ ১৫,৪২৬ ৬,৫৩৬ ১১,২৫৭ +৩.৯%
১৯ লেগানেস ১,৩৯,৫৬৯ ১১,৭৪২ ৬,৪০৪ ৯,৯৬৯ −০.৫%
২০ এইবার ৭৮,৯৯২ ৭,২২২ ৫,৩৫০ ৬,০৭৬ +২৪.৬%
লীগ সর্বমোট ৭৭,৬৫,৩৬৫ ৯৩,৪২৬ ৫,৩৪১ ২৮,৮৬৮ +৭.৬%

উৎস: ওয়ার্ল্ড ফুটবল
নোট:
সেহুন্দা: এই দলগুলো পূর্ববর্তী মৌসুমে সেহুন্দা দিবিসিওনে খেলেছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Spanish Primera División Performance Stats – 2019–20"। ESPN। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৯ 
  2. "Acuerdo de la Comisión de Seguimiento del Convenio de Coordinación RFEF-LaLiga"। rfef.es। ২৩ মার্চ ২০২০। ২৮ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২০ 
  3. "LaLiga establece el horario oficial de partidos para el regreso del fútbol en España" (স্পেনীয় ভাষায়)। LaLiga। ৩১ মে ২০২০। 
  4. "Real Madrid win 2019/20 LaLiga Santander"। LaLiga। ১৬ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২০ 
  5. "Mendizorroza" (স্পেনীয় ভাষায়)। Deportivo Alavés। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৮ 
  6. "The Stadium"। Athletic Bilbao। ৬ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯ 
  7. "Wanda Metropolitano"। Atlético Madrid। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯ 
  8. "Facilities - Camp Nou"। FC Barcelona। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯ 
  9. "Facilities"। Celta Vigo। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯ 
  10. "El Eibar inicia la próxima semana la reubicación de los abonados para la próxima temporada" (স্পেনীয় ভাষায়)। SD Eibar। ২১ মে ২০১৯। 
  11. "Facilities - RCDE Stadium"। RCD Espanyol। ১৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯ 
  12. "Datos Generales" (স্পেনীয় ভাষায়)। Getafe CF। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৬ 
  13. "Datos del Club" (স্পেনীয় ভাষায়)। Granada CF। ১ জুলাই ২০১৯। 
  14. "Facilities - Butarque"। CD Leganés। ১২ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯ 
  15. "Estadi Ciutat de Valencia"। StadiumDB। ২০ জুলাই ২০১৮। 
  16. "Son Moix Iberostar Estadi (Son Moix)"। StadiumDB। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯ 
  17. "Instalaciones - Estadio El Sadar" (স্পেনীয় ভাষায়)। CA Osasuna। ১৬ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯ 
  18. "Estadio Benito Villamarín" (স্পেনীয় ভাষায়)। Real Betis। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৮ 
  19. "Santiago Bernabéu Stadium"। Real Madrid CF। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৬ 
  20. "Facilities - Anoeta"। Real Sociedad। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯ 
  21. "Sevilla F.C." (স্পেনীয় ভাষায়)। Sevilla FC। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৬ 
  22. "Facilities - Mestalla"। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯ 
  23. "Estadio José Zorrilla" (স্পেনীয় ভাষায়)। Real Valladolid। ৪ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৬ 
  24. "Estadio de la Cerámica" (স্পেনীয় ভাষায়)। Estadio de la Cerámica। ১২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯ 
  25. Hayward, Ben (৪ মে ২০২০)। "Copa del Rey final could take place in 2021 as RFEF agree to Athletic Club & Real Sociedad call for fans to attend"Evening Standard 
  26. "Reglamento General – Art. 201" (পিডিএফ) (Spanish ভাষায়)। Royal Spanish Football Federation। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৯ 
  27. "All leaders in Goals"। La Liga। ২ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২০ 
  28. "All leaders in Assists"। La Liga। ২৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২০ 
  29. "Trofeo Zamora"EcuRed 
  30. "Trofeo Zamora La Liga Santander - MARCA.com"MARCA.com