বিষয়বস্তুতে চলুন

২০১৯–২০ অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৯-২০ অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
 
  ওয়েস্ট ইন্ডিজ মহিলা অস্ট্রেলিয়া মহিলা
তারিখ ৫ – ১৮ সেপ্টেম্বর ২০১৯
অধিনায়ক স্তাফানি টেলর মেগ ল্যানিং[n ১]
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া মহিলা ৩–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান স্তাফানি টেলর (১১৪) এলিশা হিলি (২৪১)
সর্বাধিক উইকেট অ্যাফি ফ্লেচার (২)
শ্যামিলিয়া কোনেল (২)
চিনেল হেনরি (২)
জর্জিয়া ওয়ারিহাম (৬)
সিরিজ সেরা খেলোয়াড় এলিসি পেরি (অস্ট্রেলিয়া)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া মহিলা ৩–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান ব্রিটনি কুপার (৬৮) এলিশা হিলি (১০৮)
সর্বাধিক উইকেট অ্যাফি ফ্লেচার (৩) জেস জোনাসেন (৭)
সিরিজ সেরা খেলোয়াড় এলিশা হিলি (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফর করে ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দল-এর সাথে সেপ্টেম্বর ২০১৯ এ খেলার জন্য। সফর সূচীতে রয়েছে তিনটি মহিলাদের একদিনের আন্তর্জাতিক (ডব্লিউওডিআই), যার সবগুলো খেলাই হবে ২০১৭-২০ আইসিসি মহিলা চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার অংশ, এবং তিনটি মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিক (ডব্লিউট২০আই) খেলা।[][] সফরসূচীর প্রথম খেলাগুলো অনুষ্ঠিত হয় কুলিজ ক্রিকেট গ্রাউন্ড, এন্টিগুয়া, যা ছিল ক্যারিবিয়ান দ্বীপে অস্ট্রেলিয়া মহিলা দলের প্রথম মহিলা ওডিআই ম্যাচ।[] অস্ট্রেলিয়া মহিলা দল ওডিআই সিরিজটি ৩-০ এ জিতে নেয়,[] যা ছিল তাদের জন্য ওডিআইয়ে পঞ্চম ধারাবাহিক সিরিজ জয়।[] ফলাফল স্বরূপ, অস্ট্রেলিয়া মহিলা প্রথম দল হিসাবে ২০২১ মহিলা ক্রিকেট বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে।[] মহিলাদের টি২০আই সিরিজটিও অস্ট্রেলিয়া মহিলা দল ৩-০তে জয় লাভ করে।[]

দলীয় সদস্য

[সম্পাদনা]
ডব্লিউওডিআই ডব্লিউটি২০আই
 ওয়েস্ট ইন্ডিজ[]  অস্ট্রেলিয়া[]  ওয়েস্ট ইন্ডিজ[১০]  অস্ট্রেলিয়া[১১]

সফর শুরুর পূর্ব মুহূর্তে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের আচরণ বিধি লঙ্ঘন করার কারণে হিলি ম্যাথিউস ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড থেকে বাদ পড়ে যায়। [১২] তার পরিবর্তে দলে জায়গা পায় শেনেতা গ্রিমন্ড।[১৩]

ডব্লিউওডিআই

[সম্পাদনা]

১ম ডব্লিউওডিআই

[সম্পাদনা]
মহিলা চ্যাম্পিয়নশীপ
৫ সেপ্টেম্বর ২০১৯
১৪:০০ (দিন/রাত)
Scorecard
অস্ট্রেলিয়া 
৩০৮/৪ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৩০ (৩৭.৩ ওভার)
এলিশা হিলি ১২২ (১০৬)
শামিলিয়া কোনেল ২/৫৩ (১০ ওভার)
স্তাফানি টেলর ৭০* (১১৪)
এলিসি পেরি ৩/১৭ (৫ ওভার)
অস্ট্রেলিয়া মহিলা দল ১৭৮ রানে জয়ী
কুলিজ ক্রিকেট মাঠ, অ্যান্টিগুয়া
আম্পায়ার: জনাথান ব্লেডস (ওয়েস্ট ইন্ডিজ) এবং প্যাট্রিক গাস্টার্ড (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: এলিশা হিলি (অস্ট্রেলিয়া)
  • ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • শাবিকা গাজনাবী (ওয়েস্ট ইন্ডিজ) তার ডব্লিউওডিআই ওডিআই অভিষেক হয়।
  • মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া) ওডিআই ক্রিকেটে ১৩তম সেঞ্চুরী করে পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে ইনিংসের হিসাবে দ্রুততম সেঞ্চুরিয়ান(৭৬ ইনিংস)[১৪]
  • পয়েন্ট: অস্ট্রেলিয়া মহিলা দল ২, ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল ০

২য় ডব্লিউওডিআই

[সম্পাদনা]
মহিলা চ্যাম্পিয়নশীপ
৮ সেপ্টেম্বর ২০১৯
০৯:৩০
Scorecard
অস্ট্রেলিয়া 
৩০৮/২ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৫৭/৮ (৫০ ওভার)
এলিসি পেরি ১১২* (১১৮)
স্টেসি-আন কিং ১/৫৮ (৯ ওভার)
  • অস্ট্রেলিয়া মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • সেনেটা গ্রিমন্ড (ওয়েস্ট ইন্ডিজ) ও ইরিন বার্নস (অস্ট্রেলিয়া) তার ডব্লিউওডিআই ওডিআই অভিষেক হয়।
  • পয়েন্ট : অস্ট্রেলিয়া মহিলা ২, ওয়েস্ট ইন্ডিজ মহিলা ০

৩য় ডব্লিউওডিআই

[সম্পাদনা]
মহিলা চ্যাম্পিয়নশীপ
১১ সেপ্টেম্বর ২০১৯
০৯:৩০
Scorecard
ওয়েস্ট ইন্ডিজ 
১৮০ (৫০ ওভার)
 অস্ট্রেলিয়া
১৮২/২ (৩১.১ ওভার)
কাইশনা নাইট ৪০ (৭২)
মেগান শুট ৩/২৪ (১০ ওভার)
এলিশা হিলি ৬১ (৩২)
স্তাফানি টেলর ১/২৫ (৬ ওভার)
অস্ট্রেলিয়া মহিলা দল ৮ উইকেটে জয়ী
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগুয়া
আম্পায়ার: জনাথান ব্লাদেস (ওয়েস্ট ইন্ডিজ) ও ক্রিস্টোফার টায়লর (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: এলিশা হিলি (অস্ট্রেলিয়া)
  • ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • এলিসি পেরি (অস্ট্রেলিয়া) মহিলাদের একদিনের আন্তর্জাতিকে ১৫০ উইকেটধারী তৃতীয় বোলারের খেতাব অর্জন করেন।[১৫]
  • মেগান শুট প্রথম অস্ট্রেলিয়ান বোলার যিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিক লাভ করেন,[১৬] এবং অস্ট্রেলিয়ার প্রথম মহিলা বোলার যার আন্তর্জাতিক ক্রিকেটে দুটি হ্যাট্রিক-এর রেকর্ড আছে।[১৭]
  • পয়েন্ট : অস্ট্রেলিয়া মহিলা ২, ওয়েস্ট ইন্ডিজ মহিলা ০

ডব্লিউটি২০আই

[সম্পাদনা]

১ম ডব্লিউটি২০আই

[সম্পাদনা]
১৪ সেপ্টেম্বর ২০১৯
১৯:০০ (দিন/রাত)
Scorecard
ওয়েস্ট ইন্ডিজ 
১০৬/৮ (২০ ওভার)
 অস্ট্রেলিয়া
১০৮/৪ (১৮.৫ ওভার)
স্তাফানি টেলর ৪৪* (৫১)
মেগান শুট ৩/৩১ (৪ ওভার)
মেগ ল্যানিং ৫৪* (৫৪)
চিনেল হেনরী ২/১৫ (৪ ওভার)
অস্ট্রেলিয়া মহিলা দল ৬ উইকেটে জয়ী
কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
আম্পায়ার: জনাথান ব্লাদেস (ওয়েস্ট ইন্ডিজ) এবং ভারদায়েনি স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া)

২য় ডব্লিউটি২০আই

[সম্পাদনা]
১৬ সেপ্টেম্বর ২০১৯
১৯:০০ (দিন/রাত)
Scorecard
ওয়েস্ট ইন্ডিজ 
৯৭/৯ (২০ ওভার)
 অস্ট্রেলিয়া
৯৮/১ (১৪.৩ ওভার)
ব্রিটনি কুপার ৩৯ (৩৩)
জেস জোনাসেন ২/১৯ (৪ ওভার)
এলিশা হিলি ৫৮* (৪৩)
অ্যাফি ফ্লেচার ১/১৩ (৪ ওভার)
অস্ট্রেলিয়া মহিলা দল ৯ উইকেটে জয়ী
কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
আম্পায়ার: ভারদায়েনি স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ) এবং ক্রিস্টোফার টায়লর (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: এলিশা হিলি (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় ডব্লিউটি২০আই

[সম্পাদনা]
১৮ সেপ্টেম্বর ২০১৯
১৯:০০ (দিন/রাত)
Scorecard
ওয়েস্ট ইন্ডিজ 
৮১ (২০ ওভার)
 অস্ট্রেলিয়া
৮৩/১ (৭.৩ ওভার)
এলিশা হিলি ৩৮ (১৬)
অ্যাফি ফ্লেচার ১/২০ (২ ওভার)
অস্ট্রেলিয়া মহিলা দল ৯ উইকেটে জয়ী
কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
আম্পায়ার: ক্রিস্টোফার টায়লর (ওয়েস্ট ইন্ডিজ) ও জনাথান ব্লাদেস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: জেস জোনাসেন (অস্ট্রেলিয়া)
  • ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • স্তাফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ) তার ১০০তম মহিলা টি২০আই ম্যাচ খেলে।[১৮]
  • বলের হিসাব অনুযায়ী (৭৫ বল) মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলায় এটি ছিল অস্ট্রেলিয়া মহিলা দলের সবচেয়ে বড় জয়, এবং ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের সবচেয়ে বড় পরাজয়।[১৯]
  1. রসিয়েল হেইনেস ২য় মহিলা ওডিআইয়ে অস্ট্রেলিয়া মহিলা দলের অধিনায়কত্ব করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Aussies eye new Windies challenge"Cricket Australia। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৯ 
  2. "Australia look to continue their dominant form against West Indies"Women's Criczone। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৯ 
  3. "Australia prepare for their first ever ODI in the Caribbean"Women's Criczone। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৯ 
  4. "Megan Schutt hat-trick, Alyssa Healy blitz helps Australia canter to 3-0 sweep"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৯ 
  5. "Schutt, Healy star as Australia seal ODI series sweep"Cricket Australia। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৯ 
  6. "Australia seal spot in Women's World Cup 2021"International Cricket Council। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৯ 
  7. "Jonassen, Wareham star as Australia complete 3-0 sweep of West Indies"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯ 
  8. "WI women recall Anisa Mohammed for Australia ODIs"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৯ 
  9. "Uncapped Heather Graham, Erin Burns in Australia squad for West Indies tour"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯ 
  10. "Injured Deandra Dottin misses out on West Indies T20I squad"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৯ 
  11. "Two new faces as Aussies build for home World Cup"Cricket Australia। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯ 
  12. "হিলি ম্যাথিউস withdrawn from ODI squad for breaching code of conduct"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৯ 
  13. "হিলি ম্যাথিউস withdrawn from West Indies Women's squad"Cricket West Indies। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৯ 
  14. "Lanning, Healy script emphatic win in series opener"International Cricket Council। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯ 
  15. "Ellyse Perry becomes third woman to claim 150 ODI Wickets after Goswami and Fitzpatrick"Female Cricket। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৯ 
  16. "Schutt takes hat-trick as Australia secure 3-0 series victory over West Indies"International Cricket Council। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৯ 
  17. "Schutt makes history with maiden ODI hat-trick"Cricket Australia। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৯ 
  18. "Aussies sweep Windies with T20 thrashing"Cricket Australia। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯ 
  19. "Jonassen and Wareham share seven wickets in Australia's canter"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]