বিষয়বস্তুতে চলুন

২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপ গ্রুপ বি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপের গ্রুপ বি এর খেলা অনুষ্ঠিত হয়েছে ১৮ হতে ২৫ জুন ২০১৭ পর্যন্ত। এই গ্রুপে ছিল ক্যামেরুন, চিলি, অস্ট্রেলিয়া এবং জার্মানি। এই গ্রুপের শীর্ষ দুটি দল সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

দলসমূহ

[সম্পাদনা]
ড্র স্থান দল কনফেডারেশন্স বাছাইয়ের
পদ্ধতি
তারিখ
পদ্ধতি
চূড়ান্ত পর্বে
উত্তীর্ণ
সর্বশেষ
উপস্থিতি
সর্বোচ্চ
সাফল্য
ফিফা র‌্যাঙ্কিং
নভেম্বর ২০১৬[নোট ১] জুন ২০১৭
বি১  ক্যামেরুন ক্যাফ ২০১৭ আফ্রিকা কাপ অফ নেশন্স বিজয়ী ৫ ফেব্রুয়ারি ২০১৭ ৩য় ২০০৩ রানার-আপ (২০০৩) ৬৫ ৩২
বি২  চিলি কনমেবল ২০১৫ কোপা আমেরিকা বিজয়ী ৪ জুলাই ২০১৫ ১ম অভিষেক
বি৩  অস্ট্রেলিয়া এএফসি ২০১৫ এএফসি এশিয়ান কাপ বিজয়ী ৩১ জানুয়ারি ২০১৫ ৪র্থ ২০০৫ রানার-আপ (১৯৯৭) ৪৮ ৪৮
বি৪  জার্মানি উয়েফা ২০১৪ ফিফা বিশ্বকাপ বিজয়ী ১৩ জুলাই ২০১৪ ৩য় ২০০৫ ৩য় স্থান (২০০৫)
নোট
  1. এই র‌্যাঙ্কিং ২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপের ড্রয়ের সময়ের।

অবস্থান

[সম্পাদনা]
ব্যাখ্যা
গ্রুপ বিজয়ী ও গ্রুপ রানার আপ সেমি-ফাইনালের জন্য অগ্রসর হবে
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 জার্মানি +৩ নকআউট পর্বের জন্য উত্তীর্ণ
 চিলি +২
 অস্ট্রেলিয়া −১
 ক্যামেরুন −৪
২২ জুন ২০১৭ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাইব্রেকার

সেমি-ফাইনালে,

  • এই গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ এ এর রানার-আপের সাথে।
  • এই গ্রুপের রানার-আপ খেলবে গ্রুপ এ এর চ্যাম্পিয়নের সাথে।

খেলাসমূহ

[সম্পাদনা]

নিম্নের সকল সময় মস্কো সময় (ইউটিসি+৩) অনুযায়ী,

ক্যামেরুন বনাম চিলি

[সম্পাদনা]
ক্যামেরুন ০–২ চিলি
প্রতিবেদন
ক্যামেরুন[]
চিলি[]
গো ফ্যাব্রিস ওন্দোয়া
রা.ব্যা আর্নেস্ট মাবূকা
সে.ব্যা মাইকেল নগদেউ-নগাদযুই
সে.ব্যা এডল্ফ তেইকেউ
লে.ব্যা ১৯ কলিন্স ফাই
সে.মি ১৫ সেবাস্টিয়ান সিয়ানি ৮৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৬'
সে.মি আন্দ্রে-ফ্রাঙ্ক জাম্বো অঙ্গুইসা ৮৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৯'
সে.মি ১৭ অরনাউড দ্যূম
রা.ফ ১৩ ক্রিস্টিয়ান বাসোগগ
সে.ফ ১০ ভিনসেন্ট আবুবকর
লে.ফ বেঞ্জামিন মৌকান্দজো ()
বদলি:
মৌমি নগামালেউ ৮৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৬'
মি ১৪ জর্জেস মান্দজ্যাক ৮৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৯'
ম্যানেজার:
বেলজিয়াম হুগো ব্রুস
গো ২৩ জনি হেরেরা
রা.ব্যা মৌরিসিও ইসলা
সে.ব্যা ১৭ গ্যারি মেডেল ()
সে.ব্যা ১৮ গঞ্জালো জারা হলুদ কার্ড ৬৬'
লে.ব্যা ১৫ জেন বিউসেজর
সে.মি আর্তুরো ভিদাল
সে.মি ২১ মার্সেলো ডিয়াজ
সে.মি ২০ চার্লস আরানগুইজ ৭১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭১'
রা.ফ হসে পেদ্রো ফুয়েঞ্জালিদা ৬৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৪'
সে.ফ ১১ এডোয়ার্দো ভার্গাস
লে.ফ ২২ এডসন পুচ ৫৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৫৮'
বদলি:
আলেক্সিস সানচেজ ৫৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৫৮'
১৯ লিওনার্দো ভ্যালেন্সিয়া ৬৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৪'
মি ফ্রান্সিস্কো সিলভা ৭১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭১'
ম্যানেজার:
স্পেন হুয়ান এন্টোনিও পিজ্জি

ম্যাচসেরা:
আর্তুরো ভিদাল (চিলি)[]

সহকারী রেফারিগণ:
জুরে প্রাপ্রোতনিক (স্লোভেনিয়া)
রবার্ট ভুকান (স্লোভেনিয়া)
চতুর্থ অফিসিয়াল:
মিলোরাদ মাজিচ (সার্বিয়া)
ভিডিও সহকারী রেফারিগণ:
ক্লেমেন্ট তুরপিন (ফ্রান্স)
মিলোভান রিসতিচ (সার্বিয়া)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
মালাং ডাইধিউ (সেনেগাল)

অস্ট্রেলিয়া বনাম জার্মানি

[সম্পাদনা]

সহকারী রেফারিগণ:
জো ফ্লেচার (কানাডা)
চার্লস জাস্টিন মোর্গান্তে (মার্কিন যুক্তরাষ্ট্র)
চতুর্থ অফিসিয়াল:
উইলমার রোলদান (কলম্বিয়া)
ভিডিও সহকারী রেফারিগণ:
রভশন ইরমাতভ (উজবেকিস্তান)
আলেক্সান্ডার গুজমান (কলম্বিয়া)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
আর্তুর সোয়ারেস ডিয়াজ (পর্তুগাল)

ক্যামেরুন বনাম অস্ট্রেলিয়া

[সম্পাদনা]

জার্মানি বনাম চিলি

[সম্পাদনা]
জার্মানি ১-১ চিলি
স্টিন্ডল গোল ৪১' প্রতিবেদন সানচেজ গোল ৬'
দর্শক সংখ্যা: ৩৮,২২২

জার্মানি বনাম ক্যামেরুন

[সম্পাদনা]

চিলি বনাম অস্ট্রেলিয়া

[সম্পাদনা]
চিলি ১-১ অস্ট্রেলিয়া
রদ্রিগেজ গোল ৬৭' প্রতিবেদন ট্রোসি গোল ৪২'

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Tactical Line-up – Group B – Cameroon - Chile" (পিডিএফ)FIFA.comFédération Internationale de Football Association। ১৮ জুন ২০১৭। ২১ জুলাই ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৭ 
  2. "Cameroon v Chile – Man of the Match"FIFA.comFédération Internationale de Football Association। ১৮ জুন ২০১৭। ২৭ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]