১৯৯৬ শীতকালীন এশিয়ান গেমস
অবয়ব
৩য় শীতকালীন এশিয়ান গেমস | |
---|---|
অংশগ্রহণকারী জাতিসমূহ | ১৭ |
অংশগ্রহণকারী ক্রীড়াবিদ | ৪৫৩ |
বিষয়সমূহ | ৪৩ টি বিষয় ৮ টি ক্রীড়া |
উদ্বোধনী অনুষ্ঠান | ৪ ফেব্রুয়ারি |
সমাপ্তি অনুষ্ঠান | ১১ ফেব্রুয়ারি |
১৯৯৬ শীতকালীন এশিয়ান গেমস (অফিসিয়ালিভাবে ৩য় শীতকালীন এশিয়ান গেমস বা ৩য় শীতকালীন এশিয়াড নামে পরিচিত) হল একটি আন্তর্জাতিক বহু ক্রীড়া প্রতিযোগিতা যা ১৯৯৬ সালের ৪ - ১১ ফেব্রুয়ারি চীনের হারপিন শহরে অনুষ্ঠিত হয়।[১]
ক্রীড়াসমূহ
[সম্পাদনা]১৯৯৬ শীতকালীন গেমসে ৫ টি ক্রীড়া ৮ টি বিভাগে ৪৩ টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
- আলপাইন স্কিং (বিস্তারিত)
- বায়াথলন (বিস্তারিত)
- ক্রস-কান্ট্রি স্কিং (বিস্তারিত)
- ফিগার স্কেটিং (বিস্তারিত)
- ফ্রি স্টাইল স্কিং (বিস্তারিত)
- আইস হকি (বিস্তারিত)
- শর্ট ট্রাক স্পীড স্কেটিং (বিস্তারিত)
- স্পীড স্কেটিং (বিস্তারিত)
- নমুনা প্রদর্শিত ক্রীড়া
অংশগ্রহণকারী দেশসমূহ
[সম্পাদনা]
|
|
পদক তালিকা
[সম্পাদনা]স্বাগতিক দেশ
১ | চীন (CHN) | ১৫ | ৭ | ১৫ | ৩৭ |
২ | কাজাখস্তান (KAZ) | ১৪ | ৯ | ৮ | ৩১ |
৩ | জাপান (JPN) | ৮ | ১৪ | ১০ | ৩২ |
৪ | দক্ষিণ কোরিয়া (KOR) | ৮ | ১০ | ৮ | ২৬ |
৫ | উজবেকিস্তান (UZB) | ০ | ১ | ১ | ২ |
মোট | ৪৫ | ৪১ | ৪২ | ১২৮ |
---|
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "World of Chinese Stamps and Philatelic Items"। ১৩ ডিসেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৬।