বিষয়বস্তুতে চলুন

১৯৩১–৩২ লা লিগা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রিমেরা দিভিসিওন
মৌসুম১৯৩১–৩২
চ্যাম্পিয়নমাদ্রিদ (১ম শিরোপা)
অবনমনরিয়াল ইউনিয়ন
মোট খেলা৯০
মোট গোলসংখ্যা৩৫১ (ম্যাচ প্রতি ৩.৯টি)
শীর্ষ গোলদাতাগুইয়ের্মো গোরোস্তিজা (১২)
সবচেয়ে বড় হোম জয়দোনস্তিয়া ৭–০ আরেনাস
সর্বোচ্চ স্কোরিংভালেনসিয়া ৬–৪ রেসিং সান্তান্দের
দীর্ঘতম টানা জয়৫ ম্যাচ
মাদ্রিদ
দীর্ঘতম টানা অপরাজিত১৮ ম্যাচ
মাদ্রিদ
দীর্ঘতম টানা জয়বিহীন৬ ম্যাচ
আলাবেস
রেসিং দে সান্তান্দের
ভালেনসিয়া
দীর্ঘতম টানা পরাজয়৫ ম্যাচ
আলাবেস

১৯৩১–৩২ লা লিগা মৌসুমটি ১৯৩১ সালের ২২শে নভেম্বর তারিখে শুরু হয় এবং ১৯৩২ সালের ৩রা এপ্রিল তারিখে সমাপ্ত হয়। স্পেনীয় দ্বিতীয় প্রজাতন্ত্র অনুসারে সকল ক্লাব তাদের নাম থেকে রয়্যাল পৃষ্ঠপোষকতাকে বাদ দিয়ে এবং তাদের লোগো হতে মুকুট অপসারণ করে এই মৌসুমে অংশগ্রহণ করে।

অ্যাথলেতিক বিলবাও লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন ছিল, কিন্তু মাদ্রিদ তাদের অসাধারণ খেলার মাধ্যমে লা লিগার ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়।

দলের তথ্য

[সম্পাদনা]
ক্লাব শহর স্টেডিয়াম
আলাবেস ভিতোরিয়া-গাস্তেইজ মেন্দিজোরাতা স্টেডিয়াম
আরেনাস গেতজো ইবাইওন্দো
অ্যাথলেতিক বিলবাও বিলবাও এস্তাদিও দে সান মামেস
বার্সেলোনা বার্সেলোনা ক্যাম্প দে লেস কোর্তস
দোনস্তিয়া সান সেবাস্তিয়ান এস্তাদিও আতোচা
এস্পানিওল বার্সেলোনা এস্তাদিও সারিয়া
মাদ্রিদ মাদ্রিদ এস্তাদিও চামার্তিন
রেসিং সান্তান্দের সান্তান্দের, কান্তাব্রিয়া কাম্পোস দে স্পোর্ত দে এল সারদিনেরো
রিয়াল ইউনিয়ন ইরুন স্টেডিয়াম হাল
ভালেনসিয়া ভালেনসিয়া মেস্তায়া স্টেডিয়াম

লীগ টেবিল

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট অবনমন
মাদ্রিদ (C) ১৮ ১০ ৩৭ ১৫ +২২ ২৮
অ্যাথলেতিক বিলবাও ১৮ ১১ ৪৭ ২৩ +২৪ ২৫
বার্সেলোনা ১৮ ১০ ৪০ ২৬ +১৪ ২৪
রেসিং সান্তান্দের ১৮ ৩৬ ৩৫ +১ ২০
আরেনাস ১৮ ৩৫ ৪২ −৭ ১৭
এস্পানিওল ১৮ ১০ ৩৪ ৩৯ −৫ ১৫[]
ভালেনসিয়া ১৮ ৩৮ ৪৭ −৯ ১৫[]
দোনস্তিয়া ১৮ ১১ ৩৮ ৩৫ +৩ ১৪
আলাবেস ১৮ ১২ ২২ ৪৪ −২২ ১১[]
১০ রিয়াল ইউনিয়ন (R) ১৮ ১১ ২৪ ৪৫ −২১ ১১[] ১৯৩২–৩৩ সেহুন্দা দিভিসিওনে অবনমন
উৎস: [১]
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) গোলের সংখ্যা।
(C) চ্যাম্পিয়ন; (R) অবনমিত।
টীকা:
  1. হেড-টু-হেড গোল পার্থক্যে এস্পানিওল ভালেনসিয়ার উপরে অবস্থান করে লীগ শেষ করে: ভালেনসিয়া–এস্পানিওল ৩–১, এস্পানিওল–ভালেনসিয়া ৩–০।
  2. হেড-টু-হেড পয়েন্টে আলাবেস রিয়াল ইউনিয়নের উপরে অবস্থান করে লীগ শেষ করে: আলাবেস–রিয়াল ইউনিয়ন ১–০, রিয়াল ইউনিয়ন–আলাবেস ০–২।

ফলাফল

[সম্পাদনা]
স্বাগতিক \ সফরকারী ALA (ALA) ARE (ARE) ATH (ATH) BAR (BAR) DON (DON) ESP (ESP) MAD (MAD) RAC (RAC) UNI (UNI) VAL (VAL)
আলাবেস (ALA) ৩–১ ০–১ ১–৩ ১–২ ৪–১ ০–১ ১–২ ১–০ ২–১
আরেনাস (ARE) ৪–২ ২–১ ১–৩ ২–১ ৩–২ ২–২ ৩–১ ৫–০ ৪–১
অ্যাথলেতিক বিলবাও (ATH) ৩–২ ৪–১ ৩–০ ৫–১ ৪–০ ৩–৩ ৩–২ ২–১ ৭–২
বার্সেলোনা (BAR) ৬–০ ২–২ ১–৩ ২–০ ২–২ ২–২ ৪–২ ৩–২ ৩–২
দোনস্তিয়া (DON) ৪–১ ৭–০ ৩–২ ০–১ ৫–২ ১–২ ১–৫ ৫–০ ৭–১
আরসিডি এস্পানিওল (ESP) ৪–০ ৪–২ ১–০ ০–৩ ২–০ ১–২ ৬–১ ৩–১ ৩–০
মাদ্রিদ (MAD) ৫–০ ৪–০ ১–১ ২–০ ১–০ ৩–০ ০–০ ৩–২ ৪–১
রেসিং সান্তান্দের (RAC) ১–১ ১–১ ২–০ ৩–২ ২–১ ২–১ ০–০ ২–২ ৪–১
রিয়াল ইউনিয়ন (UNI) ০–২ ১–০ ১–৫ ১–৩ ২–০ ৪–১ ১–১ ২–২ ৩–২
ভালেনসিয়া (VAL) ৫–১ ৩–২ ০–০ ০–০ ৪–০ ৩–১ ১–১ ৬–৪ ৫–১
উৎস: BDFútbol.com
রং: নীল = স্বাগতিক দল বিজয়ী; হলুদ = ড্র; লাল = সফরকারী দল বিজয়ী।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]