হেনরি ডেল
অবয়ব
হেনরি হ্যালেট ডেল | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২৩ জুলাই ১৯৬৮ | (বয়স ৯৩)
জাতীয়তা | যুক্তরাজ্য |
পরিচিতির কারণ | Acetylcholine |
পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৩৬ |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | ওষুধবিজ্ঞান, শারীরতত্ত্ব |
হেনরি হ্যালেট ডেল (জন্ম: ৯ জুন, ১৮৭৫ - মৃত্যু: ২৩ জুলাই, ১৯৬৮) একজন ইংরেজ ওষুধবিজ্ঞানী ও শারীরতত্ত্ববিদ। তিনি ১৯৩৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
জন্ম ও শিক্ষাজীবন
[সম্পাদনা]ডেল ১৯০৯ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি অর্জন করেন।[১] তিনি ১৯৪০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত রয়েল সোসাইটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
কর্মজীবন
[সম্পাদনা]ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]১৯০৪ সালে, ডেল তার প্রথম কাজিন এলেন হ্যারিয়েট হ্যালেটকে বিয়ে করেছিলেন এবং তার একটি ছেলে এবং দুই মেয়ে ছিল। তাদের কন্যা অ্যালিসন সারাহ ডেল আলেকজান্ডার আর টডকে বিয়ে করেছিলেন, যিনি নোবেল পুরস্কারও জিতেছিলেন এবং ১৯৪০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত রয়েল সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাড়িতে ডেলসের বাসস্থান ১৯৮১ সালে বাড়ির বাগানের দেয়ালে একটি বৃহত্তর লন্ডন কাউন্সিল নীল ফলক দ্বারা চিহ্নিত করা হয়েছে।
-
ছোটবেলায় ডেল
-
১৯০৪ সালে ডেল
-
১৯১৮ সালে ডেল
-
স্ত্রীর সাথে ডেল
-
হেনরি হ্যালেট ডেলের পুত্র
-
লন্ডনের রয়েল সোসাইটিতে প্রদর্শিত ডেলের নোবেল পুরস্কার ডিপ্লোমা।
-
ডেল-শাস্টার রক্ত পাম্প
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]- অর্ডার অব মেরিট, ১৯৪৪
- নাইট গ্র্যান্ড ক্রস অব দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার, ১৯৪৮
- নোবেল পুরস্কার, (১৯৩৬)
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |