হিন্দি সাহিত্য
অবয়ব
ভারতীয় সাহিত্য |
---|
প্রাচীন |
প্রাথমিক মধ্যযুগীয় |
মধ্যযুগ থেকে প্রাক আধুনিক |
হিন্দি সাহিত্য (হিন্দি: हिन्दी साहित्य) হচ্ছে ইন্দো আর্য ভাষা পরিবারের অন্তর্গত লিখন পদ্ধতি আছে এরকম বিভিন্ন ধরনের হিন্দি ভাষায় রচিত সাহিত্যকর্ম। যুগ বিচারে হিন্দি সাহিত্যকে চারভাগে ভাগ করা যায়।
- বীরগাথা কাল - ১১ থেকে ১৪ শতক
- ভক্তিকালের কবিতা (ধর্মীয় কবিতা) - ১৪ থেকে ১৮ শতক
- রীতি বা শৃঙ্গার কালের কবিতা (প্রেমের কবিতা) - ১৮ থেকে ২০ শতক
- আধুনিক কাল - ২০ শতক পরবর্তী সাহিত্যকর্ম
হিন্দি সাহিত্যকর্ম বিভিন্ন উপভাষা যেমন ব্রজভাষা, বুন্দেলি, অবধী, কন্নৌজি, খড়িবোলি, মারোয়াড়ি, মগহি, ভোজপুরি, ছত্রিশগঢ়ী ইত্যাদিতে লেখা হয়েছে।[১] তবে ২০ শতকের পর থেকে একটি নির্দিষ্ট রূপে হিন্দুস্তানী ভাষায় দেবনাগরী লিপিতে অধিকাংশ হিন্দি সাহিত্য লিখিত হচ্ছে।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |