বিষয়বস্তুতে চলুন

হিঙ্গোলি জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিঙ্গোলি জেলা
মহারাষ্ট্র এর জেলা
আউন্ধা নগ্নথ মন্দির
আউন্ধা নগ্নথ মন্দির
মানচিত্র
হিঙ্গোলি জেলা
মহারাষ্ট্রের অবস্থান
দেশ ভারত
অঙ্গরাজ্যমহারাষ্ট্র
জেলাআওরঙ্গবাদ
হেডোয়ার্টার্সহিঙ্গোলি
তহলিসহিঙ্গোলি,কলামনুরি,সেঙ্গাওন,আউন্ধা নগ্নাথ, বাসমাথ
সরকার
 • শাসকহিঙ্গোলি জেলা পরিষদ
 • গার্ডিয়ান মিনিস্টারভরসা গাইকওয়াড
(ক্যাবিনেট মিনিস্টার মহা)
 • প্রেসিডেন্ট জেলা পরিষদ
  • প্রেসিডেন্ট
    গণজি বেলে
  • ভাইস প্রেসিডেন্ট
    মণীশ আখরে
আয়তন
 • মোট৪,৫২৬ বর্গকিমি (১,৭৪৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১১,৭৭,৩৪৫[]
 • পৌর এলাকা১৫.৬০
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০)
ওয়েবসাইটhingoli.nic.in

হিঙ্গোলি জেলা (মারাঠি উচ্চারণ: [ɦiŋɡoliː]) ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি প্রশাসনিক জেলা। জেলার সদর দফতর হিঙ্গোলিতে। জেলাটি ৪,৫২৬ কিমিএলাকা জুড়ে রয়েছে। এর জনসংখ্যা ১১,৭৭,৩৪৫ যার মধ্যে ১৫.৬০ শতাংশ ছিল শহুরে (২০১১-এর হিসাব অনুযায়ী)[] হিঙ্গোলি আসলে নিজামদের সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত ছিল কারণ এটি বিদর্ভের সাথে সীমান্তবর্তী ছিল। সে যুগে হিঙ্গোলি থেকে সামরিক বাহিনী, হাসপাতাল, ভেটেরিনারি হাসপাতাল চালু ছিল। একটি সামরিক ঘাঁটি হওয়ায় শহরটি হায়দ্রাবাদ রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত স্থান ছিল। বারোটি জ্যোতির্লিঙ্গের একটি, আউন্ধা নাগনাথ হিঙ্গোলি জেলায় অবস্থিত এবং জেলা সদর থেকে দক্ষিণ-পশ্চিমে কিমি।

আউন্ধা নাগনাথ মন্দির

বর্তমান জেলার অঞ্চলটি ১৫৫ সালে বোম্বাই রাজ্যের অংশ হয়ে ওঠে এবং ১৯৬০ সালে পারভানি জেলার অংশ হিসাবে মহারাষ্ট্র রাজ্যে পরিণত হয়। এই জেলাটি পারভানি জেলা থেকে ১ মে ১৯৯৯-এ পাঁচটি নিজস্ব তহসিল নিয়ে তৈরি করা হয়েছিল। তহলিসগুলো হলো: হিঙ্গোলি, কালামানুরি, সেনগাঁও, আউন্ধা নাগনাথ এবং বাসমত।

ভূগোল

[সম্পাদনা]

হিঙ্গোলি মহারাষ্ট্রের মারাঠওয়াড়ার উত্তরাংশে অবস্থিত। হিঙ্গোলির সীমানা উত্তর দিকে ওয়াশিম এবং ইয়াভাতমাল, পশ্চিম দিকে পারভানি এবং দক্ষিণ-পূর্ব দিকে নান্দেদ জেলা দ্বারা বেষ্টিত। ইসাপুর বাঁধ এবং ইয়েলদারি বাঁধ নামে জেলার পূর্ব এবং পশ্চিম উভয় দিকে দুটি মাঝারি আকারের বাঁধ রয়েছে, ইসাপুর বাঁধ সেচের উদ্দেশ্যে জল সরবরাহ করে যেখানে ইয়েলদারি বাঁধটি সেচের পাশাপাশি জলবিদ্যুৎ উৎপাদনও করে। সিদ্ধেশ্বর নামে একটি ছোট বাঁধও জেলায় সেচের উদ্দেশ্যে ব্যবহৃত হত।

জনসংখ্যা

[সম্পাদনা]

ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে, হিঙ্গোলি জেলার জনসংখ্যা ১,১৭৭,৩৪৫ জন।[] মোটামুটিভাবে তিমুর-লেস্তে[] বা মার্কিন রাজ্য রোড আইল্যান্ডের সমান।[] এটি এটিকে ভারতে ৪০১ তম রাঙ্কিং দেয় (মোট ৬৪০ এর মধ্যে)।[] জেলার জনসংখ্যার ঘনত্ব ২৪৪ জন প্রতি বর্গকিলোমিটার (৬৩০ জন/বর্গমাইল)।[] ২০১-২০১১ দশকে এর জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১৯.৪৩%।[] হিঙ্গোলির লিঙ্গ অনুপাত প্রতি ১০০০ পুরুষের জন্য ৯৪২ জন মহিলা,[] এবং সাক্ষরতার হার ৭৮.১৭%। তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি যথাক্রমে জনসংখ্যার ১৫.৫১% এবং ৯.৫১%।[]

ভাষা অনুযায়ী হিঙ্গোলি জেলার জনসংখ্যা ২০১১

  মারাঠি (৮৩.৫৩%)
  উর্দু (৬.৮৬%)
  হিন্দি (৪.৮১%)
  লাম্বাদি (৩.২৩%)
  অনান্য (১.৫৭%)

ভারতের ২০১১ সালের আদমশুমারির সময়, জেলার জনসংখ্যার ৮৩.৫৩% মারাঠি, ৬.৮৬% উর্দু, ৪.৮১% হিন্দি এবং ৩.২৩% লাম্বাদি তাদের প্রথম ভাষা হিসাবে কথা বলত।[]

এই জেলাটি দুটি মহকুমায় বিভক্ত, যা আবার পাঁচটি তালুকে বিভক্ত। হিঙ্গোলি মহকুমা তিনটি তালুকে বিভক্ত। এগুলো হলো: হিঙ্গোলি, কালামনুরি এবং সেনগাঁও। বাসমাথ উপ-বিভাগ দুটি তালুকে বিভক্ত। যথা: আউন্ধা এবং বাসমাথ

এই জেলায় তিনটি বিধানসভা কেন্দ্র রয়েছে। যথা: বাসমাঠ, কালামনুরি এবং হিঙ্গোলি। তিনটিই হিঙ্গোলি লোকসভা কেন্দ্রের অংশ[]

অর্থনীতি

[সম্পাদনা]
ঐতিহাসিক জনসংখ্যা
বছরজন.±%
১৯০১২,২৬,৩৮৪—    
১৯১১২,৭২,৭৮৫+২০.৫%
১৯২১২,৬৭,৯৯১−১.৮%
১৯৩১২,৯৮,৮০৭+১১.৫%
১৯৪১৩,১৯,২০০+৬.৮%
১৯৫১৩,৫২,৮৫৬+১০.৫%
১৯৬১৪,৩০,৯৮৬+২২.১%
১৯৭১৫,৩৩,৫৯৫+২৩.৮%
১৯৮১৬,৫৫,১৯৯+২২.৮%
১৯৯১৮,২৩,৯৩১+২৫.৮%
২০০১৯,৮৭,১৬০+১৯.৮%
২০১১১১,৭৭,৩৪৫+১৯.৩%

২০০৬ সালে পঞ্চায়েতি রাজ মন্ত্রক হিঙ্গোলিকে দেশের ২৫০টি সবচেয়ে পিছিয়ে পড়া জেলার একটি (মোট ৬৪০টির মধ্যে) নামকরণ করেছিল।[] এটি মহারাষ্ট্রের বারোটি জেলার মধ্যে একটি যা বর্তমানে ব্যাকওয়ার্ড রিজিয়ন গ্রান্ট ফান্ড প্রোগ্রাম থেকে তহবিল গ্রহণ করছে।[]

আগ্রহের জায়গা

[সম্পাদনা]

হিন্দু মন্দির ও উপাসনালয়

[সম্পাদনা]

উল্লেখযোগ্য কয়েকটি হিন্দু মন্দির নিম্নরূপ:[][১০]

  • মল্লিনাথ দিগম্বর জৈন মন্দির, শিরদ শাহপুর।
  • অন্ধ নাগনাথ হিন্দু পুরাণের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। এটি হিঙ্গোলি জেলার একই নামের আউন্ধা শহরে অবস্থিত।
  • তুলজা দেবী সংস্থা, ঘোটা।
  • সন্ত নামদেব সংস্থা নরসি, নরসি।
  • তুলজা ভবানী দেবী মন্দির, বা তুলজা দেবী সংস্থা, কালামনুরি।
  • জলেশ্বর মহাদেব মন্দির (লেকে নির্মিত), হিঙ্গোলি।
  • শ্রী দত্ত মন্দির, মঙ্গলওয়াড়া, হিঙ্গোলি।
  • দক্ষিণমুখী হনুমান মন্দির, খটকালি।
  • বড়শিব হনুমান মন্দির, বড়শিব।
  • কানিফনাথ মন্দির, খয়রি ঝুমাট, সেনগাঁও।
  • জগদম্বা দেবী মন্দির, সেনগাঁও।
  • চিন্তামণি গণপতি মন্দির, হিঙ্গোলি।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "District Census 2011 - Hingoli" (পিডিএফ)। Office of the Registrar General, India। ২০১১। 
  2. "Archived copy"। ১১ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০০৯ 
  3. US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-০১Timor-Leste 1,177,345 July 2011 est. 
  4. "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ১ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০Rhode Island 1,052,567 
  5. "C-16 Population By Religion - Maharashtra"census.gov.in 
  6. 2011 Census of India, Population By Mother Tongue
  7. "Districtwise List of Assembly and Parliamentary Constituencies"। Chief Electoral Officer, Maharashtra website। ১৮ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-২৪ 
  8. Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১ 
  9. "Archived copy"। ১৮ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৬ 
  10. "Archived copy" (পিডিএফ)। ২১ আগস্ট ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]