বিষয়বস্তুতে চলুন

সেশেলস ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেশেলস ফুটবল ফেডারেশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৮০; ৪৫ বছর আগে (1980)[]
সদর দপ্তরমাহে, সেশেলস
ফিফা অধিভুক্তি১৯৮৬[]
ক্যাফ অধিভুক্তি১৯৮৬
সভাপতিসেশেলস এলভিস চেট্টি
সহ-সভাপতিসেশেলস রোচ হেনরিটে

সেশেলস ফুটবল ফেডারেশন (এছাড়াও সংক্ষেপে এসএফএফ নামে পরিচিত) হচ্ছে সেশেলসের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৬ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর সেশেলসের রাজধানী মাহেতে অবস্থিত।

এই সংস্থাটি সেশেলসের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে সেশেলস প্রথম বিভাগ এবং সেশেলস এফএ কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে সেশেলস ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন এলভিস চেট্টি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জর্জেস বিবি।

কর্মকর্তা

[সম্পাদনা]
২৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি এলভিস চেট্টি
সহ-সভাপতি রোচ হেনরিটে
সাধারণ সম্পাদক জর্জেস বিবি
কোষাধ্যক্ষ জনাথন পল
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক লুইস নুরিস
প্রযুক্তিগত পরিচালক উলরিচ মাথিয়ট
ফুটসাল সমন্বয়কারী দামিয়েঁ জঁ
জাতীয় দলের কোচ (পুরুষ) ইয়ান মাক
জাতীয় দলের কোচ (নারী) এলসি এর্নেস্তা
রেফারি সমন্বয়কারী স্টিভ মারি

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৫ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:সেশেলসে ফুটবল টেমপ্লেট:সেশেলস ফুটবল ফেডারেশন