বিষয়বস্তুতে চলুন

সম্রাট মেইজি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মেইজি
জাপানের সম্রাট
রাজত্ব৩ ফেব্রুয়ারি ১৮৬৭–৩০ জুলাই ১৯১২
(৪৫ বছর, ১৭৮ দিন)
পূর্বসূরিকোমেই
উত্তরসূরিতাইশো
শৌগুনতোকুগাওয়া ইয়োশিনোবু (১৮৬৬-১৮৬৮)
দাইজৌ-দাইজিনসানজৌ সানেতোমি (১৮৭১-১৮৮৫)
প্রধানমন্ত্রী
জন্ম(১৮৫২-১১-০৩)৩ নভেম্বর ১৮৫২
কিয়োতো
মৃত্যু৩০ জুলাই ১৯১২(1912-07-30) (বয়স ৫৯)
টোকিও
সমাধি
মোজু নো মিমিহারা নো নাকা নো মিসাসাগি (ওসাকা)
দাম্পত্য সঙ্গীমাসাকো ইচিজৌ (বি. ১৮৬৯)
বংশধর
পিতাসম্রাট কোমেই
মাতানাকায়ামা ইয়োশিকো
ধর্মশিন্তৌ
স্বাক্ষর

সম্রাট মেইজি[] (明治天皇, মেইজি-তেন্নো, ৩ নভেম্বর ১৮৫২-৩০ জুলাই ১৯১২) ছিলেন জাপানের সম্রাটের উত্তরাধিকারের প্রথাগত ধারা অনুযায়ী জাপানের ১২২ তম সম্রাট[] তাঁর শাসনকাল ১৮৬৮ থেকে ১৯১২ সালে তাঁর মৃত্যু পর্যন্ত স্থায়ী ছিল, এই সময়টুকুকে মেইজি যুগ বলা হয়।[] তাঁর শাসনের অধীনেই শোগুনতন্ত্র ভেঙে জাপান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং জাপানের আধুনিকায়ন শুরু হয়। তিনি মেইজি পুনর্গঠন, মেইজি সংবিধান, পঞ্চনিবন্ধ শপথসহ নানা পদক্ষেপ গ্রহণ করেন, যা জাপানের শিল্পায়ন, অর্থনৈতিক উন্নতি, শিক্ষাগত উন্নতি, সামরিক ও রাজনৈতিক উন্নতিতে ব্যাপক অবদান রাখে। এজন্য তাকে মহান মেইজি বা ভালো মেইজি নামেও ডাকা হয়।

  1. বাংলা উচ্চারণ: [meidʒi], জাপানি উচ্চারণ: [meꜜːʑi]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Imperial Household Agency (Kunaichō), 明治天皇 (122). Retrieved 2011-10-16.
  2. Nussbaum, Louis-Frédéric et al. (2002). "Traditional order of Tennō" in Japan encyclopedia, pp. 962-963.