লাদাখ লোকসভা কেন্দ্র
লাদাখ লোকসভা কেন্দ্র | |
---|---|
লোকসভা নির্বাচনী এলাকা | |
নির্বাচনী এলাকার বিবরণ | |
দেশ | ভারত |
রাজ্য | লাদাখ |
বিধানসভা নির্বাচনী এলাকা | ৪ টি |
প্রতিষ্ঠিত | ১৯৫৭-বর্তমান |
মোট নির্বাচক | ১৬৬,৭৬৩ [১] |
সংসদ সদস্য | |
১৮তম লোকসভা | |
শায়িত্ব | |
দল | ভারতীয় জনতা পার্টি |
নির্বাচিত বছর | ২০১৯ |
লাদাখ লোকসভা কেন্দ্রটি লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের ৫টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫৭ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি অসংরক্ষিত আসন এবং মোট ৪ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল লাদাখি। এই লোকসভা কেন্দ্রে ২০১৯ সালে মোট ভোটার সংখ্যা ছিলো ১৬৬,৭৬৩ জন।
এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব করেন। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।
এই লোকসভা কেন্দ্রটি লাদাখের সমগ্র লেহ ও কার্গিল জেলা তথা সমগ্র লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত।[২]
ইতিহাস
[সম্পাদনা]লাদাখ লোকসভা কেন্দ্রে ১৯৫৭ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৯৯১ সালে জম্মু ও কাশ্মীর গণঅভ্যুত্থানের ফলে এখানে ভোটগ্রহণ পর্ব সফল হয় নি৷ এই লোকসভা কেন্দ্র টি ক্ষেত্রফলের ভিত্তিতে ভারতের বৃহত্তম লোকসভা কেন্দ্র। ১৭৩,২৬৬ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই লোকসভা কেন্দ্র টির মধ্যে রয়েছে ভারতীয় লাদাখ সহ গিলগিট, বালতিস্তান এবং আকসাই চিন,[৩][৪] যা আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের থেকেও বৃহত্তর। কিন্তু বর্তমানে এই বৃহৎ অঞ্চলের মাত্র ৫৯,০০০ বর্গকিলোমিটার ক্ষেত্রফল ভারতীয় প্রশাসনিক ক্ষেত্রের অধীনস্থ।
বিধানসভা কেন্দ্র গুলি
[সম্পাদনা]লোকসভা কেন্দ্রটি লাদাখ সহ জম্মু ও কাশ্মীর অঞ্চলের ৮৭ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে লাদাখে অবস্থিত মোট ৪ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য জম্মু ও কাশ্মীরের বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৪ টি বিধানসভা কেন্দ্রে ইতিপূর্বে ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এই লোকসভা কেন্দ্রটি একটি অসংরক্ষিত আসন।[৫][৬]
- নুব্রা বিধানসভা কেন্দ্র [৭]
এই বিধানসভা কেন্দ্রটি লাদাখ সহ জম্মু ও কাশ্মীর অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৪৭ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি লেহ জেলায় অবস্থিত৷
- লেহ বিধানসভা কেন্দ্র [৮]
এই বিধানসভা কেন্দ্রটি লাদাখ সহ জম্মু ও কাশ্মীর অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৪৮ নং বিধানসভা কেন্দ্র৷ এটি লেহ জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷
- কারগিল বিধানসভা কেন্দ্র [৯]
এই বিধানসভা কেন্দ্রটি লাদাখ সহ জম্মু ও কাশ্মীর অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৪৯ নং বিধানসভা কেন্দ্র৷ এটি কারগিল জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন।
- জাংস্কর লোকসভা কেন্দ্র [১০]
এই বিধানসভা কেন্দ্রটি লাদাখ সহ জম্মু ও কাশ্মীর অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৫০ নং বিধানসভা কেন্দ্র৷ এটি কারগিল জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২০।
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। ১৭ ডিসেম্বর ২০১৮। পৃষ্ঠা 30। ৩ অক্টোবর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৯।
- ↑ Ladakh, India's largest Lok Sabha seat, votes Wednesday
- ↑ How valuable is your vote? http://www.livemint.com/Politics/beVMOBCpLAp2Nn2pKBkKQM/How-valuable-is-your-vote.html
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Ladakh"। Chief Electoral Officer, Jammu and Kashmir। ২০০৮-১২-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-০২।
- ↑ http://ceojammukashmir.nic.in/Assembly_Constituencies.htm
- ↑ https://resultuniversity.com/election/nubra-jammu-kashmir-assembly-constituency
- ↑ https://www.elections.in/jammu-and-kashmir/assembly-constituencies/leh.html
- ↑ https://www.elections.in/jammu-and-kashmir/assembly-constituencies/kargil.html
- ↑ https://www.elections.in/jammu-and-kashmir/assembly-constituencies/zanskar.html