বিষয়বস্তুতে চলুন

মহাশ্বেতা দেবী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহাশ্বেতা দেবী
মহাশ্বেতা দেবী
মহাশ্বেতা দেবী
জন্ম(১৯২৬-০১-১৪)১৪ জানুয়ারি ১৯২৬
ঢাকা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ)
মৃত্যু২৮ জুলাই ২০১৬(2016-07-28) (বয়স ৯০)
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
পেশালেখক, কূটনীতিবিদ, আদিবাসী ও মানবাধিকার আন্দোলনকর্মী
জাতীয়তাভারতীয় বাঙালি
সময়কাল১৯৫৬-২০১৬
ধরনউপন্যাস, ছোটোগল্প, নাটক, প্রবন্ধ
বিষয়ভারতের বিমুক্ত উপজাতি
সাহিত্য আন্দোলনগণনাট্য
উল্লেখযোগ্য রচনাবলিহাজার চুরাশির মা
অরণ্যের অধিকার
তিতুমির
দাম্পত্যসঙ্গীবিজন ভট্টাচার্য (বি. ১৯৪৭–১৯৬২)
অসিত গুপ্ত (বি. ১৯৬৫–১৯৭৬)
সন্তাননবারুণ ভট্টাচার্য (পুত্র)

স্বাক্ষর

মহাশ্বেতা দেবী (১৪ জানুয়ারি ১৯২৬ – ২৮ জুলাই ২০১৬)[][] ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী। তার উল্লেখযোগ্য রচনাগুলি হল হাজার চুরাশির মা, রুদালি, অরণ্যের অধিকার ইত্যাদি।[] মহাশ্বেতা দেবী ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশছত্তীসগঢ় রাজ্যের আদিবাসী উপজাতিগুলির (বিশেষত লোধা ও শবর উপজাতি) অধিকার ও ক্ষমতায়নের জন্য কাজ করেছিলেন।[] তিনি সাহিত্য একাডেমি পুরস্কার (বাংলায়), জ্ঞানপীঠ পুরস্কারর‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার সহ একাধিক সাহিত্য পুরস্কার এবং ভারতের চতুর্থ ও দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান যথাক্রমে পদ্মশ্রীপদ্মবিভূষণ লাভ করেন। পশ্চিমবঙ্গ সরকার তাকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণে ভূষিত করেছিলেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

১৯২৬ সালে ব্রিটিশ ভারতের ঢাকা শহরে মহাশ্বেতা দেবী জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা মণীশ ঘটক ছিলেন কল্লোল সাহিত্য আন্দোলনের সঙ্গে যুক্ত খ্যাতনামা কবি ও ঔপন্যাসিক। তিনি ‘যুবনাশ্ব’ ছদ্মনামে লিখতেন।[] মণীষ ঘটকের ভাই ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক[] মহাশ্বেতা দেবীর মা ধরিত্রী দেবীও ছিলেন লেখক ও সমাজকর্মী। তার ভাইয়েরা বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমান ছিলেন। যেমন, শঙ্খ চৌধুরী ছিলেন বিশিষ্ট ভাস্কর এবং শচীন চৌধুরী ছিলেন দি ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি অফ ইন্ডিয়া পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। মহাশ্বেতা দেবীর বিদ্যালয়-শিক্ষা শুরু হয়েছিল ঢাকা শহরেই। ভারত বিভাজনের পর তিনি ভারতের পশ্চিমবঙ্গে চলে আসেন। এরপর তিনি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর-প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠভবনে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হন।[][]

কর্মজীবন

[সম্পাদনা]

সাহিত্যকর্ম

[সম্পাদনা]

মহাশ্বেতা দেবী ১০০টিরও বেশি উপন্যাস এবং ২০টিরও বেশি ছোটোগল্প সংকলন রচনা করেছেন। তিনি মূলত বাংলা ভাষায় সাহিত্য রচনা করেছেন। তবে সেই সব রচনার মধ্যে অনেকগুলি অন্যান্য ভাষায় অনূদিত হয়েছে।[] তার প্রথম উপন্যাস ঝাঁসির রানি ঝাঁসির রানির (লক্ষ্মীবাই) জীবনী অবলম্বনে রচিত। এটি প্রকাশিত হয়েছিল ১৯৫৬ সালে। এই উপন্যাসটি রচনার আগে তিনি ঝাঁসি অঞ্চলে গিয়ে তার রচনার উপাদান হিসেবে স্থানীয় অধিবাসীদের কাছ থেকে তথ্য ও লোকগীতি সংগ্রহ করে এনেছিলেন।[]

১৯৬৪ সালে মহাশ্বেতা দেবী বিজয়গড় কলেজে (কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত কলেজ) শিক্ষকতা শুরু করেন। সেই সময় বিজয়গড় কলেজ ছিল শ্রমিক শ্রেণির ছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠান। এই সময় মহাশ্বেতা দেবী একজন সাংবাদিক ও একজন সৃজনশীল লেখক হিসেবেও কাজ চালিয়ে যান। তিনি পশ্চিমবঙ্গের লোধা ও শবর উপজাতি, নারী ও দলিতদের নিয়ে পড়াশোনা করেন। তার প্রসারিত কথাসাহিত্যে তিনি প্রায়শই ক্ষমতাশালী জমিদার, মহাজন ও দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিকদের হাতে উপজাতি ও অস্পৃশ্য সমাজের অকথ্য নির্যাতনের চিত্র অঙ্কন করেছেন।[] তার অনুপ্রেরণার উৎস সম্পর্কে তিনি লিখেছেন:

উত্তর-ঔপনিবেশিক গবেষক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক মহাশ্বেতা দেবীর ছোটোগল্পগুলি ইংরেজিতে অনুবাদ করে তিনটি গ্রন্থে প্রকাশ করেছেন। এগুলি হল ইম্যাজিনারি ম্যাপস (১৯৯৫, রুটলেজ), ওল্ড ওম্যান (১৯৯৭, সিগাল) ও দ্য ব্রেস্ট স্টোরিজ (১৯৯৭, সিগাল)।[১১]

সামাজিক আন্দোলন

[সম্পাদনা]

মহাশ্বেতা দেবী বহুবার ভারতের উপজাতি মানুষদের উপর অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন।[] ২০১৬ সালের জুন মাসে মহাশ্বেতা দেবীর আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঝাড়খণ্ড সরকার বিশিষ্ট আদিবাসী নেতা বিরসা মুন্ডার একটি মূর্তিকে শৃঙ্খলামুক্ত করে। তৎকালীন ব্রিটিশ সরকারের শাসনকালে গৃহীত শৃঙ্খলিত বিরসা মুন্ডার একটি আলোকচিত্রের ভিত্তিতে মূর্তিটি নির্মিত হয়েছিল। উল্লেখ্য, বিরসা মুন্ডার জীবনকাহিনি অবলম্বনে ১৯৭৭ সালে মহাশ্বেতা দেবী অরণ্যের অধিকার উপন্যাসটি রচনা করেছিলেন।[]

মহাশ্বেতা দেবী পশ্চিমবঙ্গের পূর্বতন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (সিপিআই(এম))-নেতৃত্বাধীন সরকারের শিল্পনীতির বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। বিশেষত, তিনি কৃষকদের কাছ থেকে প্রচুর পরিমাণে উর্বর কৃষিজমি অধিগ্রহণ করে তা অত্যন্ত স্বল্পমূল্যে শিল্পপতিদের দিয়ে দেওয়ার তীব্র সমালোচনা করেন। ২০১১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। এই নির্বাচনে পরাজিত হয়ে সিপিআই(এম)-এর ৩৪ বছর ব্যাপী শাসনকালের অবসান ঘটেছিল।[১২] রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে তিনি প্রথম জীবনে কয়েক বছর অতিবাহিত করেছিলেন। সেই শান্তিনিকেতনের বাণিজ্যিককরণের বিরোধিতা করেছিলেন মহাশ্বেতা দেবী। নন্দীগ্রাম আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি সিঙ্গুরনন্দীগ্রামের বিতর্কিত জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে বহুসংখ্যক বুদ্ধিজীবী, শিল্পী, লেখক ও নাট্যকর্মীকে একত্রিত করেন।[]

২০০৬ সালে ফ্রাঙ্কফুট বইমেলায় ভারত দ্বিতীয় বারের জন্য অতিথি দেশ নির্বাচিত হয়। ভারতই প্রথম দেশ হিসেবে এই মেলায় দুইবার অতিথি দেশ নির্বাচিত হয়। এই মেলার উদ্বোধনী ভাষণে মহাশ্বেতা দেবী রাজ কাপুরের বিখ্যাত চিত্রগীতি "মেরা জুতা হ্যায় জাপানি" থেকে পঙ্‌ক্তি উদ্ধৃত করে একটি আবেগময় ভাষণ দেন:[১৩]

[১৩]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

১৯৪৭ সালে মহাশ্বেতা দেবী বিশিষ্ট নাট্যকার বিজন ভট্টাচার্যকে বিবাহ করেন। বিজন ভট্টাচার্য ছিলেন ভারতীয় গণনাট্য সংঘ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা পথপ্রদর্শক।[] ১৯৪৮ সালে তাদের পুত্র নবারুণ ভট্টাচার্যের জন্ম হয়। নবারুণ ভট্টাচার্য পরবর্তীকালে ঔপন্যাসিক ও রাজনৈতিক সমালোচক হয়েছিলেন।[১৪] মহাশ্বেতা দেবী একটি ডাকঘরেও চাকরি গ্রহণ করেছিলেন। কিন্তু তার কমিউনিস্ট মনোভাবের জন্য তাকে সেখান থেকে বিতাড়িত করা হয়।[] এরপর তিনি জীবিকা নির্বাহের জন্য সাবান বিক্রয় এবং নিরক্ষরদের জন্য ইংরেজিতে চিঠি লিখে দেওয়ার মতো কাজও করেছেন। এরপর তার বিবাহ বিচ্ছেদ ঘটে। ১৯৬২ সালে তিনি অসিত গুপ্তকে বিবাহ করেন।[]

মৃত্যু

[সম্পাদনা]

২০১৬ সালের ২৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মহাশ্বেতা দেবী কলকাতার বেল ভিউ ক্লিনিকে ভর্তি হন। সেই বছরই ২৮ জুলাই একাধিক অঙ্গ বিকল হয়ে তার মৃত্যু ঘটে।[১৫] তিনি মধুমেহ, সেপ্টিসেমিয়ামূত্র সংক্রমণ রোগেও ভুগছিলেন।[]

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মৃত্যুতে টুইট করে জানান, “ভারত এক মহান লেখিকা হারাল। বাংলা এক গরীয়সী মাকে হারাল। আমি এক ব্যক্তিগত পথপ্রদর্শককে হারালাম। মহাশ্বেতাদি শান্তিতে থাকুন।”[] ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানান, “মহাশ্বেতা দেবী কলমের শক্তিতে আশ্চর্যজনকভাবে চিত্রিত করেছিলেন। তিনি ছিলেন সহানুভূতি, সাম্য ও ন্যায়বিচারের এক কণ্ঠস্বর। তিনি আমাদের গভীর দুঃখে কাতর করে চলে গেলেন। তাঁর আত্মা শান্তি পান।”[]

পুরস্কার

[সম্পাদনা]

উল্লেখযোগ্য সাহিত্যকীর্তি

[সম্পাদনা]

মহাশ্বেতা দেবীর উল্লেখযোগ্য রচনাগুলির তালিকা নিচে দেওয়া হল:[২৫]

  • ঝাঁসির রানি (১৯৫৬, জীবনী)
    • দ্য কুইন অফ ঝাঁসি, মহাশ্বেতা দেবী (সাগরী ও মন্দিরা সেনগুপ্ত কর্তৃক অনূদিত)। এই বইটি হল রানি লক্ষ্মীবাইয়ের জীবনীগ্রন্থ। ঐতিহাসিক নথিপথ (প্রধানত রানির পৌত্র জি. সি. তাম্বে কর্তৃক সংগৃহীত) এবং লোককথা, কাব্য ও মুখে মুখে প্রচলিত কিংবদন্তিগুলি নিয়ে গবেষণার পর বইটি রচিত হয়। মূল বাংলা বইটি ১৯৫৬ সালে প্রকাশিত হয়। ইংরেজি অনুবাদটি ২০০০ সালে সিগাল বুকস, ক্যালকাটা থেকে প্রকাশিত হয়।
  • হাজার চুরাশির মা (১৯৭৪, উপন্যাস)
  • অরণ্যের অধিকার (১৯৭৯, উপন্যাস)
  • অগ্নিগর্ভ (১৯৭৮, ছোটোগল্প সংকলন)
  • মূর্তি (১৯৭৯, ছোটোগল্প সংকলন)
  • নীড়েতে মেঘ (১৯৭৯, ছোটোগল্প সংকলন)
  • স্তন্যদায়িনী (১৯৮০, ছোটোগল্প সংকলন)
  • চোট্টি মুন্ডা এবং তার তীর (১৯৮০, ছোটোগল্প সংকলন)
  • বর্তিকা - লিটিল ম্যাগাজিন (সম্পাদক)

চলচ্চিত্রায়ন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Detailed Biography ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ মার্চ ২০১০ তারিখে Ramon Magsaysay Award.
  2. John Charles Hawley (২০০১)। Encyclopedia of Postcolonial Studies। Greenwood Publishing Group। পৃষ্ঠা 142–। আইএসবিএন 978-0-313-31192-5। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১২ 
  3. "Tearing the curtain of darkness"The Hindu (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৭-৩১। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-৩১ 
  4. "Mahasweta Devi: The Life Immortal"। ২০১৬-০৭-৩০। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-৩১ 
  5. Sunil Sethi (১৫ ফেব্রুয়ারি ২০১২)। The Big Bookshelf: Sunil Sethi in Conversation With 30 Famous Writers। Penguin Books India। পৃষ্ঠা 74–। আইএসবিএন 978-0-14-341629-6। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১২ 
  6. "Mahasweta Devi passes away"The Hindu। Kolkata। ২৮ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৬ 
  7. Johri 2010, পৃ. 150।
  8. Tharu 1993, পৃ. 234।
  9. "Who was Mahasweta Devi? Why her death is a loss for Indian readers"। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-৩১ 
  10. Bardhan, Kalpana (১৯৯০)। Of Women, Outcastes, Peasants, and Rebels: A Selection of Bengali Short Stories। University of California Press। পৃষ্ঠা 24। আইএসবিএন 9780520067141I have always believed that the real history is made by ordinary people. I constantly come across the reappearance, in various forms, of folklore, ballads, myths and legends, carried by ordinary people across generations. ... The reason and inspiration for my writing are those people who are exploited and used, and yet do not accept defeat. For me, the endless source of ingredient for writing is in these amazingly noble, suffering human beings. Why should I look for my raw material elsewhere, once I have started knowing them? Sometimes it seems to me that my writing is really their doing. 
  11. Stephen Morton (২০০৩)। Gayatri Chakravorty Spivak। Routledge। পৃষ্ঠা 144–145। আইএসবিএন 978-1-13458-383-6 
  12. Biswas, Premankur (২৯ জুলাই ২০১৬)। "Mahasweta Devi, voice of subaltern, rebellion"Indian Express। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬ 
  13. Johri 2010, পৃ. 153।
  14. "Writer Nabarun Bhattacharya passes away"The Hindu। ১ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৬ 
  15. Staff, Scroll। "Eminent writer Mahasweta Devi dies at 90 in Kolkata"Scroll। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৬ 
  16. "Who was Mahasweta Devi? Why her death is a loss for Indian readers"India Today। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-৩১ 
  17. "Padma Awards Directory (1954–2014)" (পিডিএফ)। Ministry of Home Affairs (India)। ২১ মে ২০১৪। পৃষ্ঠা 72–94। ১৫ নভেম্বর ২০১৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৬ 
  18. Citation ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ এপ্রিল ২০১২ তারিখে Ramon Magsaysay Award.
  19. Prasad 2006, পৃ. 216।
  20. Kurian, Nimi (১ জানুয়ারি ২০০৬)। "Of ordinary lives"The Hindu। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬ 
  21. Haq, Kaiser (১৪ এপ্রিল ২০০৭)। "On Hallowed Ground: SAARC Translation Workshop at Belur, Kolkata"The Daily Star। ৭ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৬ 
  22. "The Man Booker International Prize 2009"Man Booker Prize। ৬ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৬ 
  23. "Yashwantrao Chavan Award for Mahasweta Devi"The Hindu। ১৩ মার্চ ২০১১। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৬ 
  24. "Soumitra refuses Banga Bibhushan Award"The Times of India। ২০ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৬ 
  25. Tharu 1993, পৃ. 235।
  26. Upala Sen (১৭ এপ্রিল ২০১৬)। "The book thief"Telegraph India। ৮ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৬ 
  27. Devarsi Ghosh (২৮ জুলাই ২০১৬)। "Mahasweta Devi, RIP: Rudaali to Sunghursh, 5 films that immortalise the author's works"India Today। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৬ 
  28. Marathi cinema has been producing a range of serious films.. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে Frontline, The Hindu Group, Volume 23 – Issue 20: 7–20 Oct. 2006.

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Jnanpith Award