বৃহস্পতি ৫১
অবয়ব
আবিষ্কার | |
---|---|
আবিষ্কারক | রবার্ট এ. জেকবসন, মারিনা ব্রোজোভিক, ব্রেট গ্ল্যাডম্যান ও মাইক আলেকজান্ডারসন |
আবিষ্কারের তারিখ | ৭ সেপ্টেম্বর, ২০১০ |
বিবরণ | |
বিকল্প নামসমূহ | এস/২০১০ জে ১ |
কক্ষপথের বৈশিষ্ট্য | |
কক্ষপথের গড় ব্যাসার্ধ | ২৩,৩১৪,৩৩৫ কিলোমিটার |
উৎকেন্দ্রিকতা | ০.৩২০ |
কক্ষীয় পর্যায়কাল | ৭২৪.৩৪ দিন |
নতি | ১৬৩.২° |
ভৌত বৈশিষ্ট্যসমূহ | |
গড় ব্যাসার্ধ | ~১ কিলোমিটার |
বৃহস্পতি ৫১ (ইংরেজি: Jupiter LI) হল বৃহস্পতির একটি প্রাকৃতিক উপগ্রহ। এটি আদিতে এস/২০১০ জে ১ (ইংরেজি: S/2010 J 1) নামে পরিচিত ছিল। ২০১০ সালে রবার্ট এ. জেকবসন, মারিনা ব্রোজোভিক, ব্রেট গ্ল্যাডম্যান ও মাইক আলেকজান্ডারসন এই উপগ্রহটি আবিষ্কার করেন।[১][২][৩] ২০১৫ সালের মার্চ মাসে এটি স্থায়ী সংখ্যা লাভ করে।[৪] এখনও পর্যন্ত জানা তথ্য অনুযায়ী, বৃহস্পতির থেকে এই উপগ্রহটির গড় দূরত্ব ২৩.৪৫ মিলিয়ন কিলোমিটার এবং বৃহস্পতিকে একবার প্রদক্ষিণ করতে এটির সময় লাগে ২.০২ বছর। কারমে গোষ্ঠীর অন্তর্গত বৃহস্পতি ৫১-এর প্রস্থ প্রায় ৩ কিলোমিটার।