বিষয়বস্তুতে চলুন

বড়াইল পর্বত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বরাইল
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা১,৩৮০ মিটার (৪,৫৩০ ফুট)
ভূগোল
দেশভারত
অঞ্চলঅসম, মণিপুর, নাগাল্যাণ্ড

বড়াইল পর্বত উত্তর-পূর্ব ভারতের একটি অন্যতম বিশাল পর্বতমালা। এই পর্বতমালা অসম তথা মণিপুরনাগাল্যাণ্ড-এর কিছু অঞ্চল জুড়ে বিস্তৃত (দ্রাঘিমাংশ ৯৩.১৫০০° , অক্ষাংশ ২৫.১৫০০°)। এই পর্বত প্রধানত অসমের ডিমা হাসাও জেলাতে অবস্থিত ও এটি হল অসমের সর্বোচ্চ ও দীর্ঘ পাহাড় (বা পর্বত)। এর সর্বোচ্চ শৃংগটির উচ্চতা হল ১৩৮০ মিটার। এই পর্বতটি বিশাল হিমালয় পর্বতমালার অংশ বিশেষ। [][]

এই বড়াইল পর্বত জুড়ে আছে সমগ্র বড়াইল অভয়ারণ্য। বড়াইল পর্বত হল বিভিন্ন জীব-জন্তু ও উদ্ভিদের আবাসস্থল। জৈব-বৈচিত্রের জন্য বিখ্যাত এই সমগ্র অঞ্চল। বড়াইল পর্বতের প্রাকৃতিক আভা বিভিন্ন দেশী-বিদেশী পর্যটককে আকর্ষণ করে আসছে। এই পর্বতের সবচেয়ে নিকটতম স্থান হল হাফলং (দূরত্ব ১৭.২ কিঃ মিঃ)। []

তথ্যসূত্র

[সম্পাদনা]