বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:কার্টুন নেটওয়ার্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কার্টুন নেটওয়ার্ক

কার্টুন নেটওয়ার্ক
কার্টুন নেটওয়ার্ক

কার্টুন নেটওয়ার্ক (সিএন) হল একটি আমেরিকান শিশুতোষ ক্যাবল ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যেটি টাইম ওয়ার্নার এর টার্নার ব্রডকাস্টিং সিস্টেম বিভাগের মালিকানাধীন। চ্যানেলটি প্রধানত প্রাণবন্ত অনুষ্ঠানমালা, এ্যাকশনধর্মী সাময়িক কমেডি এবং কিছু সরাসরি অনুষ্ঠানমালার অন্তর্ভুক্ত থাকে। চ্যানেলটি ১৯৯২ সালের ১লা অক্টোবর চালু করা হয়েছিল।

এটি মূলত শিশুদের উদ্দেশ্য করে এবং ৭-১৫ বছর বয়সের মধ্যে থেকে (তের হইতে উনিশ বয়সী বালক/বালিকাদের) বিনোদনমূলক চ্যানেল হিসেবে তৈরী করা হয়।[] নির্বাচিত অনুষ্ঠানমালার জন্য একটি স্প্যানিশ ভাষার অডিও ট্র্যাক স্যাপ এর মাধ্যমে ব্যবহারযোগ্য; কিছু ক্যাবল এবং উপগ্রহ কোম্পানি এটিকে স্প্যানিশ ফিডে থেকে পৃথক চ্যানেল হিসেবে করার জন্য অফার দেন।

২০১৩ সালের আগস্ট এর হিসাব অনুয়ায়ী, কার্টুন নেটওয়ার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৯৮,৬৭১,০০০ পরিবারের টেলিভিশন (টেলিভিশনের সঙ্গে পরিবারের ৮৬.৪%) দেখে থাকেন।[]

নির্বাচিত নিবন্ধ

বেন ১০ ([Ben 10 বেন্‌ টেন্‌‌] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য)) একটি মার্কিন অ্যানিমেশন বা কার্টুন টিভি ধারাবাহিক যার মূল চরিত্র বেন টেনিসন নামের এক কিশোর। বেন অমনিট্রিক্স নামের এক বিশেষ হাতবন্ধনী কুড়িয়ে পায়, যেটির মাধ্যমে বেন ১০ ধরনের ভিনগ্রহের জীবে রূপান্তরিত হতে পারে। বেন তার এই শক্তি কাজে লাগিয়ে ভিনগ্রহের জীব ও অন্যান্য বিভিন্ন অপরাধীর সাথে লড়াই করে।[][]

সম্পর্কিত উইকিমিডিয়া

  1. "Adult Swim/CN Split Cements Strategy"ICv2। GCO। মার্চ ৩, ২০০৫। সংগ্রহের তারিখ ২০১২-১১-৩০ 
  2. Seidman, Robert (আগস্ট ২৩, ২০১৩)। "List of How Many Homes Each Cable Networks Is In - Cable Network Coverage Estimates As Of August 2013"TV by the Numbers। Zap2it। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৬, ২০১৩ 
  3. 5th Ben 10 Series
  4. Confirmation of 5th Ben 10 Series by Official Twitter Page of CN PR