পেরে লোপেজ আগ্রাস
অবয়ব
পেরে লোপেজ আগ্রাস | |
---|---|
অ্যান্ডোরার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী | |
কাজের মেয়াদ ২৮ এপ্রিল ২০১১ – ১২ মে ২০১১ | |
পূর্বসূরী | জাউমে বার্তুমিউ |
উত্তরসূরী | অ্যান্টোনি মার্টি |
অর্থনীতি ও অর্থ মন্ত্রী | |
কাজের মেয়াদ ৮ জুন ২০০৯ – ২৮ এপ্রিল ২০১১ | |
প্রধানমন্ত্রী | জাউমে বার্তুমিউ |
পূর্বসূরী | জোয়েল ফন্ট কোমা অর্থনীতি মন্ত্রী হিসেবে |
উত্তরসূরী | জর্ডি সিনকা মাতেওস |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | অ্যান্ডোরা লা ভেলা, অ্যান্ডোরা | ১৩ অক্টোবর ১৯৭১
রাজনৈতিক দল | সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি |
প্রাক্তন শিক্ষার্থী | বার্সেলোনা বিশ্ববিদ্যালয় |
পেরে লোপেজ আগ্রাস (জন্ম ১৩ অক্টোবর ১৯৭১) [১] একজন অ্যান্ডোরীয় রাজনীতিবিদ এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সদস্য। তিনি ২৮ এপ্রিল, ২০১১ থেকে ১২ মে, ২০১১ পর্যন্ত অ্যান্ডোরার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। [২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Pedro Lopez Agras - Consell General Principat d'Andorra (কাতালান ভাষায়)
- ↑ "Countries An-Az"।
রাজনৈতিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী জাউমে বার্তুমিউ |
অ্যান্ডোরার প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত ২০১১ |
উত্তরসূরী আন্তোনি মার্টি |