বিষয়বস্তুতে চলুন

পাড়া (স্থাননাম)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পাড়া একটি বাংলা শব্দ যা দ্বারা সাধারনত দৃঢ় বোধ চিহ্নিত গ্রামীণ অঞ্চলের মধ্যে একটি ভৌগোলিক স্থানীয় সম্প্রদায়কে বোঝায়। একটি বড় শহর বা শহরতলির বা মৌজার একটি ছোট অংশকে ভৌগোলিকভাবে বোঝাতে এটি ব্যবহৃত হয়। পাড়া জনবসতির ক্ষুদ্রতম একক, যা গ্রামের চেয়ে ছোট। এক বা একাধিক পাড়া নিয়ে গ্রাম গঠিত হতে পারে। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরার শহর ও গ্রামে কয়েকটি অঞ্চলের নাম প্রত্যয় অনুচ্ছেদে শেষে এটি ব্যবহৃত হয়েছে (বালাপাড়া, নোয়াপাড়া)। ঐতিহাসিকভাবে, পাড়াতে প্রায়শই একই রকম জীবিকা নির্বাহের লোক বসবাস করে। উদাহরণস্বরুপ, কামার পাড়া যেখানকার অধিকাংশ বা সকল মানুষেরা কামারের কাজ করে জীবিকা নির্বাহ করে। আবার কিছু পাড়া বর্ণ ভিত্তিক ছিল; উদাহরণস্বরূপ, বামুনপাড়া মানে এমন একটি পাড়া যেখানে ব্রাহ্মণরা বাস করে। তবে ভারতে বর্ণ-ভিত্তিক বিভাজন হ্রাসের সাথে সাথে পাড়ার এ রূপটি তার তাত্পর্য অনেকটা হারাতে বসেছে। আবার কিছু পাড়া ছিল বংশ ভিত্তিক; উদাহরণস্বরুপ, সরকার পাড়া বা চৌধুরী পাড়া যেখানে সরকার বা চৌধুরী বংশের লোকেরা বসবাস করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]