পাঙ্গানুর গরু
পাঙ্গানুর বেটে গরু ভারতের অন্ধ্র প্রদেশেরের চিতর জেলার গরুর জাত বিশেষ। পাঙ্গানুর গরু পৃথিবীর সবচেয়ে ছোট জাতের গরু। [তথ্যসূত্র প্রয়োজন] এ জাতের গুরু দুধে স্নেহের পরিমান খুব বেশি। অন্যজাতের গরুর দুধে যেখানে ৩ থেকে ৩.৫ শতাংশ স্নেহ পদার্থ থাকে, সেখানে এই জাতের গুরুর দুধে ৮ শতাংশেরও বেশি থাকে। [১]
বর্ণনা
[সম্পাদনা]জাতটির উৎস স্থান পাঙ্গানুর এর নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। এলাকাটি ভারতের দাক্ষিনাত্যের চিতর জেলায় অবস্থিত। পশুগুলো সাদা এবং ধূসর রং এর হয়ে থাকে। এদরে কপাল খুব চওড়া ও শিংখুব ছোট আকৃতির হয়। গড় উচ্চতা ৭০ তেকে ৯০ সেঃমিঃ আর ওজন ১১৫ পাউন্ডের মতো হয়ে থাকে। [২]পাঙ্গানুর গাভী দৈনিক গড়ে ৩ তেকে ৫ কেজি দুধ দেয়। এ জাতের গরু অত্যন্ত কষ্ট সহিষ্ণু। অত্যন্ত খড়ার মধ্যে এরা বাঁচতে পারে।[তথ্যসূত্র প্রয়োজন]
প্রায় বিলুপ্ত
[সম্পাদনা]পাঙ্গানুর গরুর জাতটি প্রায় বিলুপ্তির পথে। সর্ব সাকুল্যে ৬০ টি গরু বর্তমানে জীবিত আছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Chandrashekhar, B. (১৮ নভেম্বর ২০১১)। "Punganur cow a craze among the rich"। The Hindu। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১১।
- ↑ https://www.youtube.com/watch?v=S2el5WuiIbQ