নিশিপদ্ম (চলচ্চিত্র)
অবয়ব
নিশিপদ্ম | |
---|---|
পরিচালক | অরবিন্দ মুখোপাধ্যায় |
চিত্রনাট্যকার | অরবিন্দ মুখোপাধ্যায় |
উৎস | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কর্তৃক হিংয়ের কচুরি |
শ্রেষ্ঠাংশে | উত্তম কুমার সাবিত্রী চট্টোপাধ্যায় |
সুরকার | নচিকেতা ঘোষ |
প্রযোজনা কোম্পানি | চিরন্তন চিত্র |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
নিশিপদ্ম ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র। এই চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায় ও উত্তম কুমার।[১] অরবিন্দ মুখোপাধ্যায় ছবিটি পরিচালনা করেন।[২] ছবিটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত হিংয়ের কচুরি ছোট গল্প অবলম্বনে তৈরি করা হয়।[৩]
ছবিটি ভারতের ১৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে দুইটি পুরস্কার জেতে। মান্না দে যা খুশি ওরা বলে গানের জন্য সেরা প্লেব্যাক গায়ক এবং সন্ধ্যা মুখোপাধ্যায় ওরে সকল সোনা মলিন হল গানের জন্য সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে পুরস্কার জেতেন।
ছবিটিকে পরবর্তীতে ১৯৭২ সালে অমর প্রেম হিন্দিতে পুনর্নিমাণ করা হয়। এতে শক্তি সামন্তের পরিচালনায় মূল চরিত্রে অভিনয় করেন শর্মিলা ঠাকুর ও রাজেশ খান্না।[৪]
কাহিনী
[সম্পাদনা]শ্রেষ্ঠাংশে
[সম্পাদনা]- উত্তম কুমার - আনন্দ
- সাবিত্রী চট্টোপাধ্যায় - পুষ্পা
- অনুপ কুমার
- মাস্টার মলয়
- আশা দেবী
- রাজলক্ষ্মী দেবী
- গীতা দে
- গঙ্গাপদ বসু
- প্রেমাংশু বোস
- নৃপতি চট্টোপাধ্যায়
- জহর রায় - নটবর
সাউন্ডট্রাক
[সম্পাদনা]সকল গানের সুরকার নচিকেতা ঘোষ।
গান | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | শিল্পী | দৈর্ঘ্য |
১. | "না না না আজ রাতে আর" | মান্না দে | ৩:২৯ |
২. | "রাজার পঙ্খি উড়িয়া গেলে" | শ্যামল মিত্র | ৩:১৪ |
৩. | "যা খুশি ওরা বলে বলুক" | মান্না দে | ৩:০৯ |
৪. | "সকল সোনা মলিন হল" | সন্ধ্যা মুখোপাধ্যায় | ৩:০৫ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Nishi Padma"। Cinemaazi (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৬।
- ↑ "Nishi Padma Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes"।
- ↑ "Nishi Padma"। TVGuide.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৬।
- ↑ "It's All About Love"। Indian Express। ২৬ মে ২০১২। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৩।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে নিশিপদ্ম (ইংরেজি)