দ্য স্নোস অব কিলিমাঞ্জারো (ছোটগল্প)
অবয়ব
"দ্য স্নোস অব কিলিমাঞ্জারো" (ইংরেজি: The Snows of Kilimanjaro, অনুবাদ 'কিলিমাঞ্জারোর তুষার') হল আর্নেস্ট হেমিংওয়ে রচিত ছোটগল্প। এতি ১৯৩৬ সালে এস্কোয়ার ম্যাগাজিনে প্রকাশিত হয়।[১] পরে এটি ১৯৩৮ সালে দ্য ফিফথ কলাম অ্যান্ড দ্য ফার্স্ট ফোর্টি-নাইন স্টোরিজ ও ১৯৬১ সালে দ্য স্নোস অব কিলিমাঞ্জারো অ্যান্ড আদার স্টোরিজ ছোটগল্প সংকলনে পুনঃপ্রকাশিত হয় এবং দ্য কমপ্লিট শর্ট স্টোরিজ অব আর্নেস্ট হেমিংওয়ে: দ্য ফিন্সা ভিগিয়া সংস্করণ (১৯৮৭)-এ অন্তর্ভুক্ত করা হয়।
গল্প সংক্ষেপ
[সম্পাদনা]উপযোগকরণ
[সম্পাদনা]এই ছোটগল্পটি ১৯৫২ সালে দ্য স্নোস অব কিলিমাঞ্জারো চলচ্চিত্রে গৃহীত হয়। হেনরি কিং পরিচালিত চলচ্চিত্রটিতে হ্যারি চরিত্রে গ্রেগরি পেক, হেলেন চরিত্রে সুজান হেওয়ার্ড, ও সিনথিয়া গ্রিন চরিত্রে আভা গার্ডনার অভিনয় করেন। চলচ্চিত্রটির সমাপ্তিতে এই গল্পের সমাপ্তির সাথে মিল ছিল না।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ হেমিংওয়ে, আর্নেস্ট (১ অক্টোবর ১৯৭৩)। "The Snows of Kilimanjaro"। এস্কোয়ার ক্লাসিক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৯।
- ↑ "The Snows of Kilimanjaro (1952) - Notes"। টার্নার ক্লাসিক মুভিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৯।