দৈনিক যুগশঙ্খ
ধরন | দৈনিক |
---|---|
প্রতিষ্ঠাতা | বার্তা ভগীরথ বৈদ্যনাথ নাথ |
প্রধান সম্পাদক | বিজয়কৃষ্ণ নাথ |
সম্পাদক | বিকাশ সরকার |
ভাষা | বাংলা |
সদর দপ্তর | শিলচর, অসম |
ওয়েবসাইট | www.jugasankha.in |
'দৈনিক যুগশঙ্খ' একটি বাংলা দৈনিক পত্রিকা। কলকাতা ছাড়াও গুয়াহাটি, শিলচর, শিলিগুড়ি এবং বর্ধমান থেকে প্রকাশিত হয়। প্রতিদিন প্রায় ১,৫০,০০০ কপি প্রকাশিত হয় দৈনিক যুগশঙ্খ। এটি অসমের শীর্ষস্থানীয় ৫টি সংবাদপত্রের মধ্যে একটি।[১]
ইতিহাস
[সম্পাদনা]দৈনিক যুগশঙ্খের প্রতিষ্ঠাতা বার্তা ভগীরথ বৈদ্যনাথ নাথ ১৯৫০ সালে এটি শিলচর থেকে প্রথম প্রকাশ করেন ।
পরে ২০০০ সালে গুয়াহাটি থেকে এর প্রকাশনা শুরু হয়। ২০১৫ সালের মাঝামাঝি সময়ে কলকাতা সংস্করণ শুরু হয়। ২০১৯ সাল থেকে শিলিগুড়ি এবং বর্ধমান সংস্করণ ২টির প্রকাশনা শুরু হয়। [২]
পরিচালনা পর্ষদ
[সম্পাদনা]বর্তমান সম্পাদনামণ্ডলী
[সম্পাদনা]- বিজয়কৃষ্ণ নাথ, দৈনিক যুগশঙ্খ গ্রুপের চেয়ারম্যান ও প্রধান সম্পাদক [৩]
- বিকাশ সরকার, সম্পাদক
সাবেক সম্পাদক
[সম্পাদনা]- বৈদ্যনাথ নাথ, দৈনিক যুগশঙ্খর প্রথম সম্পাদক [২]
- অতীন দাস, সাবেক সম্পাদক। [৪]
- শান্তনু ঘোষ, সাবেক সম্পাদক
- অরিজিৎ আদিত্য, সাবেক সম্পাদক
- চিন্ময় কুমার দাস, কলকাতা সম্পাদক
সাহিত্য পুরস্কার
[সম্পাদনা]দৈনিক যুগশঙ্খ গ্রুপ বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য বার্ষিক পুরস্কার দিয়ে অনেক প্রশংসা কুড়িয়েছে। ২০১৩ সালে সাংবাদিকতায় অবদানের জন্যও পুরস্কার দেওয়া শুরু করে এই পত্রিকাগোষ্ঠী। [৪]
- ২০০৯ সাহিত্য পুরস্কার: গণেশ দে, বিশিষ্ট রম্য লেখক
- ২০১০ সাহিত্য পুরস্কার: বিকাশ সরকার, সাংবাদিক ও কথাশিল্পী [৫]
- ২০১১ সাহিত্য পুরস্কার: তপোধীর ভট্টাচার্য, আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, শিলচর
- ২০১২ সাহিত্য পুরস্কার: উষারঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ [৬][৭]
- ২০১৩ সাহিত্য পুরস্কার: অতীন দাস, কবি এবং দৈনিক যুগশঙ্খর সাবেক সম্পাদক [৪]
- ২০১৪ সাহিত্য পুরস্কার: স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্য, কবি
- ২০১৫ সাহিত্য পুরস্কার: অনিমা গুহ, বিশিষ্ট প্রাবন্ধিক
- ২০১৬ সাহিত্য পুরস্কার: পবিত্র সরকার, প্রখ্যাত ভাষাতাত্ত্বিক ও প্রাবন্ধিক
- ২০১৭ সাহিত্য পুরস্কার: অমর মিত্র, বিশিষ্ট গল্পকার ও ঔপন্যাসিক
- ২০১৮ সাহিত্য পুরস্কার: বীথি চট্টোপাধ্যায়, বিশিষ্ট কবি
- ২০১৯ সাহিত্য পুরস্কার: হিমাশিস ভট্টাচার্য, বিশিষ্ট গল্পকার
- ২০২১ সাহিত্য পুরস্কার: অতীন দাস, কবি এবং দৈনিক যুগশঙ্খর সাবেক সম্পাদক [৪]
অন্যান্য কার্যকলাপ
[সম্পাদনা]দৈনিক যুগশঙ্খ প্রতি বছর ক্রীড়া কার্যক্রমও আয়োজন ও পরিচালনা করে থাকে। যুগশঙ্খ ফুটবল টুর্নামেন্ট ২০০৫ সালে শুরু হয় এবং বার্তা ভগীরথ বৈদ্যনাথ নাথ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট ২০০০সালে শুরু দুটি আন্তঃ-বিদ্যালয় টুর্নামেন্ট যা ডিএসএ, শিলচর পরিচালনা করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "IRS Q2 2011: Top 10 dailies in Assam"। www.bestmediaifo.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৫।
- ↑ ক খ "Baidyanath Nath's statue inaugurated"। Assam Tribune (India)। ২০১৩-০৩-২১। ২০১৬-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-০২।
- ↑ "Bengali literary, cultural meet concludes"। Assam Tribune (India)। ২০১৩-০৩-২১। ২০১৬-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-০২।
- ↑ ক খ গ ঘ "Journalists awarded"। Sentinel Assam। ২০১৩-০৩-২৪। ২০১৩-০৩-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-০২।
- ↑ "Jugasankha Literary Award to Bikash Sarkar"। Assam Tribune (India)। ২০১০-০৩-২৪। ২০১২-০৬-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-০২।
- ↑ "Usharanjan Bhattacharjee to receive Jugasankha Award"। Assam Tribune (India)। ২০১২-০৩-১৭। ২০১৬-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-০২।
- ↑ "Jugasankha Award presented"। Assam Tribune (India)। ২০১২-০৩-২৩। ২০১৬-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-০২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দৈনিক যুগশঙ্খ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ জুন ২০১৯ তারিখে