দেশপ্রেম
দেশপ্রেম (ইংরেজি: Patriotism) বলতে সাধারণত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একটি দেশ, জাতি বা রাজনৈতিক সম্প্রদায়ের প্রতি গভীর ভালোবাসা, সম্মান ও আনুগত্যকে বোঝায়।[১] দেশপ্রেমিক ব্যক্তি তার দেশের সার্বভৌমত্ব, ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় সত্তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে এবং দেশের উন্নয়ন, স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে। দেশপ্রেমের ধারণাটি একটি জাতীয় পরিচয়ের সাথে নিবিড়ভাবে যুক্ত, যা জনগণকে একটি অভিন্ন লক্ষ্যের দিকে পরিচালিত করে।[২][৩]
ইতিহাস
[সম্পাদনা]প্রাচীন কাল
[সম্পাদনা]প্রাচীন কালে দেশপ্রেমের ধারণা ছিল সভ্যতা ও ধর্মীয় বিশ্বাসকেন্দ্রীক। তখন দেশপ্রেমের ধারণা গড়ে উঠত মূলত স্থানীয় জনগোষ্ঠী, রাজা বা শাসকের প্রতি আনুগত্য ও নিরাপত্তা রক্ষার প্রবণতা থেকে।[৪] প্রাচীন গ্রিক সভ্যতায় দেশপ্রেমের ধারণা গড়ে ওঠে নগররাষ্ট্রকে (পলিস) কেন্দ্র করে। গ্রীসের বিভিন্ন শহর-রাষ্ট্র ছিল স্বতন্ত্র রাজ্য এবং প্রত্যেকটি শহর-রাষ্ট্রের প্রতি বাসিন্দাদের গভীর আনুগত্য ছিল। গ্রীকদের মধ্যে "সিটিজেনশিপ" বা নাগরিক অধিকার ও দায়িত্বের ধারণা গড়ে উঠেছিল, যা মানুষকে তাদের নগররাষ্ট্রের প্রতি গভীরভাবে নিবেদিত করেছিল।[৫] প্লেটো ও এরিস্টটল তাদের রচনায় দেশপ্রেমের ওপর গুরুত্বারোপ করেছিলেন।[৬] তবে এতে মূলত রাজা, শাসক এবং আইন মেনে চলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছিল। রোমান সাম্রাজ্যে দেশপ্রেমে সাম্রাজ্যবাদীতার প্রভাব ছিল। সেখানে মূখ্য ভূমিকায় রোমের প্রতি আনুগত্য। রোমানদের মধ্যে দেশপ্রেমিক বলতে সাধারণত এমন মানুষদের বোঝানো হতো, যারা সাম্রাজ্যের প্রয়োজনে যুদ্ধে অংশগ্রহণ করত ও আইনের প্রতি অনুগত থাকত।[৭][৮] চীন সাম্রাজ্য, মিশরীয় সভ্যতা ও প্রাচীন পারস্যে দেশপ্রেমের ধারণা মূলত শাসকদের প্রতি আনুগত্যের সাথেই সম্পৃক্ত ছিল এবং অনেকক্ষেত্রে সেখানে ধর্মীয় বিশ্বাসও প্রাধান্য পেয়েছিল।[৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Patriotism | Nationalism, Social Identity & Loyalty | Britannica"। www.britannica.com (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৮-১৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৬।
- ↑ Anderson, Benedict (১৯৮৩)। Imagined Communities: Reflections on the Origin and Spread of Nationalism। Verso। আইএসবিএন 978-1844670864।
- ↑ Smith, Anthony D. (১৯৯৮)। Nationalism and Modernism। Routledge। আইএসবিএন 978-0415063418।
- ↑ Ureta, José Antonio (২০১৯-১২-০৬)। "The Rise and Fall of Patriotism in Ancient Times"। The American TFP (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২০।
- ↑ Crowley, Jason (২০২০)। Sardoč, Mitja, সম্পাদক। Patriotism in Ancient Greece (ইংরেজি ভাষায়)। Cham: Springer International Publishing। পৃষ্ঠা 29–46। আইএসবিএন 978-3-319-54484-7।
- ↑ Mangena, Fainos (২০১০)। "Aristotle, Patriotism and Reason: Reflections on MacIntyre's Question – Is Patriotism a Virtue?"। Sabinet African Journals। line feed character in
|শিরোনাম=
at position 35 (সাহায্য) - ↑ Sivonen, Jaakko (২০২০-১২-০৫)। Patriotism in an Absolute Monarchy: Fatherland, Citizenship and the Enlightenment in Prussia, 1756–1806। Helsinki: University of Helsinki। আইএসবিএন 978-951-51-6753-8।
- ↑ Halapsis, Alex V. (২০১৭)। "Roman Patriotism and Christian Religion"। Socio-Political Processes। 6 (2-3): 251–267।
- ↑ Nyirkos, Tamás (জানুয়ারি ২০২৩)। "Patriotism as a Political Religion: Its History, Its Ambiguities, and the Case of Hungary"। Religions (ইংরেজি ভাষায়)। 14 (1): 116। আইএসএসএন 2077-1444। ডিওআই:10.3390/rel14010116।