বিষয়বস্তুতে চলুন

তাইসে মিয়াশিরো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তাইসে মিয়াশিরো
ব্যক্তিগত তথ্য
জন্ম (2000-05-26) ২৬ মে ২০০০ (বয়স ২৪)
জন্ম স্থান টোকিও, জাপান
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
সাগান তোসু
(কাওয়াসাকি ফ্রোন্তালে হতে ধারে)
জার্সি নম্বর ১১
যুব পর্যায়
শিবুয়া তোবু জুনিয়র
0000–২০১৯ কাওয়াসাকি ফ্রোন্তালে
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৯– কাওয়াসাকি ফ্রোন্তালে ১৬ (১)
২০১৯রেনোফা ইয়ামাগুচি (ধার) ১৯ (২)
২০২১তোকুশিমা ভোর্তিস (ধার) ৩২ (৭)
২০২২–সাগান তোসু (ধার) ১১ (৩)
জাতীয় দল
২০১৫ জাপান অনূর্ধ্ব-১৫ (২)
২০১৭ জাপান অনূর্ধ্ব-১৭ (৫)
২০১৮ জাপান অনূর্ধ্ব-১৮ (০)
২০১৮ জাপান অনূর্ধ্ব-১৯ (৪)
২০১৯ জাপান অনূর্ধ্ব-২০ (২)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৩:৪৯, ১ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭:২০, ২৯ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

তাইসে মিয়াশিরো (জাপানি: 宮代 大聖, ইংরেজি: Taisei Miyashiro; জন্ম: ২৬ মে ২০০০) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়[] তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব সাগান তোসুর হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][] তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৫ সালে, মিয়াশিরো জাপান অনূর্ধ্ব-১৫ দলের হয়ে জাপানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

তাইসে মিয়াশিরো ২০০০ সালের ২৬শে মে তারিখে জাপানের টোকিওতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

মিয়াশিরো জাপান অনূর্ধ্ব-১৫, জাপান অনূর্ধ্ব-১৭, জাপান অনূর্ধ্ব-১৮, জাপান অনূর্ধ্ব-১৯ এবং জাপান অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে জাপানের প্রতিনিধিত্ব করেছেন। জাপানের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৫ বছরে ২৪ ম্যাচে অংশগ্রহণ করে ১৩টি গোল করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "FIFA U-20 World Cup Poland 2019: List of Players: Japan" (পিডিএফ)। FIFA। ১৩ জুন ২০১৯। পৃষ্ঠা 7। ৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "トップチーム選手 – サガン鳥栖 [公式] オフィシャルサイト" [খেলোয়াড় – সাগান তোসু]। sagan-tosu.net (জাপানি ভাষায়)। তোসু, সাগা প্রশাসনিক অঞ্চল, জাপান: সাগান তোসু। ৩ মে ২০২২। ৩ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২২ 
  3. "Sagan Tosu – J.LEAGUE" [সাগান তোসু – জে. লিগ]। jleague.co (ইংরেজি ভাষায়)। জাপান: জে লিগ। ৩ মে ২০২২। ৩ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]