বিষয়বস্তুতে চলুন

ডেভিড ক্রোনেনবার্গ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডেভিড ক্রোনেনবার্গ
২০১২ সালে ক্রোনেনবার্গ
জন্ম
ডেভিড পল ক্রোনেনবার্গ

(1943-03-15) মার্চ ১৫, ১৯৪৩ (বয়স ৮১)
অন্যান্য নামডেইভ ডিপ্রেইভ
পেশাচলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা ও চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৬৬ - বর্তমান
দাম্পত্য সঙ্গী
  • মার্গারেট হিন্ডসন
    (বি. ১৯৭২; বিচ্ছেদ. ১৯৭৯)
  • ক্যারোলিন জেইফম্যান
    (বি. ১৯৭৯; মৃ. ২০১৭)
সন্তান

ডেভিড পল ক্রোনেনবার্গ (জন্ম: ১৫ই মার্চ, ১৯৪৩) কানাডীয় চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা। বিশ্ব চলচ্চিত্র বর্তমানে "বডি হরর" বা "ভেনারিয়াল হরর" নামে যে নতুন ধরন বিকশিত হয়েছে তিনি তার অন্যতম প্রধান সংগঠক। মানব দেহের বিভিন্ন রূপান্তর ও ইনফেকশনের মাধ্যমে যে ভীতির সৃষ্টি হয় তাকে কেন্দ্র করে তিনি এক অনন্য নির্মাণ স্টাইলের সৃষ্টি করেছেন। তার ছবিতে মনস্তাত্ত্বিক বিষয়গুলো ক্ষণেই ক্ষণেই দৈহিক রূপ ধারণ করে। চলচ্চিত্র জীবনের প্রথম দিকে কেবল হরর বা বিজ্ঞান কল্পকাহিনীমূলক ছবির মাধ্যমেই এই স্টাইল ফুটিয়ে তুলতেন। পরবর্তীকালে অবশ্য বিভিন্ন ধরনের ছবি নির্মাণে মনোনিবেশ করেছেন।

পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসমূহ

[সম্পাদনা]
  • স্টেরিও (১৯৬৯)
  • ক্রাইমস অফ দ্য ফিউচার (১৯৭০)
  • শিভার্স (১৯৭৫)
  • র‍্যাবিড (১৯৭৭)
  • ফাস্ট কোম্পানি (১৯৭৯)
  • দ্য ব্রুড (১৯৭৯)
  • স্ক্যানার্স (১৯৮১)
  • ভিডিওড্রম (১৯৮৩)
  • দ্য ডেড জোন (১৯৮৩)
  • দ্য ফ্লাই (১৯৮৬)
  • ডেড রিংগার্স (১৯৮৮)
  • ন্যাকেড লাঞ্চ (১৯৯১)
  • এম. বাটারফ্লাই (১৯৯৩)
  • ক্র‍্যাশ (১৯৯৬)
  • এক্সিস্টেনজ (১৯৯৯)
  • স্পাইডার (২০০২)
  • এ হিস্ট্রি অফ ভায়োলেন্স (২০০৫)
  • ইস্টার্ন প্রমিজেস (২০০৭)
  • এ ডেঞ্জারাস মেথোড (২০১১)
  • কসমোপলিস (২০১২)
  • ম্যাপস অফ দ্য স্টার্স (২০১৪)
  • ক্রাইমস অফ দ্য ফিউচার (২০২২)

বহিঃসংযোগ

[সম্পাদনা]