ডায়ান ভেনোরা
অবয়ব
ডায়ান ভেনোরা | |
---|---|
Diane Venora | |
জন্ম | ইস্ট হার্টফোর্ড, কানেটিকাট, মার্কিন যুক্তরাষ্ট্র | ১০ আগস্ট ১৯৫২
জাতীয়তা | মার্কিন |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৮১-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | আন্দজেই বার্তকভিয়াক (বি. ১৯৮০; বিচ্ছেদ. ১৯৮৯) |
ডায়ান ভেনোরা (ইংরেজি: Diane Venora; জন্ম: ১০ আগস্ট ১৯৫২)[১] হলেন একজন মার্কিন অভিনেত্রী।
১৯৭৭ সালে জুলিয়ার্ড স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর ১৯৮১ সালে আলবার্ট ফিনির বিপরীতে উলফেন দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি ক্লিন্ট ইস্টউড পরিচালিত বার্ড (১৯৮৮) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল পুরস্কার অর্জন করেন এবং গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[২] তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল দ্য কটন ক্লাব (১৯৮৪), হিট (১৯৯৫), রোমিও + জুলিয়েট (১৯৯৬), দ্য জ্যাকেল (১৯৯৭), দি ইনসাইডার (১৯৯৯) ও হ্যামলেট (২০০০)।
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]পুরস্কার | বছর | পুরস্কারের বিভাগ | মনোনীত চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
গোল্ডেন গ্লোব পুরস্কার | ১৯৮৮ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | বার্ড | মনোনীত | [৩] |
নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল পুরস্কার | ১৯৮৮ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | বার্ড | বিজয়ী | |
লস অ্যাঞ্জেলেস ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন পুরস্কার | ১৯৮৮ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | বার্ড | মনোনীত | |
শিকাগো ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন পুরস্কার | ১৯৯৬ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | হিট | মনোনীত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Diane Venora Biography (1952-)"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৮।
- ↑ "Diane Venora"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৮।
- ↑ "Winners & Nominees Best Performance by an Actress in a Supporting Role in any Motion Picture - 1989"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। ১২ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ডায়ান ভেনোরা সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- অলমুভিতে ডায়ান ভেনোরা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ডায়ান ভেনোরা (ইংরেজি)
- রটেন টম্যাটোসে ডায়ান ভেনোরা (ইংরেজি)