ট্যাজ
অবয়ব
তাসমানিয়ান ডেভিল (ট্যাজ) | |
---|---|
প্রথম উপস্থিতি | ডেভিল মে হেয়ার (১৯৫৪) |
স্রষ্টা | রবার্ট ম্যাককিমসন |
কণ্ঠ প্রদান | মেল বল্যাংক (১৯৫৪-১৯৮৩) নোয়েল বল্যাংক (টিনি টুন অ্যাডভেঞ্চারস, শুধুমাত্র ১ পর্বে) জিম কামিংস (১৯৯১-বর্তমান এবং অ্যানিম্যানিয়াকসের ২ পর্বে) ডি ব্র্যাডলি বেকার (স্পেস জ্যাম) ব্রেন্ডান ফ্রেজার (লুনি টুনস: ব্যাক ইন অ্যাকশন) জেফ বার্গম্যান (টিনি টুন অ্যাডভেঞ্চারস) ইয়ান জেমস কর্লেট (বেবি লুনি টুনস) মাউরিস লামার্খে (টিনি টুন অ্যাডভেঞ্চারস, শুধুমাত্র ১ পর্বে) গ্রেগ বারসন (টিনি টুন অ্যাডভেঞ্চারস, শুধুমাত্র ১ পর্বে) |
প্রজাতি | তাসমানিয়ান ডেভিল |
লিঙ্গ | পুরুষ |
আত্মীয় | হুগ তাসমানিয়ান ডেভিল (পিতা) জিয়ান তাসমানিয়ান ডেভিল (মাতা) মলি তাসমানিয়ান ডেভিল (বোন) জেক তাসমানিয়ান ডেভিল (ভাই) ড্রিউ তাসমানিয়ান ডেভিল (চাচা) তাসমানিয়ান শী-ডেভিল (স্ত্রী) ডিজি-ডেভিল (চাচাতো ভাই) স্ল্যাম তাসমানিয়ান (অধোক্রমে) |
জাতীয়তা | তাসমানীয় |
তাসমানিয়ান ডেভিল বা সংক্ষেপে ট্যাজ (ইংরেজি: Tasmanian Devil (Taz)) হল লুনি টুনস ও মেরি মেলোডি সিরিজের এক কার্টুন চরিত্র। রবার্ট ম্যাককিমসনের সৃষ্ট প্রথম আবির্ভাব ডেভিল মে হেয়ার নামের কার্টুনের মাধ্যমে, ১৯ জুন ১৯৫৪ সালে। এটি অস্ট্রেলিয়ার একটি জীব যা প্রচন্ড জোরে অনেকটা টর্নেডোর মত চলাচল করে, প্রায় সব কিছুই এর খাদ্য এবং খাবার অনুসন্ধান তার অন্যতম কাজ। এর কন্ঠ দিয়েছেন মেল বল্যাংক।
১৯৯১ সালে ট্যাজ-ম্যানিয়া নামক কার্টুনে ট্যাজ প্রধান চরিত্রে অবতীর্ণ হয়।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Trusdell, Brian (মে ২৮, ১৯৯৫)। "Focus : Warner's Toon Factory for the '90s"। The Los Angeles Times। USA। সংগ্রহের তারিখ ১০ মে ২০১১।