বিষয়বস্তুতে চলুন

জ্যাক এফ্রন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জ্যাক এফ্রন
জন্ম
জাকারি ডাভিড অ্যালেক্সান্দার এফ্রন

(1989-10-24) ২৪ অক্টোবর ১৯৮৯ (বয়স ৩৫)
ক্যালিফোর্নিয়া, আমেরিকা
পেশাঅভিনেতা, গায়ক
কর্মজীবন২০০৪–বর্তমান

জাকারি ডাভিড অ্যালেক্সান্দার "জ্যাক" এফ্রন (ইংরেজি: Zachary David Alexander "Zac" Efron)(জন্ম: ১৮ই অক্টোবর, ১৯৮৭)[] হচ্ছেন একজন আমেরিকান অভিনেতা এবং গায়ক। ২০০০ সালের দিকে তিনি পেশাগতভাবে অভিনয় শুরু করেন এবং ডিজনি চ্যানেল অরিজিনাল মুভি হাঁই স্কুল মিউজিক্যাল চলচ্চিত্রে প্রধান ভুমিকায় অভিনয় করেন। এ ছারা তিনি ১৭ এগাইন, মি অ্যান্ড অরসন ওয়েলস, চার্লি সেন্ট ক্লউদ, নিউ ইয়ারস ইভ এবং দ্যা লাকি অন চলচ্চিত্রে অভিনয় করেছেন।

২০০৭ সালের দিকে রোলিং স্টোন জাককে "পোষ্টার বয় ফর টুইনিবুপারস" হিশাবে ঘোষণা দেন অ্যান্ড।[]

প্রাথমিক জীবন এবং শিক্ষা

[সম্পাদনা]

এফ্রন শান লুইস অবিসপো, ক্যালিফোর্নিয়া[] শহরে জন্ম গ্রহণ করেন এবং পরে তিনি এরয়ও গ্র্যান্ড, ক্যালিফোর্নিয়া শহরে চলে যান। আফ্রনের বাবা পাওয়ার স্টেশনের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন এবং তার মা, স্টারলা বাস্কেট, সেই পাওয়ার স্টেশনের সচিব ছিলেন। এফ্রনের একজন ছোট ভাই আছে, দাইলান। এফ্রনের অনুযায়ী তারা স্বাভাবিক জীবন কাটাতেন। তিনি একজন অজ্ঞাবাদী, এবং কখনই ধার্মিক ছিলেন না। এফ্রনের পদবি হচ্ছে "এফ্রন", এর মানে হচ্ছে লাক্র।

তথ্যসূত্র

[সম্পাদনা]

২০০২ সালে এফ্রন

  1. "Zac Efron Biography"TVGuide.com। সংগ্রহের তারিখ অক্টোবর ১৬, ২০১৩ 
  2. Strauss, Neil (August 23, 2007), Zac Efron – the new American hearthrob, The Rolling Stone, pg 43. Retrieved August 21, 2007.
  3. Katie Franks (২০০৯)। Zac Efron। The Rosen Publishing Group। আইএসবিএন 978-1-4042-4465-8। সংগ্রহের তারিখ মার্চ ১১, ২০১১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]