জুন জি হিয়ন
জুন জি হিয়ন | |
---|---|
জন্ম | ওয়াং জি হিয়ন ৩০ অক্টোবর ১৯৮১ |
অন্যান্য নাম | জিয়ান্না জুন [১] |
মাতৃশিক্ষায়তন | থোংগুক বিশ্ববিদ্যালয় (থিয়েটার ও চলচ্চিত্র) |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৯৭-বর্তমান |
প্রতিনিধি | কালচার ডিপোট |
দাম্পত্য সঙ্গী | ছোই জুন হিয়ক (বি. ২০১২) |
সন্তান | ২ ছেলে |
কোরীয় নাম | |
হাঙ্গুল | 전지현 |
হাঞ্জা | 全智賢 |
সংশোধিত রোমানীকরণ | Jeon Ji-hyeon (জন জি হিয়ন) |
ম্যাক্কিউন-রাইশাওয়া | Chŏn Chihyŏn (ছন জি হিয়ন) |
জন্মের নাম | |
হাঙ্গুল | 왕지현 |
হাঞ্জা | 王智賢 |
সংশোধিত রোমানীকরণ | Wang Ji-hyeon (ওয়াং জি হিয়ন) |
ম্যাক্কিউন-রাইশাওয়া | Wang Chihyŏn |
ওয়েবসাইট | www |
স্বাক্ষর | |
জুন জি হিয়ন (আসল নাম- ওয়াং জি হিয়ন, জন্ম-৩০ অক্টোবর, ১৯৮১), একজন দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী, যিনি জিয়ান্না জুন নামেও পরিচিত।তিনি কোরিয়ার সর্বকালের সবচেয়ে হিট কমেডি মুভির অন্যতম "মাই স্যাসি গার্ল" [কোরিয়ান টাইটেল-엽기적인 그녀-"অদ্ভুতুড়ে সেই মেয়েটি"] (২০০১) চলচ্চিত্রে অনামা 'মেয়েটির' ভূমিকায় অভিনয় করে খ্যাতির শীর্ষে আরোহণ করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ইল মারে (২০০০), "উইন্ডস্ট্রাক" (কোরিয়ান টাইটেল-내 여자친구를 소개합니다-"আমার বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দিই") (২০০৪),"ডেইজি" (২০০৬), হলিউড মুভি "ব্লাড-দ্যা লাস্ট ভ্যাম্পায়ার"(২০০৯),"দ্যা থিভস"(কোরিয়ান টাইটেল-도둑들-"চোরের দল") (২০১২), দ্যা বার্লিন ফাইল (২০১৩) এবং অ্যাসাসিনেশন(কোরিয়ান টাইটেল-암살-গুপ্তহত্যা)(২০১৫)
জুন জি হিয়ন তুমুল জনপ্রিয় টেলিভিশন সিরিজ "মাই লাভ ফ্রম দ্যা স্টার" (কোরীয় টাইটেল-별에서 온 그대- "তারা থেকে এলে তুমি") (২০১৩-১৪) এবং "দ্যা লিজেন্ড অফ দ্যা ব্লু সি" (কোরীয় টাইটেল-푸른 바다의 전설-"নীল সাগরের কিংবদন্তি") (২০১৬-১৭)-তে অভিনয়ের মধ্য দিয়েও টিভি ড্রামা জগতে নতুন তারকাখ্যাতি পান। চলচ্চিত্র ও টিভি ড্রামা জগতে তার এ অনবদ্য সাফল্য তাকে আন্তর্জাতিক অঙ্গনে একজন প্রথম সারির হালিয়ু তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]২০১২ সালের ১৩ এপ্রিল জুন জি হিয়ন সিউলের শিলা হোটেলে ব্যাংকার ছোই জুন হিয়কের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেলিব্রেটি, বন্ধুবান্ধব ও পরিবার-পরিজন মিলিয়ে ৬০০-র বেশি অতিথি তার বিয়েতে উপস্থিত ছিলেন। [২][৩][৪] ছোই হিয়ক বিশিষ্ট হানবোক ডিজাইনার লি ইয়ং-হি-র নাতি, ফ্যাশন ডিজাইনার লি জং-উ-র পুত্র এবং ব্যাংক অফ আমেরিকার উচ্চপদস্থ কর্মকর্তা। [৫][৬] জুন ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি প্রথম পুত্রসন্তানের জন্ম দেন। [৭] ২০১৮ সালের ২৬ জানুয়ারি, বাংলাদেশ সময় বিকেল ৩ টা নাগাদ তার দ্বিতীয় পুত্রসন্তান জন্ম নেয়।
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]সাল | ইংরেজি টাইটেল | কোরীয় টাইটেল | চরিত্রের নাম |
---|---|---|---|
১৯৯৯ | White Valentine (হোয়াইট ভ্যালেন্টাইন) | 화이트 발렌타인 ( হোয়াইট ভ্যালেন্টাইন) | জং মিন |
২০০০ | Il Mare (ইল মারে) | 시월애 (সিওর্যা) | ঊন জু |
২০০১ | My Sassy Girl (মাই স্যাসি গার্ল) | 엽기적인 그녀 (উদ্ভট সেই মেয়েটি) | অনামা মেয়ে |
২০০৩ | The Uninvited (দ্যা আনইনভাইটেড) | 4인용 식탁 (৪ জনের টেবিল) | জং ইয়ন |
২০০৪ | Windstruck ( উইন্ডস্ট্রাক) | 내 여자친구를 소개합니다 (আমার বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দিই) | ইয়ো কিয়ংজিন |
২০০৬ | Daisy( ডেইজি) | 데이지 (ডেইজি) | হিয়ে ইয়ং |
২০০৮ | A Man Who Was Superman ( এক যে ছিল সুপারম্যান) | 슈퍼맨이었던 사나이 (সুপারম্যান ছিল যে মানুষটি) | সোং সুজং |
২০০৯ | Blood: The Last Vampire (ব্লাডঃ দ্যা লাস্ট ভ্যাম্পায়ার) | 블러드 (ব্লাড) | সায়া ওতোনাশি |
২০১১ | Snow Flower and the Secret Fan ( স্নো ফ্লাওয়ার অ্যান্ড দ্যা সিক্রেট ফ্যান) | 설화와 비밀의 부채 ( সলহোয়া আর গোপন পাখা) | সোফিয়া/ স্নো ফ্লাওয়ার (সলহোয়া) |
২০১২ | The Thieves (দ্যা থিভস) | 도둑들 (চোরের দল) | ইয়েনিকল |
২০১৩ | The Berlin File (দ্যা বার্লিন ফাইল) | 베를린 (বার্লিন) | রিয়ন জং-হি |
২০১৫ | Assassination (অ্যাসাসিনেশন) | 암살(গুপ্তহত্যা) | আন ওক ইউন/ মিতসুকো |
টেলিভিশন
[সম্পাদনা]সাল | ড্রামা সিরিজের ইংরেজি নাম | ড্রামা সিরিজের কোরিয়ান নাম | চরিত্র |
---|---|---|---|
১৯৯৮ | Fascinate My Heart aka Steal My Heart (ফ্যাসিনেট মাই হার্ট) | 내 마음을 뺏어봐 (আমার মন কেড়ে নাও) | কাইয়ং |
১৯৯৯ | Happy Together | 해피 투게더 (হ্যাপি টুগেদার) | স-ইউন জু |
২০১৩-১৪ | My Love from the Star ( মাই লাভ ফ্রম দ্যা স্টার) | 별에서 온 그대 ( তারা থেকে এলে তুমি) | চেওন সং ঈ |
২০১৬-১৭ | The Legend of the Blue Sea (দ্যা লিজেন্ড অফ দ্যা ব্লু সি) | 푸른 바다의 전설 ( নীল সাগরের কিংবদন্তি) | সিমচং / সে হোয়া |
মিউজিক ভিডিও
[সম্পাদনা]সাল | গানের নাম | শিল্পী |
---|---|---|
১৯৯৭ | "Will You Understand (이해할께) (বুঝে কি নেবে)" | ছো গিউ মান |
১৯৯৯ | "The Beginning of Love (사랑의 시작) (ভালোবাসার সূচনা)" | লিওন লাই (চাইনিজ শিল্পী) |
2000 | "Hey Girl" (হেই গার্ল) | জাং হিয়ক (টি.জে. প্রজেক্ট) |
"Love of the Sun and the Moon (일월지애) (সূর্য আর চাঁদের অনুরাগ)" | ||
২০০২ | "Love Is Always Thirsty (사랑은 언제나 목마르다) (ভালোবাসা সবসময় তৃষ্ণার্ত)" | ইউমি |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ জিয়ান্না জুন এটি তার স্টেজে ব্যবহার করা নাম
- ↑ Cho, Chung-un (১৩ এপ্রিল ২০১২)। "Actress Jun Ji-hyun ties the knot"। The Korea Herald। ১১ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১২।
- ↑ "Today's Photo: April 14, 2012"। The Chosun Ilbo। ১৪ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১২।
- ↑ "Jeon Ji Hyun marries Choi Jun Hyuk in lavish ceremony"। Channel NewsAsia। ১৬ এপ্রিল ২০১২। ৭ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১২।
- ↑ Sunwoo, Carla (২৩ মার্চ ২০১২)। "Designer talks about actress granddaughter-in-law Jun Ji hyun"। Korea JoongAng Daily। ১০ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১২।
- ↑ Kwon, Mee-yoo (১৩ এপ্রিল ২০১২)। "Actress Jun ties knot with designer's grandson"। The Korea Times। ১৮ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১২।
- ↑ Kim, Hyang-min (১১ ফেব্রুয়ারি ২০১৬)। "Jun Ji-hyun gives birth to a boy"। Korea JoongAng Daily। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৬।