জাতীয় ক্রীড়া পরিষদ
পূর্বসূরী | পূর্ব পাকিস্তান ক্রীড়া ফেডারেশন |
---|---|
গঠিত | ৭ ফেব্রুয়ারি ১৯৭২ |
অবস্থান |
|
স্থানাঙ্ক | ২৩°৪৩′৪৭″ উত্তর ৯০°২৪′৫২″ পূর্ব / ২৩.৭২৯৮৩৯° উত্তর ৯০.৪১৪৪৮২° পূর্ব |
চেয়ারম্যান | নাজমুল হাসান পাপন (প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়) |
প্রধান প্রতিষ্ঠান | যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (বাংলাদেশ) |
ওয়েবসাইট | http://www.nsc.gov.bd |
প্রাক্তন নাম | জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড বাংলাদেশ ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা |
জাতীয় ক্রীড়া পরিষদ হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত এবং যুব ও ক্রীড়া মন্ত্রলালয়ের অন্তর্ভুক্ত ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা; একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, যা জাতীয় ক্রীড়া পরিষদ এ্যাক্ট-১৯৭৪ দ্বারা প্রতিষ্ঠিত | প্রতিষ্ঠানটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ ক্রীড়া সংস্থা। এটি বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতাধীন ৫১টি ভিন্ন ভিন্ন খেলাধুলা বিষয়ক সংস্থাকে নিয়ন্ত্রণ করে। এটি বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৯১ সাল পর্যন্ত এর নাম জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড থাকলেও এর নাম পরে জাতীয় ক্রীড়া পরিষদ রাখা হয়। বর্তমানে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এই প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এটি বাংলাদেশ অলিম্পিক সংস্থাকেও নিয়ন্ত্রণ করে থাকে।[১]
সাংগঠনিক কাঠামো
[সম্পাদনা]এটি একটি নির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয়। এই নির্বাহী কমিটি চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, ট্রেজারার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, সকল জাতীয় ক্রীড়া ফেডারেশন/এ্যাসোসিয়েশনের একজন করে প্রতিনিধি, সেনা ক্রীড়া বোর্ড বা আন্তঃবাহিনী ক্রীড়া বোর্ডের একজন প্রতিনিধি, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া বোর্ডের একজন প্রতিনিধি এবং সরকার কর্তৃক মনোনীত দুইজন বিশিষ্ট ক্রীড়াবিদ নিয়ে গঠিত। পরিষদের চেয়ারম্যান এবং সচিব নির্বাহী কমিটির চেয়ারম্যান ও সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[২]
অঙ্গ প্রতিষ্ঠানসমূহ
[সম্পাদনা]- বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড
- বাংলাদেশ ফুটবল ফেডারেশন
- বাংলাদেশ হকি ফেডারেশন
- বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন
- বাংলাদেশ দাবা ফেডারেশন
- বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন
- বাংলাদেশ সুইমিং ফেডারেশন
- বাংলাদেশ কাবাডি ফেডারেশন
- বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন
- বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন
- বাংলাদেশ জুডো ফেডারেশন
- বাংলাদেশ কারাতে ফেডারেশন
- বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন
- বাংলাদেশ ভলিবল ফেডারেশন
- বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশন
- বাংলাদেশ অপেশাদার বক্সিং ফেডারেশন
- বাংলাদেশ টেনিস ফেডারেশন
- বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন
- বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন
- বাংলাদেশ গলফ ফেডারেশন
- বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন
- বাংলাদেশ খো খো ফেডারেশন
- বাংলাদেশ আর্চারি ফেডারেশন
- বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন
- বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা
- বাংলাদেশ ক্যারম ফেডারেশন
- বাংলাদেশ রোয়িং ফেডারেশন
- বাংলাদেশ স্কোয়াশ র্যাকেট ফেডারেশন
- বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন
- বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন
- বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন
- বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন
- বাংলাদেশ ব্রীজ ফেডারেশন
- বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন
- বাংলাদেশ বাসাআপ এসোসিয়েশন
- বাংলাদেশ ঘুড়ি এসোসিয়েশন
- বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন)
- বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন
- বাংলাদেশ উশু ফেডারেশন
- বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশন
- বাংলাদেশ বুত্থান এসোসিয়েশন
- বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন
- বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো এসোসিয়েশন
- ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ
- বাংলাদেশ কিকবক্সিং এসোসিয়েশন
- বাংলাদেশ মাউন্টেনিয়ারিং এসোসিয়েশন
- বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশন
- বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন
- বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশন
- বাংলাদেশ চুকবল এসোসিয়েশন
- বাংলাদেশ কান্ট্রি গেমস এসোসিয়েশন
- বাংলাদেশ থ্রোবল এসোসিয়েশন
- বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশন
- বাংলাদেশ খিউকুশীন কারাতে এসোসিয়েশন
- বাংলাদেশ প্যারা আরচ্যারী এসোসিয়েশন
আরও দেখুন
[সম্পাদনা]- বাংলাদেশ অলিম্পিক সংস্থা
- বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা
- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জাতীয় ক্রীড়া পরিষদ-যুব ও ক্রীড়া মন্ত্রণালয়"। www.nsc.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৮।
- ↑ "ক্রীড়া সংস্থা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১০।