জন মিলটন
জন মিলটন | |
---|---|
জন্ম | ব্রেড স্ট্রিট, চিপসাইড, লন্ডন, ইংল্যান্ড | ৯ ডিসেম্বর ১৬০৮
মৃত্যু | ৮ নভেম্বর ১৬৭৪ বানহিল, লন্ডন, ইংল্যান্ড | (বয়স ৬৫)
পেশা | কবি, প্রাবন্ধিক, সরকারী কর্মচারী |
সাহিত্য আন্দোলন | [ আন্দোলন ] জন মিলটন ইতালি থাকা অবস্থায় ইংল্যান্ড থেকে খবর এল দেশে যু্দ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। খবর শুনে তিনি ইংল্যান্ডে ফিরে এলেন। এসময় তার ভিতরে জেগে উঠল বিদ্রোহী সত্তা। মিল্টনের পাঁচ সন্তান ছিল। আর কাব্য নয় এখন প্রয়োজন গদ্যের। লন্ডনে এসে পাকাপাকিভাবে ঘর বাধলেন তিনি। নিজেকে ঘোষণা করলেন এই যুদ্ধের সৈনিক হিসেবে। তবে তার অস্ত্র বন্দুক নয়, কলম।এ সময় তিনি রচনা করেন এ্যরোপ্যাজিটিকা গ্রন্থটি। এ গ্রন্থে সমগ্র বিশ্বের মানুষের বাক স্বাধীনতা, মুদ্রণ স্বাধীনতা এবং সংগ্রামের এক জীবন্ত দলিল। |
জন মিল্টন (ডিসেম্বর ৯, ১৬০৮ – নভেম্বর ৮, ১৬৭৪) সপ্তদশ শতাব্দীর ইংরেজ কবি, গদ্য লেখক এবং কমনওয়েলথ অব ইংল্যান্ডের একজন সরকারি কর্মচারী। তার প্রসিদ্ধ কাব্য প্যারাডাইস লস্ট এর কারণে তিনি সমধিক পরিচিত। কয়েক শতাব্দী শীর্ষ ইংরেজ কবির অবস্থানে থাকার পর বিংশ শতাব্দীর মাঝামাঝি টি এস এলিয়ট ও এফ আর লেভিস এর জনপ্রিয়তার কাছে তার শীর্ষস্থান হুমকির মুখে ছিল। কিন্তু বিভিন্ন সামাজিক ও সাহিত্য জার্নালের কল্যাণে মিল্টনের অবদান একুশ শতাব্দীতেও অটুট রয়েছে।
তার মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত মিল্টনের জীবন নিয়ে বিস্তর গবেষণা হয়েছে।.[১]
প্যারাডাইজ লস্ট
[সম্পাদনা]১৬৫৮ থেকে ১৬৬৪ সালের মধ্যে মিলটন তার মহাকাব্য প্যারাডাইজ লস্ট রচনা করেন। সেসময় তিনি অন্ধ এবং দরিদ্র ছিলেন। ১৬৭৪ সালে কাব্যটির ২য় সংস্করণ প্রকাশিত হয়। মহাকাব্যটি তার নিজের জীবনের হতাশা এবং ব্যর্থতা তুলে ধরে,একই সাথে মানুষের সুপ্ত ক্ষমতাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করে। ২৭ এপ্রিল ১৬৬৭ সালে স্যামুয়ের সিমন্স নামক একজন প্রকাশকের কাছে তিনি ৫ পাউন্ডে প্যারাডাইজ লস্টের গ্রন্হস্বত্ত্ব বিক্রয় করেন(২০০৮ সালের ৭৪০০ পাউন্ডের সমতূল্য)। সাথে চুক্তি ছিলো প্রতি ১৩০০ থেকে ১৫০০ কপি বিক্রয়ের জন্য লেখক ৫ পাউন্ড করে পাবেন। ১৬৬৭ সালে প্রথম সংস্করণ ছ্পা হয়, প্রতিটি ৩ শিলিং করে বিক্রয় হয় এবং ১৮ মাসে সবগুলো বিক্রয় হয়ে যায়। মিলটন ১৬৭১ সালে প্যারাডাইস লস্টের পরবর্তি অংশ প্যারাডাইজ রেগেইনড(ইংরেজিঃ Paradise Regained) রচনা করেন,একই সময় স্যামসন অ্যাগনিস্টস(ইংরেজিঃ Samson Agonistes) নামক একটি ট্রাজেডি রচনা করেন। ১৯৭৩ সালে মিলটন তার ১৬৪৫টি কাব্য এবং তার চিঠির সংগ্রহ পুনরায় প্রকাশ করেন। একই তিনি ক্যামব্রিজে থাকাকালিন ল্যাটিন ভাষায় লেখা খসড়া গুলোও প্রকাশ করেন। ১৬৬৮ সালের প্যারাডাইজ লস্টের একটি সংস্করণ যা মিলটনের ব্যক্তিগত কপি ওয়েস্টার্ন অন্টেরিয় বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় সংরক্ষিত আছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- গুটেনবের্গ প্রকল্পে John Milton-এর সাহিত্যকর্ম ও রচনাবলী (ইংরেজি)
- Works by Milton (inc Paradise Lost)
- Milton Reading Room ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ এপ্রিল ২০০২ তারিখে – online, almost fully annotated, collection of all of Milton's poetry and selections of his prose
- "Milton and De Doctrina Christiana" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ ডিসেম্বর ২০০৭ তারিখে by Gordon Campbell et al., 1996
- "The masque in Milton's Arcades and Comus" by Gilbert McInnis
- History of the John Milton Society for the Blind in Canada
- How Milton Works by Stanley Fish ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ ডিসেম্বর ২০০৭ তারিখে
- Milton's cottage
- Paradise Lost by John Milton, Introduction and Notes by David Hawkes
- [বিশ্বের ১০০ প্রভাবশালী মণীষীর জীবনী, মাইকেল এইচ, হার্ট]
- ইংরেজ কবি
- সনেট লেখক
- ইংরেজ প্রাবন্ধিক
- নব্যশ্রেণীবাদী
- নব্য লাতিন লেখক
- রিপাবলিকান
- খ্রিস্টান লেখক
- অন্ধ ব্যক্তি
- লন্ডনের অধিবাসী
- ১৬০৮-এ জন্ম
- ১৬৭৪-এ মৃত্যু
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ১৭শ শতাব্দীর পণ্ডিত
- ক্রাইস্ট কলেজ, কেমব্রিজের প্রাক্তন শিক্ষার্থী
- ইংল্যান্ডের অন্ধ ব্যক্তিত্ব
- খ্রিস্টান কবি
- ইংরেজ পুরুষ কবি
- ইংরেজ অ-কল্পকাহিনী লেখক
- মহাকবি
- পুরাণপ্রসূ সাহিত্যিক
- ধর্মের দার্শনিক
- রাজনৈতিক দার্শনিক
- সামাজিক দার্শনিক
- সনেট রচয়িতা
- লন্ডনের লেখক